![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত নিস্তব্ধতা! রঙধনুটা আমার আকাশে উঠলেই বাজবে সুর। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা।
রাতের নিস্তব্ধতা, না বলা কথাগুলো যেন সুর হয়ে চোখে স্বপ্ন এঁকে দিচ্ছে। নিশ্চুপ রাত কানে কানে কী যেন বলে যায়। আর ওদিকে পিয়ানো, বেহালা-সবকিছু যেন রাতের ঐ সুরপরীটার ছোঁয়ায় হৃদয় ভরে দিতে চায় সপ্তসুরের ভালোবাসায়। রাতের বলে যাওয়া কথাগুলোর সেই কম্পোজিশনকে বলে "নকটার্ন (Nocturne)"। অষ্টাদশ শতকে প্রথম এই ধারাটি আলাদা করে সামনে চলে আসে। অবশ্য রাতের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। ঊনিশ শতকে আইরিশ কম্পোজার জন ফিল্ডের হাত ধরে রোমান্টিক নকটার্নের পরিপূর্ণ প্রস্ফুটিত হয়ে ওঠা। রাত বাড়ছে, আর মন শুধু সেই সুরেই ভেসে চলেছে অন্য কোন জগতে, যেখানে নেই কোন কোলাহল, পঙ্কিলতা। শুধুই রাতের জন্যে আজকের সবগুলো সুর।
জন ফিল্ডের ১২তম নকটার্ন
এরপরেই যার নাম বলতে হয়, তিনি হলেন চপিন ওয়াল্টজ- আমার অন্যতম প্রিয় কম্পোজার। চপিনের ২১টি নকটার্নের মধ্যে একটি দিলাম
বিথোভেন এর মুনলাইট সোনাটার কথা তো বলতেই হবে।
ফ্রেঞ্চ কম্পোজার এরিক সাতি পাঁচটি ছোট নকটার্নের একটি সিরিজ কম্পোজ করেছিলেন। এরমধ্যে আমার সবচাইতে ভালো লাগা কম্পোজিশনটি দিলাম।
নব্য-ক্লাসিকাল যুগের আইরিশ-নরওয়েজিয়ান যুগল বাদ্যযন্ত্রী "সিক্রেট গার্ডেন" এর নকটার্ন।
এনইয়া এর "ইভিনিং ফলস" যদিও নকটার্ন নয়, তারপরও শুনছি এটা এখন।
ফ্যান্টম অব অপেরার "মিউজিক অব দ্যা নাইট"- রাতে আমার লিস্টে।
সবশেষে পল দ্যা সেনেভিল্লের কম্পোজিশন এবং রিচার্ড ক্ল্যাডারমেন এর "ব্যালে পুওর আদালিনে"- ভেসেই যাচ্ছি, ভেসেই যাচ্ছি।
এই পোস্টটির সবশেষ কম্পোজিশনটি এই মূহুর্তে ঘুমিয়ে থাকা আমার ভালোবাসার পরীটার জন্যে, যার সেই লক্ষী হয়ে ঘুমানো চেহারা আমি চোখ দুটো বন্ধ করলেই দেখতে পাই। জানালার পর্দার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো যার ঐ ঘুমিয়ে থাকা চোখে স্বপ্ন এঁকে দিচ্ছে সেই সুরের মায়ায়।
আগের দুপুরটি কেটেছে বাঁশির মোহন মায়ায়
তার আগের রাতটি ছিল পিয়ানোর
২৮ শে মে, ২০০৯ ভোর ৫:২৩
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: আশা করি এখন খুব তাড়াতাড়িই ডাউনলোড হয়ে যাবে আপনার। শুনে জানাবেন কেমন লেগেছে। আসলে রাত বাড়লে সুরের পরীগুলো বেশি করে জ্বালায় আমাকে।
অশেষ কৃতজ্ঞতা আশরাফ ভাই।
২| ২৮ শে মে, ২০০৯ ভোর ৫:৩০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: টেংকু টেংকু
২৮ শে মে, ২০০৯ ভোর ৫:৩১
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: অয়েলখাম অয়েলখাম
আগের পোস্টগুলোতে ঢুঁ মেরে আসেন।
৩| ২৮ শে মে, ২০০৯ ভোর ৫:৩১
