| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছদ্দবেশী ছায়ামানব
একটু ইমোশনাল,একটু বোকা আর অনেকখানি বোরিং
আমার জানতে ইচ্ছে করে অন্যদের যখন খুব কষ্ট হয়,তখন তারা আসলে কি করে! আগে আমি কাঁদতাম... এখন আর কাঁদতে ইচ্ছে হয় না! হাসি... নিজের উপরই হাসি! মাঝে দেখা যেত বারান্দার গাছগুলোর সাথে আনমনে কথা বলছি!অগোছালো অনেক কথা বলতাম! এখন আর বলি না! মনে হয় যে সবুজ পাতাগুলোও বোধয় আমার বোকামি দেখে হাসাহাসি করছে!
এখন আমি আকাশ দেখি!একমনে আকাশের দিকে তাকিয়ে থাকি!আকাশের বিশালতার কাছে নিজের কষ্টগুলোকে তখন অনেক ক্ষুদ্র মনে হয়!ভাবি,মেঘের মত কষ্টগুলো যদি উড়ে যেত! কখনো কখনো আবার চোখ ঝাপসা হয়ে আসে!আসলে অপলক তাকিয়ে থাকি তো.....
মাঝে মাঝে আমার এই মন খারাপ কে সঙ্গী করেই থাকতে ভালো লাগে... আবার মাঝে মাঝে ভাবি, একটা টাইম মেশিন থাকলে বেশ ভালো হত! মন খারাপের সময়গুলোকে তাড়াতাড়ি পার করে ফেলতাম!
থাক,আমি আর আমার মন খারাপ বরং একসাথেই থাকি,হয়তো একসময়ে সাথে অন্যকাওকেও সঙ্গী করে নেব
©somewhere in net ltd.