![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটু ইমোশনাল,একটু বোকা আর অনেকখানি বোরিং
-তুমি এখনো বাসায় যাচ্ছ না কেন?
-৯টা বাজে নাই
-৯টা বাজে নাই মানে?
-ডাক্তার বলছে ৯টার আগে বাসায় যাওয়া যাবেনা।
-মানে?৯টার আগে বাসায় যাওয়া যাবেনা কেন?৯টা পর্যন্ত কি করতে বলছে?
-৯টার আগ পর্যন্ত হাটা-হাটি,দৌড়া-দৌড়ী করতে বলছে।
-তাইলে তুমি হাটাহাটি না করে আমাকে নিয়ে এখানে বসে আছ কেন?
-হাটা-হাটি করলে আমার হার্টের রক্ত সন্চালন বেরে যায় আর তোমার সামনে বসে থাকলেও আমার রক্ত সন্চালন বেরে যায় তাই হাটাহাটির বদলে তোমার সামনে বসে থাকাই শ্রেয় মনে হচ্ছে
শ্রেয়ার মুখে ভালবাসার সেই হাসির ঝিলিক দেখা গেল,যেই হাসি দেখার অপেক্ষায় মুকিত এত ক্ষন তার সামনে বসে ছিল। এবার তাকে যেতে হবে,এই হাসির সামনে সে বেশিক্ষন থাকলে হার্ট এট্যাক হবে।
©somewhere in net ltd.