![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই
-----
২৯ সেপ্টেম্বর ২০২২
কথা কইবো নিজের ভাষায় - উচ্চারণ হবে প্রমিত
(প্রতিদিন পনেরটি শব্দ শুদ্ধস্বরে)
-পিনাকড্রিম (প্রিন্স এ ওয়াকী )
আমরা বাঙালি
আমরা বাংলায় কথা বলি
আমরা বাংলায় স্বপ্ন আঁকি
আমরা বাংলায় করি ভাব বিনিময়...
সুপ্রিয় পাঠকবৃন্দ / বন্ধুরা কথা আমরা মুখ দিয়েই বলে থাকি এতে কেউ কিন্তু কোনও সন্দেহ রাখেন না।এক্ষেত্রে স্বভাবতই মুখের সাথে কন্ঠস্বরের ব্যাপার চলে আসছেই।তাই আমদের কিছু ব্যাপারে সচেতনভাবেই নিচের বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে।অনেকেই কথার যাদুতে নিজের চারপাশ আলোকিত করতে চান।একজন বিক্রয় প্রতিনিধি যদি বাকপটুতার পাশাপাশি শুদ্ধস্বরের উপস্থাপনা করতে পারেন, তবে অনেক কিছুই সহজ হয়ে যায়।
আমরা কিন্তু অনেক সময়ই বলে থাকি বা শুনে থাকি,ও খুব সুন্দর করে গুছিয়ে শুদ্ধ করে কথা বলে। ওর কথায় যাদু আছে।শুনতেই ইচ্ছা হয়।
আমার নিজের কথাই বলছি।কিংবদন্তী অভিনেতা গোলাম মোস্তফা, খবর পাঠক সরকার কবির উদ্দিন, কাফি খান,মামুন মজিদ,উপস্থাপক ফজলে লোহানী,আব্দুল্লাহ আবু সাইদ স্যার,ক্যামেলিয়া মোস্তফা এদের প্রতিটি শব্দকে গিলতাম মুগ্ধতায় আর যখন আড্ডায় বা স্কুলে যেয়ে সেভাবেই ডেলিভারি দেবার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যেতাম।অনেক সময়ই শুনতে হতো, ওই দেখ্,প্রিন্স শুদ্দু কইরা কথা কয়"
উহু কখনও লজ্জা পাইনি।চেষ্টা অব্যাহত রেখেছি।এর ফলও পেয়েছি নানান ক্ষেত্রে।
মূল বিষয়ে ফিরে আসি।
মুখ,মুখমণ্ডল,কন্ঠস্বরের যত্ন নিতে হবে। এর সাথে আছে দম চর্চা।
*সময় করে ফুসফুসকে নিয়ে খেলতে হবে- তাই নিয়ম করে নিয়মিত দম চর্চা করতে হবে।উচ্চারণের সাথে দমের ওতোপ্রোতো সম্পর্ক আছে।
*মুখ,মুখের বিভিন্ন পেশি,অঙ্গ প্রত্যঙ্গ উচ্চারণের সাথে ভীষণ ভীষণ ভাবে জড়িত। অতএব নিয়মিত নিয়ম করে সচেতনভাবে যত্নশীল হতে হবে।
*শ্বাসনালীকে পরিষ্কার রাখতে হবে।তার জন্য কিছু নিয়মিত নিয়ম ও চর্চা।
*আর আমাদের যে স্বরতন্ত্রী আছে,স্বরতন্ত্রীর সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, প্রাত্যহিক প্রয়োজনীয় অনুশীলন আর দৃঢ় সংকল্প কথা বলার সময় পারতপক্ষে শব্দের বিকৃত উচ্চারণ থেকে নিজেকে বিরত থাকতে হবে।
ব্যস!অনেক কাজই সহজ হয়ে যাবে ব্যবহারিক জীবনে।
আজকের পনেরটি শব্দের লিখিত আর উচ্চারিত রূপঃ
অ- একটি স্বরধ্বনি।
এর ধ্বনিরূপ- অ-au
১)
লিখিতঃ অকপট
উচ্চারিতঃ অ ক প ট্
২)
লিখিতঃ অংশীদার
উচ্চারিতঃ ও ঙ্ শি দা র্
৩)
লিখিতঃ অকল্যাণ
উচ্চারিতঃ অ কো ল্ ল্যা ন্
৪)
লিখিতঃ অকোস্মাৎ
উচ্চারিতঃ অ কো শ্ শাঁ ৎ
৫)
লিখিতঃ অকারণ
উচ্চারিতঃ অ কা রো ন্
৬)
লিখিতঃ অকার্যকর
উচ্চারিতঃ অ কা র্ জ্ জো ক র্
৭)
লিখিতঃ অকথিত
উচ্চারিতঃ অ কো থি তো
৮)
লিখিতঃ অকৃতকার্য
উচ্চারিতঃ অ কৃ তো কা র্ জ্ জো
৯)
লিখিতঃ অংশুমান
উচ্চারিতঃ ও ঙ্ শু মা ন্
১০)
লিখিতঃ অকল্পিত
উচ্চারিতঃ অ কো ল্ পি তো
১১)
লিখিতঃ অকৃতজ্ঞ
উচ্চারিতঃ অ কৃ ত গ্ গোঁ
১২)
লিখিতঃ অকৃত্রিম
উচ্চারিতঃ অ কৃ ত্ ত্রি ম
১৩)
লিখিতঃ অক্সিজেন
উচ্চারিতঃ অ ক্ সি জে ন্
১৪)
লিখিতঃ অক্লান্ত
উচ্চারিতঃ অ ক্ ক্লা ন্ তো
১৫)
লিখিতঃ অক্ষ
উচ্চারিতঃ ও ক্ খো
পাদটীকাঃ
আঞ্চলিক ভাষা চর্চার ক্ষেত্রে মোটেও নিরুৎসাহিত করছি না।কিন্তু বর্তমানে যেধারা চালু হয়েছে, বাংলা ভাষাকে যেন খিচুড়ি ভাষা বানিয়ে না ফেলি।
একটা মার্জিত প্রচলিত কথ্য চালু থাকা উচিৎ নিজেদের রুচিসম্মত উপস্থাপনার ক্ষেত্রে।
সেটাই- STANDARD PRONUNCIATION
২০২২
২৯ সেপ্টেম্বর ২০২২
লেখালেখি কারখানার নিজস্ব কক্ষ থেকে।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হবিগঞ্জ বড় হইছি
শুদ্ধ বলতে মেলা কষ্ট