নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিনাকড্রিম

পাগলামী

পিনাকড্রিম

পিনাকড্রিম › বিস্তারিত পোস্টঃ

দুইটি বৈশাখ ভাবনা

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৩:৩২


(১)
***প্রয়োজন একটি কালবৈশাখী ঝড়***
-প্রিন্স এ ওয়াকী
এখনও পলাশ ফোটে বসন্ত উৎসবে-কিনতু বৈরি সংসারে পরাশ্রয়ী কীট আনন্দ হাসি হাসে,লুটোপুটি খায়।প্রেমিকযুগল ভালবাসার পর্দা উড়িয়ে বেলেল্লাপনায় ভাসিয়ে ভাবনা;হুটোপুটি খেলে।এখনও কোকিল গায় বাসন্তী কলতানে-কিনতু মায়ার বাঁধন পাথর দেয়ালে অবরুদ্ধ।সংগীতের মূর্ছনা; ক্লান্তিভারে অন্ধকারে হারায়।এখনও কচি সবুজ পাতা ভীড় করে গাছের ডালে ডালে-কিনতু নীল নেশার ফানুশ উড়িয়ে ভবিষ্যৎ অন্ধকার।‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’;শুধুই হাহাকার।সসসএখনও পৃথিবী হাজার ফুলে ফুলে দে দোল দোলে-কিনতু ভাব বিনিময়ের সহজাত প্রবৃত্তি অশ্রু জলে ভাসে।তৃষিত হৃদয় গুমরে ওঠে;বহে লু-হাওয়া।
বাক্‌রুদ্ধ পৃথিবী প্রত্যাশিত অপেক্ষায় আছে ঝঞ্জা-বিক্ষুব্ধ এক কালবৈশাখী ঝড়ের।অতঃপর বুনিয়াদি স্বপ্নে গাইবে নতুনের গান;বৈশাখের প্রথম লগনে-
এসো হে বৈশাখ,
নতুনে নতুনে সাজাব
নব জীবন পূনর্বার।


(২)
***বৈশাখ সংক্রান্তি***
-প্রিন্স এ ওয়াকী
আদিগন্ত রৌদ্রক্লান্ত উষর ভূমি
খরতাপে ফেটে চৌচির
তাপ-তরঙ্গ আউলী খেলে শূন্যতায়।।
দমকা হাওয়া,ঝরাপাতা বৃষ্টি
ঈশান কোণে সিঁদুর মেঘ
তান্ডব কবিতা বিদ্রোহী সুর তোল।।
রাধিকা প্রেম তৃষ্ণায় কাতর
অসময়ে শিউলী ঝড়ে সকালবেলা
হাপিত্যেস চোখ মেলে জানালায়।।
কচি-কাচাঁ আম;বেচেঁ থাকা,
নির্জনে হতবাক প্রেমিকযুগল
যন্ত্রণা ভুলিতে কামনা বৃষ্টি আরাধনা।।
ক্ষেতের আইলে উদাস সময়
জীর্ণ বসনে হেঁটে বেড়ায়
কৃষকের ভাঙ্গা মনের ইতিবৃত্ত।।
লাঙ্গলে হাল ধরে স্বাপ্নিক কৃষক
জমি খুঁড়ে চলে যন্ত্রণা চিরে
আড়চোখে আসমানে চোখ বুলায়।।
দৃঢ় শপথে কর্মমূখর জীবন
ক্রমাগত মমতায় কচি স্বপ্ন দেখে
শোক ভুলে,দুঃখ ভুলে আলোকিত ব্যঞ্জনায়।।
স্মৃতিময় জীবন-যাপন সৌরভ বিলায়
মুখে হাসি রাতের ভরা জ্যোতস্না
স্বপ্নরা বাসর সাজায় সম্ভাব্য সুখের ভেলায়।।
জরাজীর্ণ বাস্তব ইতিহাস –
পড়ে থাকে পেছনে স্তুপাকার
বসন্তের পথ ধরে আজ বৈশাখ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.