নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিভৃত নিষোম

কুণ্ডপর্ণী সুনন্দ সম্মাদ্দার

আলোক ধ্বনির আগমনী নান্দী বেদনার সুরে বাজে বিশ্বময়।

কুণ্ডপর্ণী সুনন্দ সম্মাদ্দার › বিস্তারিত পোস্টঃ

বিবর্ণ সকাল

২৮ শে মে, ২০১৩ রাত ৯:৩৫

সকালটা আজ বড় বিবর্ণ, নিষ্ঠুর, নীরব,



নেই সোঁদা মাটির গন্ধ, পাখির ডাক, কোলাহল,



মাটির বেড়াটায় কাদার প্রলেপ, দেয়ালে মাটির গাঁথুনি আলগা হয়ে গেছে,



মাটির শানকিটা অযত্নে অবহেলায় পড়ে আছে,



ছেড়া কাপড় চোপড়, অবহেলা আর অযত্নের দাসত্তে মৃতপ্রায়,



কাপড়গুলা রহিমার, সেই যে দস্যি মেয়ে, চপল দুরন্ত দস্যিপনায় ভারি বেস্ত এক মিষ্টি মেয়ে!



আজ রহিমা নেই, নেই সেই বেস্ততা, নেই কোন হাঁকডাক,



গিয়েছিল ঢাকায় সেলাই করতে, কত হাসি ছিল মুখে,



এখন কোথায় আছে সে কেও জানে না,



না মিথ্যা বলব কেন? আমি ত জানি, আমরা তো জানি,



আমার শার্ট সেলাই করতে করতে রহিমা হাঁপিয়ে গেছে,



আমার প্যান্ট সেলাই করতে করতে রহিমা হাঁপিয়ে গেছে,



আমার কামিজ সেলাই করতে করতে রহিমা হাঁপিয়ে গেছে,



ও একটু ঘুমাচ্ছে, ঘুমোক, ঘুমাবে না? অনেকদিন ঘুমায়নি রহিমা,



অনেক শান্তির ঘুম, অনেক আনন্দের ঘুম, অনেক সাধনার ঘুম,



উঠবে কখন ঘুম থেকে...? জানিনা, সত্যি আমি জানিনা,



এ কথা বোধহয় কেও জানেনা।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ রাত ৯:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখাটা কিন্তু মন্দ নয়। ভালো লেগেছে, কিন্তু বানান দিকে যত্নশীল হওয়া দরকার। এটা দৃষ্টিকটু

২| ২৯ শে মে, ২০১৩ রাত ১:৫৫

কুণ্ডপর্ণী সুনন্দ সম্মাদ্দার বলেছেন: ধন্যবাদ, ভাই, আসলে ফন্ট-জনিত সমস্যা, নিরাময় পাচ্ছি না, ভাল থাকুন, আবারও ধন্যবাদ।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৪

কুণ্ডপর্ণী সুনন্দ সম্মাদ্দার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.