আশরাফ মাহমুদ বলেছেন: আগের দুই পোস্টে অনেক রুচিগত ব্যাপার মিলে গেছে, তাই এখন না শুনেই নামিয়ে ফেলি; জানি, ভাল জিনিসই পাব।
২৮ শে মে, ২০০৯ ভোর ৫:৩৩
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: তাই নাকি? খুব খুব ভালো লাগলো শুনে। রাতে ঘুমুতে যাবার ঠিক আগে এ আমার সত্যি খুব বড় একটা পাওয়া।
৪| ২৮ শে মে, ২০০৯ ভোর ৫:৩৮
হাসান মাহবুব বলেছেন: +++++
অ:ট-আজকের খেলা সম্বন্ধে যদি কিছু বল্তেন সিনর সাদাত্তি
২৮ শে মে, ২০০৯ ভোর ৫:৪৪
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই।
অট: আজকের পোস্টের পেছনে আজকের খেলার অবদান। মনটা খুব খারাপ। খেলার ধারার বিপরীতে করা প্রথম গোলটি সব শেষ করে দিয়েছে। ১০মিনিটে খেলা শেষ!! বার্সা আজ দূর্দান্ত খেলেছে সন্দেহ নেই। খেলা সম্পর্কে বিস্তারিত বিশেষজ্ঞ আলোচনা পরে করব। মন খুব খারাপ হয়ে আছে, আর আপনে ...খাড়ান, এই দিন দিন না, আরো দিন আছে।
৫| ২৮ শে মে, ২০০৯ ভোর ৫:৪৭
হাসান মাহবুব বলেছেন: আপ্নের সাথে সবকিচু মিলে,কিন্তুক, এই খেলার ব্যাপার্টায় মিলেনা। আপ্নি আভানি আমি মোহামেডান। আবার ইউরোপেও। ক্রিকেটে কুন দল? আমি অস্ট্রেলিয়া। আর ফুটবলে আর্জেন্টিনা। ব্রাজিল্রে দুই চৌখে দেক্তারিনা। আমার নতুন চভিটা কিমুন হৈসে?
২৮ শে মে, ২০০৯ ভোর ৬:০০
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: হ, ঠিক কইসেন হাসান ভাই। তবে একজায়গায় তো মিলা গেল। আমিও অস্ট্রেলিয়ার সাপোর্টার। মাইনষে শুনলে দৌড়ানি দিব।
ভাইরে,আপনের নতুন "চভি" দেইখা তো আমি পুরা টাশকি!! কই পাইলেন? আপনের সাথে কী মিল চভির মডেলের!!
৬| ২৮ শে মে, ২০০৯ ভোর ৬:০৪
হাসান মাহবুব বলেছেন: Click This Link
২৮ শে মে, ২০০৯ ভোর ৬:০৮
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: চভিটা সেইরকম রে ভাই। দেশীপোলা ভাইরে ধইন্যা।
৭| ২৮ শে মে, ২০০৯ ভোর ৬:৩৮
ইমন জুবায়ের বলেছেন: অসাধারন।
২৮ শে মে, ২০০৯ দুপুর ১:১৪
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ইমন ভাই।
৮| ২৮ শে মে, ২০০৯ বিকাল ৪:৩২
মুক্ত বয়ান বলেছেন: ভাইয়া.. + দিয়া ভাবলাম.. এইটা আসলে + দেওযার মত না। সোজা প্রিয়তে।
২৮ শে মে, ২০০৯ বিকাল ৫:২২
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: ওহ মুক্ত, খুব খুব খুশি হলাম। ভালো থেকো।
৯| ২৮ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
আকাশ অম্বর বলেছেন:
আমার ইনসমনিয়ার বারোটা বাজালে
খুব সুন্দর। বেশ কিছু শোনা থাকলেও। 'সিক্রেট গার্ডেন'টা not available বলছে। এটা বাংলায় শুনতে দেবে না ওরা। ব্যাপার না। আমি খুঁজে নেব।
+এর মহাপ্লাবন।
২৮ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: ওহ, খুব দুঃখিত বন্ধু। সিক্রেট গার্ডেনটা দেখি বদলিয়ে দেব।
প্লাবনে ভেসে গেলে হাত বাড়িয়ে ধরবে তো?
