নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংখ্যায় নয় সৃষ্টিতে বেঁচে থাকতে চাই !

নিমকহারাম

নিমকহারাম › বিস্তারিত পোস্টঃ

একজন শ্রোতার মন্তব্য!!

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

ছোট বেলার রেডিও শোনার অভ্যাস টা আজও যায়নি।

তখন একটা রেডিও স্টেশন মাতিয়ে রাখত তার অজস্র শ্রোতাদের।

আজকের রেডিও স্টেশন গুলো আমার কাছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কোলাহলের মতই শোনায়।তবুও শুনি, সুযোগ পেলে।



বেশ কিছুদিন আগে আরজেদের বাঙলা উচ্চারন নিয়ে ব্যাপক সমালোচনার পর উচ্চারন এবং শব্দ চয়ন নিয়ে অনেক স্টেশন ভালো কাজ করেছেন,অনুষ্ঠানের মান ো বেরেছে কিছুটা। ধন্যবাদ জানাই তাদের।



সত্যি বলতে,আমার প্রিয় রেডিও চ্যানেল এর তালিকায় আজ ও বাংলাদেশ বেতার (১০৩ দশমিক ২ এফ এম) আর বিবিসি নিউজ এর বাংলা খবর। অফিস যাবার পথে গাড়িতে রোজ শুনি , নিজের ভেতর কেমন যেন একটা স্বজাতি বোধ কাজ করে। তাদের বাংলা ভাষার উপর খুব ভালো দখল টাই এর প্রধান কারন।



আমার জানা মতে ১০ টি রেডিও স্টেশন অন এয়ার আছে,প্রতি দু ঘণ্টায় একটা করে প্রোগ্রাম চলছে দারুন কাটতি প্রোগ্রামগুলোর ,কিন্তু দুঃখের বিষয় কপি পেস্ট এর এ জামানায় কোন কিছুই ইউনিক থাকবেনা ।



অনেকেই হাসাতে চায় বিভিন্ন বাচনভঙ্গি আর আঞ্ছলিক ভাষার ব্যবহার করে তবে শ্রোতা হিসেবে আপনার বা আমার মন্তব্য তাদের নিষ্প্রয়োজন বৈকি। তবে আমার মতে এতোগুলো রেডিও স্টেশন থাকাই নিষ্প্রয়োজন। কোন জিনিসের সহজ লভ্যতা যখন বেড়ে যায় তার গুণগত মান রক্ষা করাটাও তখন চ্যালেঞ্জ হয়ে পড়ে। এই যেমন ধরুন,লাভ গুরু কিংবা তোতা মিয়াঁরা প্রত্যেক চ্যানেলে যেভাবে ভিড় জমাচ্ছেন, ভালো ভাষা না হোক ভালোবাসার উপর চর্চাটা বেশ ভালই চলছে আমাদের।তাদের জনপ্রিয়তা এতই বেশি আমার মনে হয় রাজনীতিতে নামার ভালো একটা প্র্যাকটিস দুই একজন চালিয়ে যাচ্ছেন রেডিও স্টেশন এর এই প্লাটফর্ম কে কাজে লাগিয়ে।যতটা পারসনালাইজড করা যায় তারা করছে অথচ কোনই নতুনত্ব নেই।



এত্তসব সমালোচনার পর ও এমন শ্রোতা ও আছেন যিনি কথা বলার জন্য রাত জেগে ১০০০ বার ফোন করার ট্রাই করেন, এক রাতে১০০০ এস এম এস পাঠান তার প্রিয় আরজের কাছে, হেড ফোন কানে গুঁজে প্রিয় অনুষ্ঠান শুনতে শুনতে কখন বা ঘুমিয়ে পড়েন নিজেও জানেন না।





যে পথ দেখায় সে বরাবরই এগিয়ে থাকে আর

বাংলাদেশ বেতার আছে বলেই হয়তো আজ অসংখ্য রেডিও চ্যানেলের ভিড়ে তাকে বড্ড আপন মনে হয়।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬

কলমের কালি শেষ বলেছেন: অনেক ভালো বলেছেন ।+++++

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

নিমকহারাম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.