নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাওয়াটা কী অমূলক?
প্রত্যয় নিয়ে অপেক্ষায় আছি বিগত ৪২ বছরের সমস্ত জঞ্জাল ধুয়ে মুছে একটি নতুন বাংলাদেশ,এক রাঙা সূর্য সকালের,জোড়া শালিখের দুষ্টমী,দাঁড় কাকের দস্যুপণা,ফিঙ্গের দূরন্তপণা,আউলা বাতাসের বাউলা আহ্লাদ-আদর মাখা।সৌম্য ও সাম্যের ভাব বিনিময় এক হৃদয় হয়ে অন্য হৃদয়ে।
©somewhere in net ltd.