নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিনাকড্রিম

পাগলামী

পিনাকড্রিম

পিনাকড্রিম › বিস্তারিত পোস্টঃ

কথা কইবো নিজের ভাষায় - উচ্চারণ হবে প্রমিত (প্রতিদিন পনেরটি শব্দ শুদ্ধস্বরে)

০৬ ই নভেম্বর, ২০২২ ভোর ৪:৪১

চার
-----
০১ অক্টোবর ২০২২

-পিনাকড্রিম ( প্রিন্স এ ওয়াকী)

আমরা বাঙালি
আমরা বাংলায় কথা বলি
আমরা বাংলায় স্বপ্ন আঁকি
আমরা বাংলায় করি ভাব বিনিময়...

অ- au একটি স্বরধ্বনি
আজকের পনেরটি শব্দ
১)
লিখিতঃ অক্লিষ্ট
উচ্চারিতঃ অ ক্ ক্লি ষ্ টো
২)
লিখিতঃ অক্লেশে
উচ্চারিতঃ অ ক্ ক্লে শে
৩)
লিখিতঃ অক্ষত
উচ্চারিতঃ অ ক্ খ তো
৪)
লিখিতঃ অক্ষয়
উচ্চারিতঃ অ ক্ খ য়্
৫)
লিখিতঃ অক্ষর
উচ্চারিতঃ ও ক্ খো র্
৬)
লিখিতঃ অক্ষাংশ
উচ্চারিতঃ ও ক্ খা ঙ্ শো
৭)
লিখিতঃ অক্ষি
উচ্চারিতঃ ও ক্ খি
৮)
লিখিতঃ অক্ষিগত
উচ্চারিতঃ ও ক্ খি গ তো
৯)
লিখিতঃ অক্ষিপটল ( চোখের ছানি)
উচ্চারিতঃ ও ক্ খি প টো ল্
১০)
লিখিতঃ অক্ষুণ্ণ
উচ্চারিতঃ অ ক্ খু ন্ নো
১১)
লিখিতঃ অখণ্ড (অবিভক্ত)
উচ্চারিতঃ অ খ ণ্ ডো
১২)
লিখিতঃ অখণ্ড্য (অখণ্ডনীয়)
উচ্চারিতঃ অ খো ণ্ ডো
১৩)
লিখিতঃ অখণ্ডিত
উচ্চারিতঃ অ খো ণ্ ডি তো
১৪)
লিখিতঃ অখ্যাত
উচ্চারিতঃ অ ক্ খ্যা তো
১৫)
লিখিতঃ অগত্যা
উচ্চারিতঃ অ গো ত্ তা

পাদটীকাঃ
বিগত বেশ কয়েক বছর বাংলা ভাষাভাষীদের অনেকেই বাংলা ইংলিশ মিলিয়ে একটা ধারা চালু রেখেছে,এমনকি নাটক সিনেমাতে এই ধারাকে বেশ মূল্যায়ন করা হচ্ছে! অনেকেই ধারাটিকে বাংলিশ হিসাবে পরিচিতি দেবার সুযোগ নিচ্ছেন।দোহাই সুপ্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা আমার এটা মোটেও কাম্য নয়।ভাষার যে একটা নিজস্বতা আছে, সেটা পুরোমাত্রায় মার খেয়ে যায়।একবার ভাবুনতো পাঠ্যবই যদি এভাবে পাঠদান করানো হয়ে থাকে,কেমন লাগবে আপনার? অথবা পুরোপুরি একটা বিষয় বস্তুর আলোচনা পর্যালোচনা যদি বাংলিশে চালিয়ে যাওয়া হয়,তবে কি সেটার গ্রহণযোগ্যতা থাকবে একজন শ্রোতার কাছে?
আবারও একটা বিষয় আমার তরফ থেকে পরিষ্কার করে দিচ্ছি,আমি একেবারেই না বলছিনা,এটা হবেনা,ওটা হবেনা।বিষয়টা সেরকম না মোটেও।বন্ধুদের মাঝে আড্ডায় চলতে পারে মাঝেমধ্যে,হাসি ঠাট্টা-তামাশা হতে পারে, তাই বলে ধারাবাহিক ভুল একটা ব্যাপার প্রশ্রয় দিয়ে গেলে আখেরে ভাষার যে দৈন্যতা দেখা দেবে, সেটা থেকে বেরিয়ে আসতে আমাকে আপনাকে রীতিমতো যুদ্ধ ঘোষণা করতে হবে।
তাই সাধু সাবধান! নিজের পরিশুদ্ধ অস্তিত্বকে বিপন্ন করবেন না,প্রজন্ম কিন্তু আমাদের ক্ষমা করবেনা।এমনিতেই প্রজন্মের অনেক ক্ষোভ,জিজ্ঞাসা আমাদের প্রতি।আমরা কী তার সঠিক জবাবদিহিতা দিতে পারছি?

০১ অক্টোবর ২০২২
লেখালেখির কারখানার নিজস্ব কক্ষ থেকে।
সুখনীড়, ঢাকা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: এসব আমি বুঝি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.