নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারের সপ্তবর্ণ

কোন এক দুঃস্বপ্নের শেষে হয়ত দেখা হয়ে যাবে আবার!!

বিবর্ণ ক্যানভাস

অথর্ব পৃথিবীর কালো বুকে এসে পড়ুক এক চিমটি আলোকচ্ছটা!!!

বিবর্ণ ক্যানভাস › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের ভয়ংকরতম নরপিশাচদের গল্প!! পর্ব-১

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:০৯

যদিও এই ধরনের পোস্ট সময়ের সাথে যায় না। তারপরও কেন জানি লিখতে ইচ্ছা করল।



বাচ্চারা তফাতে থাকো!! :|



সাধারনত সিনেমা গল্পতেই দেখা পাই এইসব নরপিশাচদের। যারা অবলীলায় করে যায় ভয়ংকর হিংস্র সব কাজ। যা আমাদের ভাবনা চিন্তারও বাইরে।সত্যি বলতে আমাদের চিন্তার শেষ যেখানে ঠিক সেখান থেকেই এদের চিন্তার শুরু!! আর বাস্তবতার কাছে মানুষের কল্পনাও হার মানে। বাস্তব দুনিয়াতেই ছিল এমন কিছু নরপিশাচ তুল্য সিরিয়াল কিলার।। তাদের নিয়েই মুলত এই লেখা।।







গ্যালো দে রেইস (১৪০৪-১৪৪০) একজন ফরাসি নাইট। তৎকালীন সময়ে ফরাসি সমাজের উপর তলার লোক ছিল সে। মুলত তাকেই ধরা হয় সিরিয়াল কিলার দের প্রথম পথ প্রদর্শক হিসেবে। জোয়ান অফ আর্কের নেতৃত্বাধীন বাহিনীর একজন ক্যাপ্টেন ছিল সে।। তাকে মুলত দায়ী করা হয় ধর্ষণ, নির্যাতন, সমকামীতা এবং কম করে হলেও কয়েক ডজন হত্যার জন্য । তার হাত থেকে বেঁচে যাওয়া শিকারদের কাছ থেকে জানা যায় তার অপরাধের বর্ণনা, গ্যালো প্রথমে কিশোরদের বিশেষ করে নীল চোখ বিশিষ্ট কিশোরদের প্রলুব্ধ করে তার প্রাসাদে নিয়ে যেত। তারপর সেখানে নিয়ে ধর্ষণ, বিভিন্য অঙ্গহানি সহ নানা রকমের নির্যাতন চালাত। এমনকি তার বিরুদ্ধে শিকারের মৃতপ্রায় দেহ দেখে হস্তমৈথুনে লিপ্ত হওয়ার অভিযোগও পাওয়া যায়।

তারপর কিশোরটি মারা গেলে, সে এবং তার সহকারী কিশোরটির মাথা কেটে নিয়ে অন্যান্য মাথার সাথে তুলনা করে দেখত কোনটা সব চেয়ে বেশি সুন্দর। তার সঠিক খুনের সংখ্যা যদিও জানা যায়নি কারন বেশির ভাগ শিকারের শরীরই পুড়ে বা মাটিতে পুতে ফেলা হয়েছিল। সাধারনত তার খুনের সংখ্যা ধরা হয় ৮০-২০০, কারো কারো মতে সংখ্যাটা প্রায় ৬০০ এর কাছাকাছি। তার প্রত্যেকটা ভিক্টিমের বয়স থাকত সাধারণত ৬-৮ বছর। যদিও তার প্রথম পছন্দ ছিল ছেলেদের কিন্তু প্রয়োজনে মেয়েদেরও সে নির্যাতন করত।।



এক প্রতিলিপিতে তার কর্মচারী হেনরি তার মালিকের অপরাধের বর্ণনা দিয়েছে অনেকটা এভাবে,

হিনরি তার কর্তার জন্য ১৪৩৫ সালের দিকে কিশোর শিকার করতে শুরু করে, সে তার শিকারকে প্রলুব্ধ করে গ্যালোর বাড়িতে নিয়ে আসত এবং যখন তাদের নির্যাতন করা হত তখনও সে সেখানে উপস্থিত থাকত।। বেশিরভাগ সময়েই বাচ্চাদের নির্যাতন করার ভার পড়ত হেনরি এর উপর।। গ্যালো সেই সব বাচ্চাদের ভয়ে আর যন্ত্রনায় কুকড়ে যাওয়া চেহারা দেখে মজা নিত।। তার আর একটা প্রিয় কাজ ছিল ওই সব বাচ্চাদের রক্তে গোসল করা।। এজন্য ওই সব বাচ্চাদের জুগুলার ধমনি কেটে দেয়া হত যাতে শরীর থেকে ছিটকে বেড়ান রক্তে তার গোসল হয়! যখন সব শেষ হয়ে যেত, বাচ্চাটা ঢলে পড়ত মৃত্যুর কোলে তখন গ্যালোর মন ভরে উঠত তিব্র অনুশোচনায়।। সাথে সাথে বিছানায় প্রার্থনায় বসে যেত সে, যতক্ষন না তার কর্মচারী সব কিছু সাফ সুতরা করত ততক্ষণ সে তার প্রার্থনা চালিয়ে যেত।। তারপর তার কর্মচারী বিশাল একটা চুলা জ্বালিয়ে তার মধ্যে বাচ্চাটি এবং তার সমস্ত জিনিসপত্র পুড়িয়ে দিত।। এভাবেই একের পর এক চলতে থাকত মৃত্যুলীলা।।

