![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“কুবার প্যাডি” অস্ট্রেলিয়ার একটি মাটির নিচের শহর। এটি হচ্ছে পৃথিবীর একমাত্র মাটির তলার নগরী। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে ৮৪৬ কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলের মরুভূমিতে অবস্থিত একটি ছোট শহর। জায়গাটা পৃথিবীর ওপাল রাজধানী নামেও খ্যাত।
তবে মাটির নিচের এই শহরটি আপনা আপনি গড়ে উঠেনি। ১৯১১ সালের আগে এই জায়গাটির বাসিন্দা বলতে ছিল মরুভূমির সাপ, বিষাক্ত পোকামাকড়, টিকটিকি আর এমু পাখি। এই জায়গাটার বিশেষত্ব প্রথম আবিষ্কার করে উইল হাচিসন নামের চৌদ্দ বছরের এক কিশোর।
১৯১৬ সালের দিকে “ওপাল” নামে এক ধরনের খনিজ পদার্থের খোঁজে এই স্থানটিতে জড়ো হতে থাকেন খনি শ্রমিকেরা। ওপাল হচ্ছে একধরনের পানির মতো পদার্থ, মিশে থাকে মাটির সঙ্গে। পৃথিবীর ৮০ ভাগ ওপালের জোগান আসে দক্ষিণ অস্ট্রেলিয়ার কুবার প্যাডি থেকে।
যেভাবে শহরটি গড়ে উঠলোঃ-
প্রতিদিন কুবার প্যাডিতে খনি সংগ্রহের কাজ করার জন্য অনেক শ্রমিক এখানে আসতো। লোকালয় থেকে এই স্থানটি অনেক দূরে অবস্থিত হওয়ার কারণে প্রতিদিন এসে কাজ করা সম্ভব ছিল না। দিনের বেলাতে এখানে ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা বিরাজ করত। আর রাতের বেলা সম্পূর্ণই বিপরীত তাপমাত্রা দেখা যেত। একেবারে শূন্যের কোঠায় নেমে যেত তাপমাত্রা। তার উপর রয়েছে ধূলিঝড়ের উৎপাত। তারপরও কাজ করতে হবে। এই ভেবে শ্রমিকরা মাটির নিচে ঘর বানানো শুরু করে। একজনের দেখাদেখি আরেকজন এভাবে মাটির নিচে গড়ে ওঠে পুরো একটি শহর। প্রথম দিকে বিদ্যুৎ, পানি ও অন্যান্য নাগরিক সুবিধা না থাকলেও সময়ের ব্যবধানে সেগুলোর ব্যবস্থা হয়ে যায়। এরপর ধীরে ধীরে উন্নত শহরের প্রায় সবকিছুই এখানে গড়ে উঠতে থাকে। প্রথমে বাজার, তারপর মার্কেট, গির্জা, বিনোদন কেন্দ্র, ব্যাংক সহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় প্রায় সবকিছুই মাটির নিচের এই শহরে স্থাপন করা হয়।
এই শহরের সবচেয়ে অদ্ভুত বিষয় হল এখানে কোন ঘাস দেখা যায় না, নেই কোন গাছ। সবুজ বলতে এখানে কিছু নেই শুধু আছে তৈলাক্ত বালি। ‘কুবার প্যাডি’ এখন শুধুমাত্র খনি শ্রমিকদের শহর নয়। বর্তমানে এটি পর্যটন স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতি বছর অসংখ্য পর্যটক এই স্থানটি দেখতে আসেন।
তথ্যসূত্রঃ ইন্টারনেট।
০১ লা জুলাই, ২০১৪ রাত ৩:০১
কুণ্ডপর্ণী সুনন্দ সম্মাদ্দার বলেছেন:
২| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
মাথাই নষ্ট, দারুণ জিনিস শেয়ার করলেন
৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫
কুণ্ডপর্ণী সুনন্দ সম্মাদ্দার বলেছেন: সত্যিই খুবই সুন্দর! ধন্যবাদ।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬
কুণ্ডপর্ণী সুনন্দ সম্মাদ্দার বলেছেন: কান্ডারি অথর্ব, সত্যি মাথা নষ্ট করার মতই! ধন্যবাদ।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২
শরৎ চৌধুরী বলেছেন: যেতে হবে।
০১ লা জুলাই, ২০১৪ রাত ৩:০২
কুণ্ডপর্ণী সুনন্দ সম্মাদ্দার বলেছেন: অবশ্যই
৬| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯
কুণ্ডপর্ণী সুনন্দ সম্মাদ্দার বলেছেন: শরৎ দাদা, গেলে কিন্তু আমাকেও নিয়ে যেতে হবে!
