নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিনাকড্রিম

পাগলামী

পিনাকড্রিম

পিনাকড্রিম › বিস্তারিত পোস্টঃ

কথা কইবো নিজের ভাষায় - উচ্চারণ হবে প্রমিত (প্রতিদিন পনেরটি শব্দ শুদ্ধস্বরে)

২৭ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৫

তিন
-----
৩০ সেপ্টেম্বর ২০২২

কথা কইবো নিজের ভাষায় - উচ্চারণ হবে প্রমিত
(প্রতিদিন পনেরটি শব্দ শুদ্ধস্বরে)

-প্রিন্স এ ওয়াকী

আমরা বাঙালি
আমরা বাংলায় কথা বলি
আমরা বাংলায় স্বপ্ন আঁকি
আমরা বাংলায় করি ভাব বিনিময়...
অ- au একটি স্বরধ্বনি
আজকের পনেরটি শব্দঃ

১)
লিখিতঃ অতিরঞ্জিত
উচ্চারিতঃ ও তি রো ন্ জি তো
২)
লিখিতঃ অধিক
উচ্চারিতঃ ও ধি ক্
৩)
লিখিতঃ অচিন্তনীয়
উচ্চারিতঃ অ চি ন্ তো নি য়ো
৪)
লিখিতঃ অদিষ্ট
উচ্চারিতঃ অ দি শ্ টো
৫)
লিখিতঃ অশিষ্টাচার
উচ্চারিতঃ অ শি শ্ টা চা র্
৬)
লিখিতঃ অচিহ্নিত
উচ্চারিতঃ অ চি ন্- nhi-তো
৭)
লিখিতঃ অনিচ্ছাকৃত
উচ্চারিতঃ অ নি চ্ ছা কৃ তো
৮)
লিখিতঃ অনিন্দনীয়
উচ্চারিতঃ অ নি ন্ দো নি য়ো
৯)
লিখিতঃ অচিন্তনীয়
উচ্চারিতঃ অ চি ন্ তো নি য়ো
১০)
লিখিতঃ অনির্দিষ্ট
উচ্চারিতঃ অ নি র্ দি শ্ টো
১১)
লিখিতঃ অবিরত
উচ্চারিতঃ অ বি র তো
১২)
লিখিতঃ অনিয়ম
উচ্চারিতঃ অ নি য়ো ম
১৩)
লিখিতঃ অনিদ্র
উচ্চারিতঃ অ নি দ্ দ্রো
১৪)
লিখিতঃ অভিন্ন
উচ্চারিতঃঅ ভি ন্ নো
১৫)
লিখিতঃ অশ্লীল
উচ্চারিতঃ অ স্ স্লি ল্
পাদটীকাঃ
সুহৃদ মনে রাখবেন কন্ঠস্বরের অধিকারী সবাই কিন্তু অবশ্যই অবশ্যই স্মরণ রাখবেন আপনার বা যে কারুর বাচনভঙ্গি চর্চার ফসল, দীর্ঘদিনের চর্চার অর্জিত অভ্যাস। তাই প্রমিত উচ্চারণে কথার যাদুতে নিজের চারপাশ নাড়িয়ে দিতে আমাকে আপনাকে প্রতিনিয়ত চর্চার মধ্য দিয়ে যেতে হবে।বিটিভি'র খবর পাঠক, পশ্চিমবঙ্গের আকাশবাণীতে প্রচারিত বাংলা খবর, বর্ষীয়ান বাচিক শিল্পীদের কথিকা বা কবিতা পাঠ শুনবেন সময় পেলেই।এবং অবশ্যই অধুনা যারা আছেন তাদেরকেও নিয়ম করে শুনুন।আর অতি অবশ্যই সচেতনভাবেই নিজস্ব পরিমণ্ডলে দয়া করে বিকৃত উচ্চারণ এড়িয়ে যাবেন সিদ্ধান্ত নিন।
আবারও বলছি আমি আঞ্চলিকতার বিরোধিতা মোটেও করছিনা,সেখানে মাটির সোঁদা গন্ধের অনুভব আছে।
জাতিগতভাবে একটি ধারাবাহিক কথ্য রূপ সচল
রাখতেই হবে।
সেটাই হচ্ছে প্রমিত উচ্চারণ।।
২১০৪
৩০ সেপ্টেম্বর ২০২২।
লেখালেখির কারখানার নিজস্ব কক্ষ থেকে।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:১৮

শেরজা তপন বলেছেন: এমন পোস্ট নিয়মিত দিতে থাকুন। সাথে ব্লগারদের ভুল-ভ্রান্তি একটু শুধরে দিন না
ভাল পোস্টে+

০৬ ই নভেম্বর, ২০২২ ভোর ৪:৪৬

পিনাকড্রিম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। উৎসাহিত হলাম,অনুপ্রেরণা পেলাম।ভালো থাকবেন সব সময়।

২| ০৬ ই নভেম্বর, ২০২২ ভোর ৪:৪৬

পিনাকড্রিম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। উৎসাহিত হলাম,অনুপ্রেরণা পেলাম।ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.