নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়'রে হৃদয়
আমার ভাঙ্গা হৃদয়
পিরিত বুঝলো না
ভাটির টানে যৌবনের গানে
সুরতো বাজে না
জীবনতো থেমে থাকে না ...
ঘর বাঁধি ঘর ভাঙ্গে
উজান গাঙে চর জাগে
দুঃখ ভুলে সুখের মায়ায়।
আউলা বাতাসে বাউল মনে
জীবনপুরের নতুন গান
বসত গড়ে নয়া ঠিকানায়।।
উজান ভাটি বার মাসি
লাজুক বধুর মুখে হাসি
ফসলি গানে পরান জুড়ায়।
প্রেম পিরিতি জড়া-জুড়ি
সুরের খেলা,খেয়ালী বাঁশি
ভরা যৌবনে অন্তর জুড়ায়।।
২০/০১/২০১৩
©somewhere in net ltd.
১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২১
দেবদাস. বলেছেন: +++