৭| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯
চারশবিশ বলেছেন: সত্যই অবাক হইছি কয়েকদিন আগে ডিসকভারিতে দেখে
আপনার বর্ননা ও ছবি দেখে আরও অবাক হইলাম
৮| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪
aoaiii বলেছেন: এতদিন অস্ট্রেলিয়া তে আছি অথচ এর নামই জানতাম না।দারু্ন।
৯| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯
কুণ্ডপর্ণী সুনন্দ সম্মাদ্দার বলেছেন: সত্যি অবাক করার মতো!
১০| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯
সোজা কথা বলেছেন: দারুণ।শেয়ার করে জানিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
১১| ২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০
কুণ্ডপর্ণী সুনন্দ সম্মাদ্দার বলেছেন: ধন্যবাদ।
১২| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৬
ব্লগ ৪১৬ বলেছেন: ভিডিও লোডান।
০১ লা জুলাই, ২০১৪ রাত ৩:০৪
কুণ্ডপর্ণী সুনন্দ সম্মাদ্দার বলেছেন: পেলে অবশ্যই দিব, ধন্যবাদ। সাথে থাকুন সবসময়।
১৩| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯
সুমন কর বলেছেন: এই পোস্টটি কিছুদিন আগে, অন্য একজন ব্লগার পোস্ট করেছিল। আজ আপনি!! কাজটি কি ঠিক হলো ভেবে দেখবেন? হতে পারে আপনি জানেন না। তবে জানলে আগামীতে এমন করবেন না, আশা করি।
২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৯
কুণ্ডপর্ণী সুনন্দ সম্মাদ্দার বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ সুমন দা দৃষ্টি আকর্ষণের জন্য, আসলে এই পোস্টটি আগে কেও শেয়ার করেছে বলে আমি জানতাম না, এবং আমি তথ্যসূত্রের জন্য ইন্টারনেট উল্লেখ করেছি, মোট ৩ টি সূত্র থেকে আমি তথ্য নিয়েছি, উইকি, সংবাদ, অনলাইন ঢাকা, আপনি ভেরিফাই করে নিতে পারেন, একই নামে পোস্টটি পাবেন, অনলাইন ঢাকা গাইডে আমি প্রদায়ক। আমার চোখে যদি পড়ত আগে তাহলে হয়তো আমি শেয়ার করতাম না, যাইহোক, পোস্টটি শেয়ার করা নির্মল আনন্দদান জন্য। অন্য কোন উদ্দেশ্যে নয়। আশা করি আমায় আপনি বুঝতে পারছেন।
শুভেচ্ছা ও শুভকামনা সতত, নিরন্তন ভাল থাকুন।
১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২
উদাস কিশোর বলেছেন: জানতাম না ।
চরমজ
২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৯
কুণ্ডপর্ণী সুনন্দ সম্মাদ্দার বলেছেন: আমিও জানতাম না!
১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: অস্থির অবস্থা!
১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৮
নাজমুল_হাসান_সোহাগ বলেছেন: দারুণ আইডিয়া।
১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
*কুনোব্যাঙ* বলেছেন: নতুন জানলাম। ধন্যবাদ আপনাকে
২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০
কুণ্ডপর্ণী সুনন্দ সম্মাদ্দার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৮| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৩
কসমিক- ট্রাভেলার বলেছেন:
++++++++++++++++++
১৯| ৩০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
কুণ্ডপর্ণী সুনন্দ সম্মাদ্দার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১
তোমোদাচি বলেছেন: সুন্দর তো !!!