১০| ২৯ শে মে, ২০০৯ রাত ২:১৯
ফারহান দাউদ বলেছেন: সময়মত নামাতে হবে,ধন্যবাদ।
হাসান মাহবুব,পরের বার দেইখা নিবো,এইবার ভাগ্য পক্ষে গেল না
২৯ শে মে, ২০০৯ রাত ২:২৩
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: আপনাকে অনেক অনেক ধইন্যা। ম্যানচেস্টারের সাপোর্টার মানেই ডিফল্ট প্লাস আমার পক্ষ থিকা।
১১| ২৯ শে মে, ২০০৯ ভোর ৪:১৭
অনন্ত দিগন্ত বলেছেন: ওয়াও .... অসাধারন পোষ্ট সাদাত ভাই
২৯ শে মে, ২০০৯ ভোর ৪:২২
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ অনন্ত ভাই।
১২| ২৯ শে মে, ২০০৯ সকাল ৮:০৪
মে ঘ দূ ত বলেছেন: আশরাফ মাহমুদের কথারি প্রতিধ্বনি করতে হয়। মনমাতানো পিয়ানোর সুরগুলো শুনার পর এই পোষ্টটা না শুনেই প্রিয়তে নিয়ে নিয়েছিলাম। জানতাম এক সময় শুনা হবে এবং ভালো ও লাগবে।
আজ এলো সেই মাহেন্দ্রক্ষণ। এক দুইবার রিপিট দিয়ে দিয়ে ভালোভাবেই নীচের দিকে নামছিলাম। আশা ছিল রাতের ভেতরই সব শুনা হয়ে যাবে। কিন্তু "ইভিনিং ফলস"-টায় এসে লুপে পরে গেলাম। নাগাতার ৫ বার শুনে ৬ বারের বার প্লে দিতে যাবো হঠাৎ "ইভিনিং ফলস" এর আগে নামটায় চোখ আটকে গেল। এনইয়া। এনইয়া!!! তাইতো বলি। সুরগুলো এমন স্বর্গ থেকে বর্ষিত হচ্ছে মনে হচ্ছিল কেন। আজ রাতে আর মনে হয়না পরের দুটো শুনতে পাবো। দেখি এই "ইভিনিং ফলস"-এর ভূত কবে নাগাদ নামাতে পারি।
অনেক ধন্যবাদ।
২৯ শে মে, ২০০৯ দুপুর ১২:৩৮
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: কোনভাবেই কোন শব্দ দিয়েই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবোনা। আপনাদের ভালো লাগলেই আমার এই পোস্ট সার্থক। সত্যি, এনইয়া'র সুরগুলো যেন সুধা মাখানো। আলাদা একটি পোস্ট দেবার দাবি রাখে। অনেক অনেক ধন্যবাদ মেঘদূত।
১৩| ২৯ শে মে, ২০০৯ রাত ১০:৫১
স্বপ্ন-বয়ান বলেছেন: সাদাত ভাই, আপনার নেট স্পিড কতো? আমি তো ডাউনলোড ক'রেতে হিমশিম খাচ্ছি। তবু লেগে আছি। দেখি কতোক্ষনে হয়।
অনেক ধন্যবাদ।
২৯ শে মে, ২০০৯ রাত ১০:৫৮
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: চয়ন ভাই, আমার এইখানে নেট স্পিডের কথা বললে ভয় পাবেন। ডাউনলোড পাই গড়ে ৩০০কিলোবাইট/সেকেন্ড। রাতের দিকে সর্বোচ্চ ৩মেগাবাইট/সেকেন্ড পর্যন্ত পেয়েছি। খুব দুঃখিত চয়ন ভাই, এরপর থেকে চেষ্টা করব ইউটিউবে না দিয়ে আরো সহজে যেন ডাউনলোড করা যায় সে ব্যবস্থা করতে। অনেক অনেক ধন্যবাদ চয়ন ভাই।
অট: থিসিস কেমন চলছে? শেষ?