অবশেষে ধরা পরে গ্যালো। ১৪৪০ সালের ২৫ অক্টোবর সে তার জবানবন্দীতে তার সব দোষ স্বীকার করে এবং নটরডেম এর চার্চের পাশে কবর দেয়ার জন্য অনুরোধ করে। ২৬ অক্টোবর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রথমে তাকে ফাঁসিতে ঝুলান হয়, তারপর তার মাথাটা তার শরির থেকে আলাদা করে ফেলা হয়। তারপর সেটাকে আগুনে পোড়ানো হয়।। তার কর্মচারী হেনরির ভাগ্যেও একি পরিণতি জোটে।।



আরও কিছু লিখার ছিল , কিন্তু লিখতে মন চাইল না।। লেখাটা চালিয়ে যাব কিনা তাও বুঝতে পারছি না। মাথা গুলিয়ে যাইতেছে। একটা ছবি যোগ করতে চাইছিলাম তাও কেন জানি হইতেছে না।।



তথ্যসূত্র- উইকিপিডিয়া

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:১৬

মাহমুদ০০৭ বলেছেন: চালিয়ে যান আমি আছি । প্লাস আপনাকে ।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:১৮

বিবর্ণ ক্যানভাস বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:২৫

নীলতিমি বলেছেন: পিলাচ ! :)

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:২৮

বিবর্ণ ক্যানভাস বলেছেন: ধন্যবাদ!! :)

৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:৩০

শায়মা বলেছেন: কি ভয়ংকর!

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৪

বিবর্ণ ক্যানভাস বলেছেন: আসলে আমাদের চিন্তার শেষ বিন্দু থেকেই এদের চিন্তার শুরু।

৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভয়ংকর!!!! সিক !!

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৭

বিবর্ণ ক্যানভাস বলেছেন: হুম ভাই আমাদের চিন্তার শেষ বিন্দু থেকেই এদের চিন্তার শুরু।

৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কি ভয়ংকর! আমাদের গো আজম তো দেখি ইনার কাছে গোবেচারা শিশু।

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯

বিবর্ণ ক্যানভাস বলেছেন: গো আযমরা যুদ্ধকালীন সময়ে যা করার করছে।। আর এই লোক সব কিছু করছে স্বাভাবিকভাবে , ঠাণ্ডা মাথায়।।

৬| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩

বিবর্ণ ক্যানভাস বলেছেন: ধন্যবাদ ভাই!! :)

৭| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১২

অপর্ণা মম্ময় বলেছেন: পুরাই সাইকো দেখি এই ফরাসি নাইট গ্যালো !!!

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪

বিবর্ণ ক্যানভাস বলেছেন: যুগে যুগে এমন ২-৪ পিস জন্মায়।। :|

৮| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:



যতো সাইকো সব ফরাসি, জার্মানিতেই পয়দা হইত মনে হয়।

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫

বিবর্ণ ক্যানভাস বলেছেন: জাপানীরাও কোন অংশে কম না।। #:-S

৯| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা ফিচার হতে পারত! লেখাটা অনেক আগ্রহ নিয়ে পড়তে এসেছিলাম। কিন্তু কিছুটা হতাশ হলাম। :( পোষ্ট প্রেজেন্টেশনটা আরো ভাল হলে পড়ে আরাম পেতাম। ধন্যবাদ।

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৯

বিবর্ণ ক্যানভাস বলেছেন: সত্যি বলতে চেষ্টা করেছিলাম। কিন্তু কিছুক্ষণ লেখার পরে সব কিছু গুলাইয়া যাইতে শুরু করল।। আপনাকে হতাশ করায় দুঃখিত।। পরের বার আরও গুছিয়ে লেখার চেষ্টা করব।। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।। :)

১০| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

আহলান বলেছেন: এরশাদ শিকদারের গুরু মনে হৈতাছে ...++++

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১১

বিবর্ণ ক্যানভাস বলেছেন: এরশাদ শিকদার এই লোকের কাছে ডাইল ভাত!! #:-S

+ এর জন্য ধন্যবাদ।। :)

১১| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৭

এরিস বলেছেন: কি বীভৎস!! কমপ্লিটলি সাইকো। নিজেই খুব করে আবার অনুশোচনা, প্রার্থনা!! একে মৃত্যুদণ্ড না দিয়ে মিউজিয়ামে রাখা উচিত ছিল।
প্লাস।

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১

বিবর্ণ ক্যানভাস বলেছেন: মানব মন বড়ই অদ্ভুত!! :|

প্লাস এর জন্য ধন্যবাদ।।

১২| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

এ হেলাল খান বলেছেন: উপস্থাপনা আরো সুন্দর করলে ভাল হত। তবে আপনাকে ধন্যবাদ পরবর্তী লেখা আরো সুন্দরের প্রত্যাশায় থাকলাম।

পোষ্টে +++

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৪

বিবর্ণ ক্যানভাস বলেছেন: ধন্যবাদ ভাই।। কথা দিচ্ছি চেষ্টা করব।। মন্তব্য এবং + এর জন্য ধন্যবাদ।।

১৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৮

রোমেন রুমি বলেছেন: র্মান্তিক !

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৯

বিবর্ণ ক্যানভাস বলেছেন: হুম আসলেই!! :(

১৪| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৮

রোমেন রুমি বলেছেন: মর্মান্তিক !

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৯

বিবর্ণ ক্যানভাস বলেছেন: হুম আসলেই!! :(

১৫| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪

অহন_৮০ বলেছেন: চালিয়ে যান

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৬

বিবর্ণ ক্যানভাস বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।।

১৬| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৭

আমি তুমি আমরা বলেছেন: +++

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৪

বিবর্ণ ক্যানভাস বলেছেন: ধন্যবাদ!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.