নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সংখ্যায় নয় সৃষ্টিতে বেঁচে থাকতে চাই !

নিমকহারাম

নিমকহারাম › বিস্তারিত পোস্টঃ

শেকল

২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২

যোগাসনের প্রায় শেষের দিকে মিহিকা, সূর্যটা প্রায় ফুটল বলে।।খানিকটা ঠাণ্ডা বাতাস মিহিকাকে ছুঁয়ে গেল।

পর্দার সামান্য ফাঁক দিয়ে নতুন সূর্যের আলোটা সামিরের চোখে লাগছে। “ম্মহ! মিহি!পর্দা টা একটু টেনে দাও না!”



অপসিট আট্রাক্টস!!



একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মিহিকা সামিরের পরিচয়। তারপর প্রেম তারপর বিয়ে। কাজি অফিসে। মিহিকার একান্ত চেষ্টায়।



সামির পেশায় মিউসিসিয়ান , আর স্বভাবে অনেক অগোছালো।

এই অগোছালো জীবনের সাথে অতপ্রত ভাবে জরিয়ে আছে মিহিকা...

নীল পরি নাম এ একটা মেয়ের সাথে প্রেম আছে সামিরের তবে প্রেম ফাইসবুকে । কিন্তু এগুলর সব কিচুই সামির বলুক না বলুক মিহিকা জেনে নেয়... না কোন গয়েন্দাগিরির প্রয়োজন হয়না তার। সামির কিছুটা বোকা ধাঁচের ,চালাকি করে বেশিদূর এগতে পারেনা।



কখন বন্ধুদের আড্ডায় এক্তু বেশি পান করে ফেলে, তবে মিহিকার উপর চরাও হয়না... হয়তবা কখনও মিহিকা কে বকা ঝকা করেনা তবে ওরকম ভালোওবাসেনা।



মিহিকার জীবনের ইন্সপিরেশন সামির। তার দেখা অশম্ভব সুন্দর পুরুষদের একজন সামির,আজ ও অন্ধকার রাতে মিহিকা দারুন ভাবে অনুভব করে সামিরের পুরুষালী শরীরের আদর, উত্তেজনা,তার আবেগ, তৃপ্তি। কিংবা সামিরের কণ্ঠে “মিহি” ডাকটি।

মিহিকা পেশায় ফটোগ্রাফার ।উচ্চ শিক্ষিত,স্মার্ট। খোলা মনের মানুশ,ভালাবাসে প্রকৃতি।

এতটা আবেগ এতো ভালবাশা, প্রেম সামির কথাও পাবেনা... শময় গড়িয়ে যায়, এই মিহিকা আজ তরুন ফুল কাল মিইয়ে জাবে,মিয়িয়ে যাবে তার গন্ধ, সুবাস, যৌবন ,টিকাল নাকের ডাইমন্ড নোস পিন এর ঝলক হয়ত আর বেশিদিন মানাবেনা তাকে, সামির চলার পথে হয়ত কোন তন্বী তরুনির আবেদনেও সারা দেবে একদিন,তবুও ও ভালবেশে যাবে সামির কে।



আপাত দৃষ্টিতে মিহিকা বোকা নারী আর সামির খারাপ নর।পর নারী আসক্ত। কিন্তু মিহিকার কাছে সামির তার ভালোবাসা।মিহিকার বন্ধুদেরর কাছে এটা তার ফ্রাস্ট্রেসন ম্যানেজমেন্ট টাক্টিস।নাকি মিহিকা এখন ফ্যান্টাসি তেই আছে?? ওর পায়ে এক অদৃশ্য শেকল বাঁধা যা ভেঙ্গে কখনও মিহিকা বের হতে পারবেনা,সামির তাকে ভালো বাসুক কিংবা নাই বাসুক...

মনের শেকল কোনদিন কি ভাঙ্গা যায়??

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৪

কলমের কালি শেষ বলেছেন: হয়তো ।

২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৮

নিমকহারাম বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৫

আধখানা চাঁদ বলেছেন: খুব অল্প কথায় চমৎকার গল্প। গল্প বলার ধরনটাও সুন্দর।

১ম ভাললাগা।

২২ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৭

নিমকহারাম বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.