১৪| ২৯ শে মে, ২০০৯ রাত ১১:৪৫
স্বপ্ন-বয়ান বলেছেন: অট: থিসিস চলছে ভালই। খুব কঠিন টপিক।
Multiple Protein Sequence Alignment.
এখনো শেষ হয়নি। দুই টার্ম মিলে ক'রতে হবে। ৪১ এ প্রোপোসাল, ৪২ তে ইপ্লিমেন্ট।
৩০ শে মে, ২০০৯ রাত ১২:০৯
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: কি বলেন?? আপনার থিসিস টপিক দেখে তো মনে হচ্ছে আমার লাইনের লোক। আমিতো সিস্টেমস বায়োলজি। আরএনএ বাইন্ডিং প্রোটিন নিয়ে আছি আপাতত। মাইক্রোআরএনএ ও আছে। সিকোয়েন্স এলাইনমেন্ট নিয়ে কাজ তো খুব ভালো। শুভকামনা থাকল। কোনভাবে যদি হেল্প করতে পারি বলবেন।perseus_051@হটমেইল
১৫| ৩০ শে মে, ২০০৯ রাত ১২:২৯
এন এইচ আর বলেছেন: মাইনাচ মাইনাচ মাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচমাইনাচ মাইনাচ
আপনার নামে আমি মামলা করুম ক্যারাবিয়েনারী খবর দিব। জেল দেব ফাস দেব।
৩০ শে মে, ২০০৯ রাত ১২:৫৬
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: আমি জানতাম আপনি তাই করবেন নাজমুল ভাই। পোস্ট দেওয়ার সময় আপনার কথা মনে হচ্ছিল। এত দেরিতে খবর দিলেন কারিবিনিয়েরিকে এতেই অবাক হইলাম
১৬| ৩১ শে মে, ২০০৯ রাত ১:০৭
আকাশ অম্বর বলেছেন:
অনলাইন এ দেখছি। আছো নাকি হে বন্ধু? থেকে থাকলে বলো, জীবন যাচ্ছে কেমন?
৩১ শে মে, ২০০৯ রাত ২:৫২
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: সারাক্ষণ অনলাইন হয়েই থাকি, যদি আমার বন্ধুটি বলে কিছু। দুঃখিত বন্ধু, বাসায় স্কাইপিতে কথা বলছিলাম। তাই দেরি হল। তুমি হয়তো ঘুম এখন। এইতো যাচ্ছে চলে জীবন। সামনেই পরীক্ষা। বাংলাদেশে আসছি ১৫ জুলাই। টিকিট কনফার্ম। বুঝতেই পারছ মনের কি অবস্থা এখন।
১৭| ৩১ শে মে, ২০০৯ রাত ১:১৬
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: অনেক ধন্যবাদ
৩১ শে মে, ২০০৯ রাত ২:৫২
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা।
১৮| ৩১ শে মে, ২০০৯ রাত ১:১৬
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: আপনি আমার কালেকশানে পিয়ানো কী আছে শুনতে চেয়েছিলেন অন্যত্র। আমার কাছে এদের দুয়েকটা করে আছে।
হয়তো আপনার কাছেও আছে। যেটা নাই বলেন, পাঠাবো।
Charlie Chaplin,
bon,
chopin,
Franz Joseph Haydn,
François Couperin,
hendel,
bach,
Jacquet de la Guerre,
joplin,
mozart,
beethoven
৩১ শে মে, ২০০৯ রাত ২:৫৩
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: মোটামুটি প্রায় সবই আছে। কোনটা কোনটা লাগবে আপনার পোস্টে বলে আসি। সুবিধে হবে।
১৯| ৩১ শে মে, ২০০৯ রাত ৩:৫৫
সোজা কথা বলেছেন: বোঝা যাচ্ছে অনেক পরিশ্রমের কাজ। এটা ২ মিনিটে পড়ার জিনিস না। সে কারণেও + । প্রিয়তে থাকলো।
৩১ শে মে, ২০০৯ ভোর ৪:৫২
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অনিক ভাই। শুনে জানাবেন কেমন লেগেছে।
২০| ৩১ শে মে, ২০০৯ ভোর ৪:২২
এন এইচ আর বলেছেন: পোস্টের কিছু সময় পরেই দেখেছিলাম অফলাইনে কিছু বলি নাই ।
অফ. আপনি কিভাবে কি ইতালীতে ? কিসের উপর পড়াশুনা করছেন? আর কিভাবে এলেন দেশে যাচ্ছেন ছুটিতে না একেবারে.........। এরকম কোন পোস্টও দেখলাম না তাই আরকি জানতে মন চাইছে..........
