নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন আসলে কী!
সমুদ্র সুখানুভূতি
নাকি
চোরাবালি?
পাখির মঞ্চে সবুজ পল্লবিত বনানী
নাকি
দাবদাহ?
পর্বত চূড়ায় দাঁড়িয়ে সুর্যোদয়ের আবির মাখামাখি
নাকি
পাহাড়ী ঢালে আগুনের স্ফুলিংগ?
প্রিয়ার উষ্ণ চুম্বন
নাকি
পাতকী ছলনা?
বন্ধুতে বন্ধুতে সুদীর্ঘ পথ পরিক্রমা
নাকি
সম্পর্কের অগ্নুৎপাত?
নিজেকে উজাড় করে বিলিয়ে দেয়া জনারণ্যে
নাকি
ধন্দবাজীর কারুকাজ?
শুভ্র মননে স্বপ্ন বুননে স্বর্গীয় উদ্যান
নাকি
নারকীয় উল্লাসে হায়নার অট্টহাসি?
গণজমায়েত উচ্ছ্বল প্রাণে প্রাণে
নাকি
লাশের স্তুপে দাম্ভিক হুংকার?
জীবনের কোন সংজ্ঞা নেই একক রূপে
উলটো পথের পথিক ,রকমে বিপরীত
জন্ম-মৃত্যু এক জীবনের শুধুই পরিদর্শক!
©somewhere in net ltd.