নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Look, it’s meThe one who can’t be free Much too young to focus But too old to se. youtube: LetsHike

বোকা যাদুকর

Look, it’s me The one who can’t be free Much too young to focus But too old to see

বোকা যাদুকর › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিতে টাঙ্গুয়ার হাওর

১১ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৭


২৮শে অগাস্ট ২০২০, সকাল আমরা ঢাকা ইস্কাটন থেকে তিনটি মোটরবাইকে পাঁচজন রওনা দিলাম সুনামগঞ্জের তাহিরপুরের উদ্দেশে।
প্রায় ৩০৮ কিলোমিটারের লম্বা রাইড। তাই শুরুতে শহীদ তাজউদ্দিন আহমেদ সরনীতে সাউদার্ন সিএনজি স্টেশন থেকে ফুল ট্যাংকি অকটেন ভরে নিলাম। এই পাম্প এর অকটেনের মান ভাল, রেস এবং ভালো মাইলেজ পাওয়া যায়। যদিও পরিমাণ নিয়ে আমার একটু সন্দেহ আছে। যাই হোক, সকালে কেউ নাস্তা করিনি তাই ঠিক করলাম নরসিংদী তে নাস্তা করবো। যেতে যেতে পথে বৃষ্টি আমাদের সঙ্গী হলো। আমার কাছে রেইনকোট ছিল না তাই রাস্তার পাশে টং দোকানে দাঁড়ালাম একটু পর বৃষ্টি থেমে গেলে। যাই হোক নরসিংদীতে একটা হোটেলে নাস্তা করে ব্যাগগুলি প্ল্যাস্টিক দিয়ে ভালো করে মোটরসাইকেল এর সাথে ভালো করে বেঁধে আবার যাত্রা শুরু করলাম। এর মাঝে আমরা দুপুর খাওয়ার জন্য থামলাম। বিকাল এর দিকে ফেরি পার হলাম।

You can watch the video to experience our journey:

view this link




সুনামগঞ্জে ঢোকার সাথে সাথে ঝুম বৃষ্টি শুরু হলো। যদিও সারা রাস্তায় বৃষ্টি একটু পর পর আমাদের সঙ্গ দিচ্ছিলো। কিন্তু তাহিরপুর এর বৃষ্টি আর রাস্তা অনেক ভাঙা একটু পর পর ভালো রাস্তা, আবার পুরাটা ভাঙা। আর বাইকের হেডলাইট এর আলোতে কাজ হচ্ছিলো না। মাঝে মাঝে বিশাল বিশাল গর্ত। আবার নেই রেইনকোট রেইন কোট নাই। তাই অবস্থা হলো যা তা।এই রকম করেই রাতে ১০ টার দিকে আমরা পোঁছে গেলাম তাহিরপুর বাজারে। ওই খানে নৌকা ঘটে আমাদের জন্য ফয়সাল ভাই অপেক্ষা করছিলেন। আমরা বাজার থেকে প্রয়োজনীয় জিনিস যেমন- সাবান গামছা স্যান্ডেল ইত্যাদি কিনলাম। এর পর আমরা ঘটে গেলাম। আমাদের জন্য বিশাল নৌকা অপেক্ষা করছিলো।এই নৌকায় প্রায় ৫০ জন উঠেতে পারে। ৫ জন আর নৌকার ৫ জন মিলে ১০ জন বিশাল এই নৌকায় উঠলাম।সাধারণত এই রকম নৌকার ভাড়া ১৬০০০ টাকা কিন্তু ফয়সাল ভাই আমাদের বন্ধু মানুষ তাই এই রাজকীয় ব্যবস্থা এতো কম খরচই। যাই হোক, আমরা নৌকাতে বাইক তুলে নৌকার ছাদে রাখলাম।তখন তুমুল বৃষ্টি আর থেকে থেকে ব্রজপাত হচ্ছে। আমরা সবাই কাক ভেজা তখন। তাই তাড়াতাড়ি হাওর থেকে বালতিতে পানি তুলে নৌকার ছাদেই গোসল সেরে নিলাম।এরপর হাওরের মাছ দিয়ে রাতের খাবার শেষ করলাম। আস্তে আস্তে বৃষ্টি ঝড় এর রূপ নিলো তাই আমরা ঘটে এ রাত কাটাবো সিদ্ধান্ত নিলাম। আড্ডা আর গানে ধীরে ধীরে রাত গভীর হলে আমরা ঘুম দিলাম। সকাল সকাল উঠে বারবিকিউ আর খিচুড়ি দিয়ে নাস্তা সারলাম।