৩১ শে মে, ২০০৯ ভোর ৪:৫৭
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: আমি জানি পোস্ট দেবার কিছুক্ষণের মধ্যেই দেখেছেন। আপনার ভালো লেগেছে, এতেই আমি খুশি নাজমুল ভাই। দৌড়ানি দিলেও খুশি আমি।
অট: আসলেই অলসতার কারণে এখানে আসা নিয়ে কোন পোস্ট দেয়া হয়নি। হাসান মাহবুব ভাইকে কথা দিয়েছিলাম। রাখতে পারিনি এখনো। আমি আমার দ্বিতীয় মাস্টার্স করছি ইউরোপিয়ান ইউনিয়নের স্কলারশিপ নিয়ে। আমার ফিল্ড বায়ো ইনফরমেটিক্স। এইতো। এবার দেশে যাচ্ছি ছুটিতে। অক্টোবর পর্যন্ত থাকব দেশে।
২১| ৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:৩২
আকাশ অম্বর বলেছেন:
হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলাম। লগ-ইন করেই।
ওহ্ ! তুমি আসিতেছো। দারুন।
মেইল এ কথা হবে।
৩১ শে মে, ২০০৯ বিকাল ৩:৪৯
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: অবশ্যই বন্ধু। জম্পেশ আড্ডাও হবে আশা করি।
২২| ৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:২৮
এন এইচ আর বলেছেন: ওরে বাপরে আপনি তো ভাই ক্যাতা পাবলিক..........।
অনেক ভালো লাগল জেনে আপনার কথা, সাথে গর্বিত ও হচ্ছি। আপনার সর্বাঙ্গিন সাফল্য কামনা করি।
৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:৩৫
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: কি যে কন না!!
আমার জন্যে দোয়া করবেন নাজমুল ভাই, সবসময়।
২৩| ৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:৪০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: সাদাত ভাই , এডুকেশন সেক্টর নিয়ে ২ টা লেখা আছে , একটু দেখবেন সময় পেলে ।
৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:৪৩
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: এখুনি যাচ্ছি। একটা লেখা পড়েছি আগেই। কমেন্ট রেখে আসা হয়নি। কারণ সহমত ছাড়া আর কিছু লিখবার মত পাইনি। আরেকটা কোনটা মিস করেছি? পড়ছি এখুনি।
২৪| ০১ লা জুন, ২০০৯ রাত ১২:৫১
নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: এবার ইভটিজিং এর পর প্রহার।
Click This Link
উক্ত পোস্টটি স্টিকি করতে ফিডব্যাক পাঠান। কেননা আমরা জনমত গড়ে তুলতে চাই। ৩০মে. সন্ধ্যা পাঁচটায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা সংগঠিত হয়েছে।
০১ লা জুন, ২০০৯ রাত ১:০৬
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: এখুনি ফিডব্যাক পাঠাচ্ছি।
২৫| ০৩ রা জুন, ২০০৯ রাত ২:২৮
ইমির বলেছেন: সাদাত ভাই কি খবর।
০৩ রা জুন, ২০০৯ রাত ৩:১২
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: এইতো তৌসিফ, সামনে পরীক্ষা, জুলাইতে দেশে আসবার জন্যে গোছগাছ, সব নিয়ে ব্যস্ত খুব। তুমি কেমন আছ? কাওসার কোথায় যাচ্ছে? অস্ট্রেলিয়া নাকি? আমাকে তো কিছুই বললোনা।
২৬| ০৩ রা জুন, ২০০৯ রাত ২:৩৩
...অসমাপ্ত বলেছেন: ...বিশাল ধন্যবাদ।
০৩ রা জুন, ২০০৯ রাত ৩:১৩
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: আপনার জন্যে অশেষ শুভকামনা। স্বাগতম আমার ব্লগে।
২৭| ০৪ ঠা জুন, ২০০৯ রাত ১:৪৩
আকাশ অম্বর বলেছেন: থিসিস নিয়ে ব্যস্ত?
