নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Look, it’s meThe one who can’t be free Much too young to focus But too old to se. youtube: LetsHike

বোকা যাদুকর

Look, it’s me The one who can’t be free Much too young to focus But too old to see

বোকা যাদুকর › বিস্তারিত পোস্টঃ

জাতিতাত্ত্বিক জাদুঘর চট্টগ্রাম - Ethnological Museum Chittagong

১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৫



চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় বাদামতলী মোড়ে অবস্থিত বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর আওতাধীন দেশের একমাত্র জাতি-তাত্ত্বিক জাদুঘর বা Ethnological Museum।যা ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত করা হয়। এশিয়া মহাদেশের দুইটি জাতি-তাত্ত্বিক জাদুঘরের মধ্যে একটি, অপরটি জাপানে।

My documentary on Ethnological Museum Chittagong (জাতিতাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম)

এখানে বাংলাদেশের ২৯টি বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর জীবনধারা, উপজাতি গোষ্ঠীর ইতিহাস এবং দৈনন্দিন জীবনপ্রণালী সমন্বিত উপকরণের প্রদর্শন করা হয়। একতলা জাদুঘরটি সর্বমোট চারটি গ্যালারি ভাগ করা হয়েছে। বর্তমানে জাদুঘরে সর্বমোট প্রদর্শনী কক্ষের সংখ্যা ১১টি, এছাড়া একটি কেন্দ্রীয় হলঘর এবং গ্রন্থাগার রয়েছে।প্রতিদিন প্রায় ২০০ দর্শনার্থী এই জাদুঘর টি পরিদর্শন করতে পারে।



এছাড়া শীতকালে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল ৯.০০ থেকে বিকাল ৫.০০ আর গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল ১০.০০ থেকে বিকাল ৬.০০ পর্যন্ত উম্মুক্ত থাকে।দেশী পর্যটক: ২০ টাকা, সার্কভুক্ত দেশের পর্যটক: ৫০ টাকা, বিদেশী পর্যটক: ১০০ টাকা মাধ্যমিক স্তর পর্যন্ত (হাইস্কুল শিক্ষর্থী): ০৫ টাকা প্রবেশ মূল্য নির্ধারণ করা আছে। রবিবার এবং সরকার ঘোষিত দিবসে জাদুঘরটির প্রদর্শনী বন্ধ থাকে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪৯

সালাহ উদ্দিন শুভ বলেছেন: এমন জাদুঘর আছে জানতাম না। গতবার বান্দরবন যাওয়ার সময়েও তুচ্ছ তাচ্ছিল্য করে ভাবছিলাম বাংলাদেশে আদিবাসী-উপজাতিদের নিয়ে কোন জাদুঘর নেই। এখন দেখছি আছে :``>>

১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫৯

বোকা যাদুকর বলেছেন: এশিয়া মহাদেশের দুইটি জাতি-তাত্ত্বিক জাদুঘরের মধ্যে এটি একটি

২| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৫

এমেরিকা বলেছেন: চট্টগ্রামে এরকম আর কি জাদুঘর আছে?

১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২০

বোকা যাদুকর বলেছেন: এটি দেশের একমাত্র জাতি-তাত্ত্বিক জাদুঘর এছাড়া চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর,জিয়া স্মৃতি যাদুঘর আছে।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: চট্রগ্রামে বেশ কয়েকবার গিয়েছি। কিন্তু এই যাদু ঘরে যাওয়া হয় নি।

১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩১

বোকা যাদুকর বলেছেন: গেলে ভালোই লাগবে।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: জানাই ছিলো না। বাদামতলীতে থেকেছি কয়েক বছর।

১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩১

বোকা যাদুকর বলেছেন: অনেকেই জানে না।

৫| ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: ছবিগুলো বেশ সুন্দর। তবে পরপর না দিয়ে মাঝে স্পেস দিলে দেখতে আরো ভালো লাগতো।
শুভেচ্ছা জানবেন।

১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৫

বোকা যাদুকর বলেছেন: ধন্যবাদ। এখন ঠিক আছে?

৬| ১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০১

ডার্ক ম্যান বলেছেন: ঐ এলাকায় প্রায় যাওয়া হয় কিন্তু কখনো জাদুঘরে যাওয়া হয় নি

১৮ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৬

বোকা যাদুকর বলেছেন: ঘুরে আসুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.