![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন পরে আজ আপনাদের সামনে আরেকটি এন্ড্রয়েড অ্যাপস এর রিভিউ নিয়ে হাজির হয়েছি। আজকের অ্যাপ "সুডোকু গেমস"
সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় খেলা সুডোকু। সুডোকু ছেলে বুড়ো সবার কাছেই সমান জনপ্রিয়। মাথার ধুসর পদার্থে একটু নাড়াচাড়া দিতে চাইলে সুডোকু একটি আদর্শ খেলা। সুডোকু নামটি জাপানিজ হলেও এর উদ্ভাবন জাপানে হয়নি। জাপানি ভাষায় কিলার সুডোকু ‘সামুনামুপুরে (samunamupure)’ নামে পরিচিত। এর অর্থ ‘যোগ করে বসানো’। সুডোকু ছকে ৯X৯=৮১টি ঘর আছে। এই ৮১টি ঘর আবার ৯টি ছোট ছোট বর্গে বিভক্ত। প্রতিটি ছোট বর্গে ৯টি করে ঘর আছে। খেলার শুরুতে কিছু কিছু ঘরে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা গুলোর কয়েকটি বসানো থাকে। বেশী সংখ্যা বসানো থাকলে সমাধান করা সহজ।
গুগল প্লে স্টোরে সুডোকু নিয়ে প্রচুর অ্যাপ আছে। সবগুলো অ্যাপস ই হলো ইংরেজী ভাষায়। মজার ব্যপার হলো - এই অ্যাপটি বাংলা ভাষায়। এন্ড্রয়েড ইউজারদের জন্য অ্যাপ র ভিতরে রয়েছে - সুডোকু খেলার নিয়মাবলী। ফলে সহজেই যে কেউ সুডোকু কিভাবে খেলতে হয় তা জানতে পারবেন।
অ্যাপটির ইন্টারফেস ও চমতকার। খালি জায়গায় সংখ্যা বসানোর সময় একটা পপ আপ বক্স আসে, সেখান থেকে একটি সংখ্যা নির্বাচন করতে হয়। সংখ্যাটি ভুল হলে লাল কালারড হয়ে যাই, আর সঠিক হলে গ্রিন কালার।
তো বন্ধুরা, এই এন্ড্রয়েড গেমস অ্যাপটি ডাউনলোড করে নিন এখনই আর খেলতে শুরু করে দিন!!! এটি একটি অফলাইন অ্যাপস, তাই একবার ডাউনলোড করলে এটি পরবর্তীতে আপনি ইন্টারনেট কানেকশন ছাড়াও অফলাইনে গেমসটি খেলতে পারবেন। প্লে স্টোর হতে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এই ঠিকানাই গিয়ে, Click This Link
©somewhere in net ltd.