এরপর আমরা টাঙ্গুয়ার হাওর এর দিকে নৌকা ছাড়লাম। মেঘালয় পাহাড় থেকে ৩০টিরও বেশি ঝরনা এসে মিশেছে এই টাঙ্গুয়ার হাওরে।
৫১টি হাওরের সমন্বয়ে ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই হাওরে সব মিলিয়ে প্রায় ২৫০ প্রজাতির পাখি, ২০০ প্রজাতির মাছ, ১২'র বেশি প্রজাতির ব্যাঙ, ১৫০-এর বেশি প্রজাতির সরীসৃপ প্রাণীর আবাস। নৌকায় যেতে যেতে হাওয়ের মানুষের জীবনযাত্রা দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম।
এক একটি বাড়ি যেন এক একটি দ্বীপ।যেতে যেতে লক্ষ্য করলাম যায় হাওরের প্রায় প্রত্যেকটি বাড়িতে কমপক্ষে একটি করে নৌকা আছে। পানিবেষ্টিত এই এলাকার এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াতের একমাত্র বাহন। এরপর আমার এক জায়গায় নৌকা ভিড়ালাম হাওরে গোসল করার জন্য। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে পানিতে নামলাম।


হাওরে নামার সময় চেষ্টা করবেন লাইফ জ্যাকেট পরে নামার কারন চোৱ স্রোতে পড়তে বিপদ হতে পারে। আমরা হাওরে বসে চা খেলাম।এর মধ্যে শুরু হলো ঝুম বৃষ্টি যেটা আমাদের এই অভিযানের আনন্দের মাত্রা বাড়িয়ে দিলো শতগুন।
ঘন্টা দুয়েক পানিতে ঝাপাঝাপি করে আবার যাত্রা শুরু করলাম এইবার এর লক্ষ্য টেকেরঘাট। যেতে যেতে দুপুরের খাওয়া সেরে নিলাম। টেকেরঘাটে আমরা মোটরবাইক সহ নামলাম। বিকালে গেলাম বাজার দর্শনে। এর পর বিকেলে মোটরসাইল নিয়ে উঁচুনিচু পাহাড় পেরিয়ে বারিক্কাটিলার দিকে রওনা দিলাম। রাস্তা অনেক ভাঙা কিন্তু আসেপাশের দৃশ্য অসাধারণ।
বিকালটা কাটালাম বারিক্কাটিলায় সেখান থেকে যাদুকাটা নদীর সৌন্দর্যে উপভোগ করলাম। এর পর আবার রওনা দিলাম টেকেরঘাট। সন্ধ্যায় চললো আড্ডা গান আর উনো খেলা এরপর রাতের খাওয়া শেষ করে ঘুম। সকাল এ থেকে আবার শুরু হলো ঝড় এর মধ্যে আমরা তাহিরপুরের উদ্দেশ্য রওনা দিলাম। পথে সকালের নাস্তা সারলাম।
সকাল থেকে আমার ১০৩ -১০৪ জ্বর। আসার দিন থেকে অনবরত ভেজা জামাকাপড় নিয়ে থাকার দরুন হয়তো জ্বর উঠেছে। তাই এইবার আর ভুল করলাম না তাহেরপুর বাজার থেকে রেইনকোট কিনে নিলাম। এরপর মোটর সাইকেল এর ট্যাংকি রিফুয়েল করে সবার থেকে বিদায় নিয়ে বৃষ্টির মধ্যে রওয়ানা দিলাম ঢাকার উদ্দেশ্যে। প্রায় ৮ ঘন্টা লাগলো আমাদের ৩০৮ কিলোমিটার এর দীর্ঘ রাইড শেষ করতে।
সবশেষ এ রাত ৯ তাই বাসায় ফিরে শেষ হলো আমাদের ২ দিনের বৃষ্টি ভেজা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ। সর্বমোট ৪০০০ টাকা খরচ হয়েছিল এর মধ্যে ২০০০ টাকা অকটেন আর নৌকা ভাড়া বাবদ প্রতিজন ২০০০ টাকা। আমার কে পি আর ১৫০ মোটরসাইকেল ভালোই সার্ভিস দিয়েছিলো।
সবশেষে, বলতে চাই টাঙ্গুয়ার হাওর এর রূপ বৃষ্টিতে এ শতগুন বেড়ে যায়

