নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ পরিবহন

চাপা মারাই আমার কাজ

ট্রাক

সমগ্র বাংলাদেশ আজ ৫টন। তার মধ্যে আমি একাই .১ টন।

ট্রাক › বিস্তারিত পোস্টঃ

শয়তানের আড্ডা

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

নাইনে থাকতে আমি আর দুই বন্ধু শাওন আর সৌরভ মিলে একটা পত্রিকা বের করসিলাম।

নাম ‘শয়তানের আড্ডা।’

যাবতীয় ধরনের শয়তানি আমরা এতে করতাম।

হাতে লিখে ফটোস্ট্যাট করে পত্রিকা বানাতাম।

৮ পাতার পত্রিকা। খরচ হত ২ টাকা, বেচতাম ৮ টাকা।

ছেলেরা কিনতো না, মেয়েরাই কিনতো সব।

পত্রিকায় ক্লাসের বন্ধুরা এমনকি আন্টিরাও লিখতেন।

আমাদের পত্রিকার বিপুল জনপ্রিয়তা দেখে (!) ক্লাসের ছেলেকূল আমাদের প্রতি কিছুটা ঈর্ষান্বিত ছিল।

প্রথম সংখ্যা বের হওয়ার পর অবশ্য স্যারের কাছে কট খাইসিলাম। স্যার আমাদের প্রতিভায় মুগ্ধ হয়ে আর কিছু বলেন নাই।

হঠাত এর প্রথম দুই সংখ্যা খুজে পাইসি।







প্রথম সংখ্যার প্রধান খবর ছিলঃ ‘ইরাকের তেল খেয়ে বুশের পেট খারাপঃ ২৮৭ বার টয়লেটে গমন।’

‘পাপুয়া নিউগিনির আড়াই হাজার রান টপকে বাংলাদেশের শিরোপা লাভ।’





দ্বিতীয় সংখ্যার লীড নিউজঃ ‘ছাগলনাইয়ায় লাউ গাছে কদু ধরেছেঃ এলেকায় তোলপাড়।’

‘ঢাকায় খাজা দিগম্বর বাবার আগমন!’



এছাড়াও খেলার খবর (খেলা আউর ধূলা), বিনোদন (ভাঙ্গা সিডি), শিক্ষা (শিক্ষা পুস্কুনি), চিঠিপত্র, কুইজ, আবহাওয়া (বজ্রপাত খন্দকারের কলাম), বিজ্ঞাপন সব-ই ছিল।

তবে পরবর্তীতে স্যারদের হস্তক্ষেপেই এই বিটলামি আর চালানো যায়নি।



পত্রিকায় প্রকাশিত একটি চিঠিঃ

পাকঘর চাই

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে, আমাদের গ্রামে কোনো পাকঘর নেই। ফলে গ্রামের মানুষ যেখানে সেখানে পায়খানা থুক্কু রান্না বান্না করে। ফলে পুরো গ্রাম তরকারির পচা অংশ, মাছের আইশ ইত্যাদিতে ভরে যাচ্ছে। অতএব, অতি স্বতঃর আমাদের গ্রামে ৩ হাজার পাকঘর স্থাপন করে বাধিত করবেন।

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১০

ট্রাক বলেছেন: আচ্ছা, একদম শুরুর ছবিটা মুছতে পারছি না।
কিভাবে মুছব, কেউ বলতে পারেন?

২| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

এজেপি অর্ক বলেছেন: পোষ্ট এডিট এর অপশনে যান, ওখানে শুরুতেই ফটোর লিঙ্কটা পাবেন। ওটা কেটে দিন, শেষ ;)

পোষ্ট ভালো লেগেছে, আফসোস যে আমরা দেয়াল পত্রিকার মাঝেই আটকে ছিলাম :) :D :|

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২০

ট্রাক বলেছেন: নাহ, শুরুতে কোনো লিঙ্ক নেই।
মাঝের দুটায় আছে।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

ইয়ািসর অাহেমদ বলেছেন: দারুন

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

ট্রাক বলেছেন: :-B

৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

শুঁটকি মাছ বলেছেন: আজিব!!!!!!স্যার বন্ধ করল কেন?

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

ট্রাক বলেছেন: পড়াশোনার অজুহাত।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

সমুদ্র কন্যা বলেছেন: একদম শুরুর ছবিটা মুছা যায় না। ওটা অটোমেটিক শুরুতে রয়ে যায়।

টিচাররা কেন যে বোঝেন না এসবে পড়ালেখার ক্ষতি হয় না। মাসে একটা সংখ্যা বের করাই যেতো। দারুণ ক্রিয়েটিভ ছিলেন কিন্তু :D B-)

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

ট্রাক বলেছেন: সেটাই।
কে বোঝাবে উনাদের?
তাছাড়া হিংসিত ছেলেকূলও এতে অগ্রনী ভুমিকা রেখেছিল।

৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

তামিম ইবনে আমান বলেছেন: দারুন। এই ছাগলনাইয়া কি ফেনীর ছাগলনাইয়া?

২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩

ট্রাক বলেছেন: হুম।
তবে নামটা এমনিই ব্যবহার করা।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

তামিম ইবনে আমান বলেছেন: আপনি ফেনীর নাকি? ;)

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১২

ট্রাক বলেছেন: না।
ফরিদপুর।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

হাসান মাহবুব বলেছেন: পছন্দ হৈছে। আবার চালু করেন।

১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

ট্রাক বলেছেন: এগুলা বাচ্চাকালের ফান।
এখন আর জমবে না

৯| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

প‌্যাপিলন বলেছেন: প্রমাণিত হৈল মেয়েরা শয়তানের ভক্ত :-B .....ভার্চুয়াল শয়তানের আড্ডা শুরু হোক...

১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ট্রাক বলেছেন: আগের সেই এনার্জি নাই। সেই সার্কেলটা ও নাই।
এখন আর হবে না।

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

ধূর্ত উঁই বলেছেন: সুন্দর পোস্ট ।আমি আবার স্যাটানিক থট নামে উল্টোপাল্টা একটা পোস্ট দিয়েছি কেউ কমেন্টই করছে। দেশের যেমন সিদ্ধান্তহীন অবস্থা আমার পোস্টেরও ঠিক একই অবস্থা।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

ট্রাক বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.