নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংখ্যায় নয় সৃষ্টিতে বেঁচে থাকতে চাই !

নিমকহারাম

নিমকহারাম › বিস্তারিত পোস্টঃ

কাঙ্খিত মেট্রো রেল!

০৩ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৬

একটা এক্সপেকটেশন থেকে লিখছি!

আমার খুব কৌতূহল মেট্রো রেলের ব্যাপারে। নতুন একটি উদ্যোগ আর এ ব্যাপারে আগ্রহী হওয়া টাই স্বাভাবিক বৈকি ?
অনেক তথ্য উপাত্ত ঘেটে শেষ আপডেট যা পেলাম তা হল মেট্রো রেল অ্যাক্ট ২০১৪ খসড়া অনুমোদন পেয়েছে।
View this link

তবে ইতিহাস যা বলে এই রেল ২০১৯ নয় ২০২৪ এও ঢাকার পথে চলবে কিনা আমি ভাবছি !কোথায় যেন সেদিন পড়লাম দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নাকি আমাদের মেট্রো রেল এর টেকনোলজি অ্যান্ড লজিস্টিক্সের কনসালটেন্ট হিসেবে সহায়তা করছে।
দিল্লি মেট্রো রেল নিজেরাই প্ল্যান করেছিল ১৯৮৪ সালে যেটার প্রথম দফায় বাস্তবায়ন হয় ২০০২ সালে !!১৮ বছর?? এই অভিজ্ঞতা নিয়ে কনসালটেন্সি করার কনফিডেন্স পায় কিভাবে তারা??
আমেইযিং!!
আনেকেই বলতে পারেন আপনার এতো মাথা ব্যথা কেন??
না ভাই, আমার মাথা ব্যথা না,আমি পরিবর্তনে বিশ্বাসী !
এই লিঙ্কটা থেকে জানার আনেক কিছুই আছে বিশের অন্যান্য দেশের মেট্রো রেলের ব্যাপারে।
View this link
পরিবর্তন মানেই যে মোটা অঙ্কের বাজেট, বড় রকমের ইনভেস্টমেন্ট সবসময় তা নয়।
আমি এটুকুই আশা রাখব আমাদের মেট্রো রেল নিরাপদ,পরিচ্ছন্ন,সময়ানুবর্তী এবং প্রযুক্তিগত ভাবে উন্নত হবে।
হঠাত একদিন ব্রেকিং নিউজে দেখতে হবেনা কোন এক কিশোরীর ধর্ষণের সংবাদ,অথবা বাইরে থেকে ঢিল ছুঁড়ে ছুঁড়ার কারনে প্রকৌশলীর মৃত্যুর মতো কোন ঘটনা।স্মার্ট কার্ডে পে করতে গিয়ে শুনতে হবেনা "সার, মেশিনটা ডিস্টাব আসে,আপ্নি ভাংতি দেন"।
মানুশের বর্জ্য আর ডীম কলার খোসা দেখে সন্তানকে বলতে হবেনা "বাবা সাবধানে হাট নাহ্লে পিছলে যাবে"
শুনতে চাইনা ভন্ডো ফকীরের হেঁড়ে গলায় গান কিংবা ঝিকঝিক দাঁতের মাজন আর কোন এক জোশটি মধু বিক্রেতার বিরক্তিকর প্যানপ্যান !!

জানি খুব বেশী এক্সপেক্ট করে ফেলছি, কি আর করা??কম পয়সায় ভালো থাকতে কে না চায়??

জাতি হিসেবে বাঙ্গালি সবসময়ই অপ্টিমিস্ট!!
অল্পতে সন্তুষ্ট, অলস জাতি।কথাগুলো কাউকে কটাক্ষ করে বলা নয়, যে দেশে জনগণের ভোটের অধিকার নেই তারা যতটা পরিশ্রমী,দক্ষ আর শিক্ষিত, সচেতন হোক না কেনো জনগণের মূল্য এক পয়সাও না !!








মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৬

কলমের কালি শেষ বলেছেন: গতনুগতিক সমস্যা নিয়ে ভাল বলেছেন । :)

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৩

নিমকহারাম বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১৫

আধখানা চাঁদ বলেছেন: পরিষ্কার চিন্তা ভাবনা চমৎকার লেখনীতে ফুটে উঠেছে।
++++++++++++++++++++++++++++++

৪| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:৩০

কলাবাগান১ বলেছেন: আপনাকে ভোট না দিতে কে মানা করেছিল। আমার ভোটের তো অধিকার আমি হারাই নি..। বরন্চ জামাতি-রাজাকারদের তান্ডবে মানুষ তাদের ভোটের অধিকার হারিয়েছিল? আপনাদের ক্ষোভ কোন যায়গায় বুঝা যায়...আপনাদের জন্য শুধু বিদ্যুতবিহীন খাম্বাই ভাল...তখন কোন সমালোচনা থাকে না। সরকার মেট্রো রেল বানাচ্ছে আর তার আগেই সমালোচনা কেন ভারতীয় কন্সালটেন্ট?? এটা জাইকা কে জিজ্ঞেস করলেই পারেন কেননা তারা টাকা দিচ্ছে। কনসালটেন্ট কি রেল বানাবে?

আবার বলেবসেন কেন টাকা খরচ করে বংগবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন হচ্ছে... দেশের তথ্য বিদেশে পাচার হয়ে যাবে বলে যখন বিনা পয়সায় সাবমেরিন কেবলে বাংলাদেশ যুক্ত হলো না তখন সমালোচনা করেন নাই???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.