নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁধারের সপ্তবর্ণ

কোন এক দুঃস্বপ্নের শেষে হয়ত দেখা হয়ে যাবে আবার!!

বিবর্ণ ক্যানভাস

অথর্ব পৃথিবীর কালো বুকে এসে পড়ুক এক চিমটি আলোকচ্ছটা!!!

বিবর্ণ ক্যানভাস › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রী আর কত নাটক দেখাবেন!!??

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৯

আজকে মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন কারীদের উদ্দেশ্য করে বলেছেন,

“কোটা প্রথা নিয়ে আন্দালনের নামে যারা ভাঙচুর করছে তাদের ছবি সংগ্রহ করে রাখা হবে। ছবি দেখে পরীক্ষার সময় তাদের শনাক্ত করে ডিসকোয়ালিফাই করা হবে।।”



হে মাননীয় প্রধান মন্ত্রী একটু বলবেন কি, এই কাজটা কেন তখন করা হয় না যখন আপনার মহান ছাত্রলীগ সেনারা এক একটা ক্যাম্পাসকে নরকে পরিনত করে। কেন তখন ভিডিও দেখে তাদেরকে বাতিল করা হয় না?? চাকরি না দেয়ার ঘোষণা দেয়া হয় না??

আপনি আরও বললেন "যারা আন্দোলনের নামে ভাঙচুর করে তারা কিসের মেধাবী।” হুম তাদের দোষ তারা শুধু ন্যায্য দাবীর জন্য আন্দোলন করেছে।। তাই বলে তারা সব মেধাহীন হয়ে গেল??!! ছাত্রলীগ যখন শিক্ষক পেটায় (ভাংচুর বাদ দিলাম) তখন কোথায় থাকে আপনার মেধাজ্ঞান??



আর কত দেখাবেন মাননীয় প্রধানমন্ত্রী!?? দেখতে দেখতে এখন সবাই অনেক ক্লান্ত। এবার একটু নাটক বন্ধ করুন!! /:)







মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১০

ফুরব বলেছেন: ছবি দেখে ডিস্কোয়ালিফাই করার আগেই আপনার সরকার ডিস্কোয়ালিফাই হয়ে যাবে সে খেয়াল আছে-- নাকি দিবা সপ্নে বিভোর??

১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:২২

বিবর্ণ ক্যানভাস বলেছেন: তিনি দিবা স্বপ্ন খুব বালুবাসেন!! কেউ দিবা স্বপ্নে ব্যঘাত ঘটালেই, তিনি মুণ্ডুপাতে বিশ্বাসী হয়ে উঠেন!! #:-S :|

২| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:৪১

সৌমিক জামান বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী, ছাত্রলীগ এর ছেলেরাও কি চাকরি পাবে না? এরাতো দেশ ও জনগনের সেবায়(!!!!) অত্রিন্দ্র ভাবে নিয়োজিত। মাঝ রাতেও রাস্তায় পাওয়া যায় তাদের,জনগনের সেবা করার জন্য। কেন তাদের বাইরে রাখবেন বলেন? কোন বিশ্ববিদ্যালয়ের মারামারিতে এরা তো থাকেনা, টেন্ডার বাজি করে না, হত্যা, গুম করে না। এমন কি তারা চাঁদাবাজিও করে না!!!কত্ত ভালো আপনার সোনার ছেলেরা!!!

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৬

বিবর্ণ ক্যানভাস বলেছেন: সোনার ছেলেদের নিয়া নো টক। সোনার ছেলেদের কিছু বললে আপনারেও ডিসকোয়ালিফাই করে দেয়া হবে।। |-) :#)

৩| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ফুরব বলেছেন: ছবি দেখে ডিস্কোয়ালিফাই করার আগেই আপনার সরকার ডিস্কোয়ালিফাই হয়ে যাবে সে খেয়াল আছে-- নাকি দিবা সপ্নে বিভোর??

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৭

বিবর্ণ ক্যানভাস বলেছেন: তিনি দিবা স্বপ্ন খুব বালুবাসেন!! কেউ দিবা স্বপ্নে ব্যঘাত ঘটালেই, তিনি মুণ্ডুপাতে বিশ্বাসী হয়ে উঠেন!! #:-S :|

৪| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ৩:১১

দুরন্ত-পথিক বলেছেন: কি যে বলব , নাটক দেখতে দেখতে এখন আর নাটক ও দেখতে ইচ্ছা করেনা ।

১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৮

বিবর্ণ ক্যানভাস বলেছেন: হুম আসলেই।।

৫| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯

ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: কোটা ৩০% এর বেশি হওয়া যুক্তিসঙ্গত নয়।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১২:১০

বিবর্ণ ক্যানভাস বলেছেন: আরও কমালে আরও ভালো।। #:-S

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.