নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেন্সিলবিডি

নানান বিষয় নিয়েই আমার আগ্রহ। তবে, প্রযুক্তি কে ভালোবাসি খুব বেশী।

পেন্সিলবিডি › বিস্তারিত পোস্টঃ

এন্ড্রয়েড অ্যাপ রিভিউ - আজকের অ্যাপ "অনুপ্রেরণা"

০১ লা মে, ২০১৫ বিকাল ৩:২৫





এখন সবার হাতে হাতেই স্মার্টফোন কিংবা ট্যাব আছেই আর আমাদের দেশের বেশীরভাগ স্মার্টফোনগুলোই "এন্ড্রয়েড" বেইজড। স্মার্টফোনের মূল আকর্ষণ হলো প্লে স্টোরের অ্যাপস সমূহ। আমরা সবসময় ভালো ভালো অ্যাপ খুজে বের করি এবং ব্যবহার করি। আমি এখন থেকে সবার জন্য বিভিন্ন অ্যাপ র রিভিউ লিখবো নিয়মিত। আশা করছি, সকল কে কাছেই পাবো। :)



আজকের আমরা একটি বাংলা এন্ড্রয়েড অ্যাপ নিয়ে আলোচনা করবো। অ্যাপটির নাম হলো "অনুপ্রেরণা" । বন্ধুরা প্লে স্টোর হতে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এই ঠিকানাই গিয়ে, Click This Link



আমাদের জীবন পথে চলতে গিয়ে বিভিন্ন বাধা বিপত্তি আসে, সেই সাথে নানাবিধ কারণে জীবন থমকে যাই। মনে হয় আমাকে দিয়ে কিছুই হবে নাহ। ঠিক এই সময়টাতে খুব বেশী প্রয়োজন হয় একটুখানি অনুপ্রেরণার।



"অনুপ্রেরণা" অ্যাপটি তে পাবেন সফল ব্যক্তিদের গল্প, উক্তি ও বক্তব্য। সফলরা কিভাবে তাদের কঠিন সময় পাড়ি দিয়েছেন, তাদের জীবন দর্শন কি ছিলো, জীবন সম্পর্কে তাদের অভিজ্ঞতাগুলো কি কি এবং সেই সাথে নতুনদের জন্য তাদের উপদেশসমূহ আমাদের অনুপ্রাণিত করবে নিঃসন্দেহে।



ড্যানিয়েল সল গোল্ডিন/ল্যারি কিং/অং সান সু চি/জেমস ক্যামেরন/হিলারি রডহ্যাম ক্লিনটন/বেনজির ভুট্টো/মাইকেল জ্যাকসন/প্রিন্সেস ডায়ানা/চার্লি চ্যাপলিন/অপরাহ উইনফ্রে/এ পি জে আবদুল কালাম/নেলসন ম্যান্ডেলা/জে কে রাউলিং/লরেনস ল্যারি পেইজ/প্রেসিডেন্ট বারাক ওবামা/স্টিভ জবস/আর্নল্ড শোয়ার্জনেগার/ড. মুহম্মদ জাফর ইকবাল/টনি মরিসন/অমিতাভ বচ্চন/শিরিন এবাদি/অমর্ত্য সেন/ফিলিপ কটলার/টম হ্যাঙ্কস/আল গোর/কফি আনান/বান কি মুন/জেরি ইয়াং/ভিন্ট কার্ফ/জেসিকা লেঞ্জ/বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর/বিল গেটস/মেলিন্ডা গেটস/চে গুয়েভারা/কেট মিডলটন/আমির খান/শচীন টেন্ডুলকার/টিম কুক/অ্যাং লি/রাহুল দ্রাবিড়/অ্যারিয়ানা হাফিংটন/অ্যাঞ্জেলিনা জোলি/ক্রিস গার্ডনার/জেসিকা লেঞ্জ/কেরি ওয়াশিংটন/জাভেদ করিম/মাইক বেকার/শাহরুখ খান - প্রমুখ সফল ব্যক্তিদের অনুপ্রেরণামূলক বক্তৃতা সংযুক্ত করা হয়েছে, পাশাপাশি সর্বমোট ৮৬ টি অনুপ্রেরণামূলক গল্প এবং প্রচুর অনুপ্রেরণামূলক উক্তি সংযুক্ত করা হয়েছে অ্যাপটি তে।



আশা করছি আপনারা অ্যাপটি ইনস্টল করবেন এবং ব্যবহার করে কেমন লাগলো তা কমেন্টস সেকশন এ জানাবেন। প্লে স্টোর হতে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এই ঠিকানাই গিয়ে, Click This Link



আগামীতে নতুন কোন এপস এর রিভিউ নিয়ে হাজির হবো !!:)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৫ বিকাল ৩:৪৯

অবনি মণি বলেছেন: ধন্যবাদ

২| ০১ লা মে, ২০১৫ বিকাল ৪:০৯

পেন্সিলবিডি বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.