০৪ ঠা জুন, ২০০৯ রাত ২:২৪
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: ওহ বন্ধু, খুব দুঃখিত! পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। সাথে আছে বাংলাদেশ আসবার জন্যে গোছগাছ। থিসিস নিয়েও ব্যস্ত ছিলাম। আপাতত পরীক্ষার জন্যে পাশে তুলে রেখেছি। ব্লগে শুধু মাঝে মাঝে উঁকি দিয়ে যাই।
২৮| ০৬ ই জুন, ২০০৯ সকাল ১০:০৬
শ্রাবনের ফুল বলেছেন: সুন্দর.... অপূর্ব.....খুব ভাল লেগেছে..।
০৬ ই জুন, ২০০৯ দুপুর ১:১৯
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।বেশ কদিন পর এলেন। কেমন আছেন?
২৯| ০৭ ই জুন, ২০০৯ রাত ৩:৪৯
হাসান মাহবুব বলেছেন:
Hey Gangster, perché vi sono così abbastanza?
০৭ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: Ciao Signor Hasan, come va? Sono abbastanza perché i miei esami hanno iniziato.
ভাইরে, আর পারিনা। এই হাই-হ্যালো পর্যন্তই দৌড় আমার। পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত। খুব তাড়াতাড়িই আসব নিয়মিত।
৩০| ০৮ ই জুন, ২০০৯ রাত ১২:০২
ইমির বলেছেন: সাদাত ভাই আমি ভালই আছি।বড় ভাইয়া অস্ট্রেলিয়া যাবে না।ও আগস্টে আমেরিকা যাচ্ছে......আপনি কেমন আছেন?
০৮ ই জুন, ২০০৯ বিকাল ৫:১৬
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: ওয়াও! কাওসার আমেরিকা যাচ্ছে, আর আমি কিছুই জানিনা। যাই হোক, ওর কাছে আমার শুভকামনা পৌঁছে দিও। আমি ভালো আছি। ভালো থেকো তৌসিফ। দেশে এলে তোমাদের বাসায় অবশ্যই আসবো।
৩১| ০৯ ই জুন, ২০০৯ সকাল ১০:২২
শূন্য আরণ্যক বলেছেন: এই পোষ্ট চোখে পড়ল না কেন ?!
শুনে আবার কমেন্ত দিবো ।
০৯ ই জুন, ২০০৯ বিকাল ৪:৪১
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: আমার আর আপনার সময়ের হেরফের এর কারণেই হয়তো চোখে পড়েনি। অবশ্য অবশ্যই কমেন্ট চাই।
৩২| ২১ শে জুন, ২০০৯ সকাল ৮:৪৭
সাইফুল্যাহ কামরুল বলেছেন: +
২১ শে জুন, ২০০৯ দুপুর ১:০২
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার ব্লগে স্বাগতম।
৩৩| ১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
সাদা কালো এবং ধূসর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, এখনো সবগুলো শোনা হয় নাই, নতুন শোনার মধ্যে সিক্রেট গার্ডেনটা বেশি ভাল লাগলো, ধীরে ধীরে শুনছি।
১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:০৯
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: জ্বী, ধন্যবাদ।
সবগুলো শুনবেন। কেমন লাগলো জানাবেন কি?
৩৪| ২০ শে জুলাই, ২০০৯ ভোর ৪:২১
হুমায়রা হারুন বলেছেন: ++++++++++++
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০০৯ ভোর ৫:২১
আশরাফ মাহমুদ বলেছেন: নামানো শুরু করেছি।
আপনাকে কী বলে যে ধন্যবাদ দিব!