#Tanguar_Haor #টাঙ্গুয়ার_হাওর #Kpr_motorcycle_ride #Sunamganj #Tahirpur

মন্তব্য ১৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১৪

মোহামমদ কামরুজজামান বলেছেন:
চমৎকার ভ্রমণের গল্প। আমাদের দেশের ভিতরেই অনেক দর্শনীয় স্থান আছে ।দেখার জন্য শুধু মন আর সময় দরকার।ভাল লাগল আমাদের সবাইকে বৃষ্টির মাঝে টাঙ্গুয়ার হাওর ঘুরিয়ে আনার জন্য।

১১ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২২

বোকা যাদুকর বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০০

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
আমার তো এখনই চলে যেতে ইচ্ছা করছে।

১১ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৬

বোকা যাদুকর বলেছেন: ধন্যবাদ ভাই। এখন তো অন্য রূপ পাবেন। আপনি বরং লালাখাল থেকে ঘুরে আসুন। https://youtu.be/ScB0ixEkfYI

৩| ১১ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ভালো লাগলো, খুব ইচ্ছে করছে ঘুরে আসতে।

১১ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৭

বোকা যাদুকর বলেছেন: ধন্যবাদ ভাই, ঘুরে আসতে পারেন। কিন্তু এখন তেমন মজা পাবেন না

৪| ১১ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

অপু তানভীর বলেছেন: টাঙ্গুয়ারের হাওর গিয়েছিলাম ২০১৯ এ । আমাদের বেলাতে বৃষ্টি এসেছিলো রাতের বেলা । প্লান ছিল সারা রাত ট্রলারের ছাদে বসে থাকবো তবে সেটা সম্ভব হয় নি বৃষ্টির কারণে । এক সময়ে ঝড় শুরু হয়। সেটাও চমৎকার ছিল ।

ভিডিও এবং বর্ণনা খুবই চমৎকার হয়েছে । ভাল থাকুন সব সময় ।

১১ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:০৮

বোকা যাদুকর বলেছেন: ধন্যবাদ ভাই। আপনিও ভালো থাকবেন।

৫| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪১

সোহানী বলেছেন: চমৎকার জার্নি। আরো ছবি এড করলে আরো দেখতে পেতাম।

প্রথম প্যারাটা দু'বার এসেছে।

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৯

বোকা যাদুকর বলেছেন: ধন্যবাদ আপু
বুঝলাম না এটা কেন হলো?! এখনি ঠিক করছি।
ছবিতো বেশি এড করা যাচ্ছেনা।আপনি চাইলে আমার ইউটিউব এ পুরো ভিডিও টি দেখে আসতে পারেন।
Tanguar Haor: https://youtu.be/oOprzA8-c0g

৬| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৫

নেওয়াজ আলি বলেছেন: টাঙ্গুয়া সুন্দর নাম

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৯

বোকা যাদুকর বলেছেন: ধন্যবাদ

৭| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:১৬

মনিরা সুলতানা বলেছেন: দারুণ !!
এমন সব ভ্রমণ ছবি আর গল্প মন ভালো করে দেয়।

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৯

বোকা যাদুকর বলেছেন: ধন্যবাদ

৮| ১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। এখন তো অন্য রূপ পাবেন। আপনি বরং লালাখাল থেকে ঘুরে আসুন।
লালাখাল গিয়েছি দুবার।
হাওরে যাওয়ার সঠিক সময় কি বর্ষাকাল?

১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৯

বোকা যাদুকর বলেছেন: আমার মতে যেহুতু বর্ষাকালে হাওরে পানি সবথেকে বেশি থাকে আর নৌকায় বসে বৃষ্টি উপভোগ করার তো মজাই আলাদা। কি বলেন? কিন্তু রাস্তাঘাট খুবই বাজে থাকে তাই সবথেকে ভালো বৃষ্টি সিজন যখন শেষ হবে তখন সব ফ্রেশ থাকে। শীতকালে পানি কম থাকে আর কিছু কিছু যায়গা শুষ্ক থাকে।

৯| ১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছবি ও বর্ণনা ভাল হয়েছে।++++

১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৩

বোকা যাদুকর বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ১২ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: যাওয়া হয়নি কখনো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.