নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিনাকড্রিম

পাগলামী

পিনাকড্রিম

পিনাকড্রিম › বিস্তারিত পোস্টঃ

সবাইতো সুখি হতে চায়

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৩

-পিনাকড্রিম (প্রিন্স এ ওয়াকী)

(শেষ কিস্তি)

পরিসমাপ্তি।।

সারাদিন কত কিছুইতো করলেন।এবার ঘরে ফেরার পালা।সুখি একটা ভাব নিয়ে অধীর প্রত্যাশায় নীড়ে ফিরুন।নিয়ম মেনে পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে সবার খোঁজ খবর নিন।ভালো মন্দ জিজ্ঞাসা করুন।একটু ঠাট্টা তামাশা, প্রয়োজন বুঝে একটু কঠোর হয়ে শাসনের কথকতা। রাতের খাবার পরিবারের সবার সাথে করার চর্চাটা প্রতিনিয়ত চালিয়ে যাবেন,খেতে খেতে নানান বাৎচিত।
সব শেষে সব গুছিয়ে একান্তে নিজেকে সমর্পণ করুন স্রষ্টার দরবারে।নিজের শুদ্ধতার জন্য ফরিয়াদ জানান স্রষ্টার অভিমুখে, ভুলের জন্য ক্ষমা চান নির্দ্বিধায়, উত্তম ফায়সালা পেশ করুন বিনয়ের সাথে একগ্রতায় নিবিষ্ট মনে। আত্ম-পর্যালোচনা প্রতিদিন। আগামীদিনের কর্ম পরিকল্পনা সাজিয়ে নিজেকে সঁপে দিন নিদ্রা দেবীর আশ্রয়ে।
সব কিছুর জন্যই আমি কৃতজ্ঞ পরম স্রষ্টার উদারতার জন্য।স্রষ্টা যাই কিছু করেন তার সৃষ্টির মঙ্গলের জন্যই করেন।
সারকথাঃ
*সবার সাথে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন।
*সব সময় ইতিবাচক থাকুন।
*স্বাস্থ্যকর খাবার খান কিন্তু স্বল্পাহারী।
*পর্যাপ্ত পরিশ্রমী হয়ে উঠুন অর্থাৎ যত ব্যস্ত তত সুস্থতা ও সুখ।
*প্রতিদিন কিছুক্ষণ বিশুদ্ধ প্রকৃতির সান্নিধ্যে থাকুন, দলবদ্ধ হলে সবচেয়ে ভালো।
*নিয়মিতভাবে পরিমিত শরীর চর্চা।
* প্রতিটি নতুন দিনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে উপভোগ করতে শিখুন।
*একাকীত্ব পরিহার করুন(কিন্তু দিনের শেষভাগে কিছুটা সময় নিজের ভেতর ডুব দিন আত্ম-পর্যালোচনায়)।
*হাসুন,হাসিমুখে থাকুন।ঘুনাক্ষরে কাউকে বলতে যাবেননা,না ভাই ভালো নাই।
*নিজেকে অনুপ্রাণিত করুন প্রতিমুহূর্তে।
সুখের সংজ্ঞা আর কতটা সফলতায় রচনা করা যায় বলুনতো?

১৫১৩
০৮ সেপ্টেম্বর ২০২২।
লেখালেখির কারখানার নিজস্ব কক্ষ থেকে।
অ পা

কৈফিয়তঃ
'সবাইতো সুখি হতে চায়' লেখাটির দীর্ঘ কলেবরের জন্য তিনটি কিস্তিতে ভাগ করতে হয়েছে যাতে করে পাঠক বন্ধুদের বিরক্তি না ঘটে। তারপরও কেউ যদি কোনও কারণে বিরক্তবোধ করে থাকেন তার সম্পূর্ণ দায়বোধ আমার। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।
সবার মঙ্গল কামনা নিরন্তর।
সবার ভালো হোক।
সবাই ইতিবাচক হয়ে উঠুন।
নিজেকে ভালোবাসতে শিখুন।প্রতিজন মানুষকে ভালোবাসা বিলিয়ে দিন।পৃথিবীর সমস্ত সৃষ্টির প্রতি বন্ধুত্বপূর্ণ সৌহার্দপূর্ণ থাকুন।
নেতিবাচক চিন্তা ভাবনা চেতনা অনুভব কাজকে দৃঢ়তার সাথে না বলুন।
-প্রিন্স এ ওয়াকী
১৩ সেপ্টেম্বর ২০২২।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৩

পোড়া বেগুন বলেছেন:
তবু কেউ সুখী হয় কেউ হয়না!

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৩

পিনাকড্রিম বলেছেন: তবুও ইতিবাচক বোধ নিয়ে যাপিত জীবনে অর্থের প্রচুর সমাগম না থাকলেও সুখ থাকে নিজের প্রাত্যহিক চর্চায়।
সব সময় ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.