নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নরা সাদাকালো, এসো রঙ করি....

পিনিকবাজ

ঘুম টা মনে হয় রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেলো শেষ পর্যন্ত!!!

পিনিকবাজ › বিস্তারিত পোস্টঃ

পিনিকবাজ........(ঘোরলাগা সময়)

১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২০

একটা মধ্যবিত্ত স্বপ্ন লালন করে বেড়ে ওঠা আর ক্রমাগত নিজেকে হারিয়ে খুঁজে ফেরা। জীবনটাই অনেক বিচিত্র। থেমে থাকে বেশিরভাগ সময় ঠিক এখনকার শুক্রবারের ঢাকা শহরের জ্যাম এর মতো। অকারনে থেমে থাকে! আর এই থেমে থাকা অবয়ব টা ঘিরেই কিছু সাদাকালো স্বপ্নরা বাস্তবতার অলি-গলিতে ক্রমশ ডাল-পালা বিস্তার করে। নাহ, বিস্তার করে না বলে বরং বলা ভালো যে মুখ থুবড়ে পরে থাকে। বৈষম্যের বাস্তবতায় তারা হালে পানি পায় না। বিবর্ন স্বপ্নরা এক সময় পথভ্রষ্ট হয়। অন্ধকারে তারা তাদের পথ খুঁজে নেয়।অন্ধকারের আলো গায়ে মেখে তারা আবার স্বপ্নের গায়ে রং মাখায়।



"মুক্ত" বাবা মা'র ছোট ছেলে, অনেক আদরের সন্তান। আদরে বাঁদর হয় নি (ঠিক ডা: আইজুর মতো---উইথ ডিউ রেসপেক্ট) তবে যা হয়েছে সেটা আরো বেশী ভয়ঙকর। নিজেকে চেনার মানসিক ক্ষমতা হারিয়ে ফেলে সে তার প্রচন্ড জিদ আর একগুয়েমির কাছে। বাবা মা শখ করে নাম রেখেছিলেন যেন সকল অশুভ শক্তি আর অশুভ চিন্তাধারার পথচলা থেকে যেন সে মুক্ত থাকে।

পড়াশোনায় ভালো, মানে মধ্যবিত্ত মানের আরকি। প্রথম যৌবন পর্যন্ত স্কুল, কলেজ আর ক্রিকেটই ছিলো তার একমাত্র পথচলা। একটা নির্দিষ্ট সমান্তরাল পথ। থাকেনি বেশিদিন সমান্তরাল। নিজেকে প্রকাশ করার মানসিকতার বদলে ক্রমে গুটিয়ে নিতে থাকে নিজেকে নিজের মাঝে।

সারারাত নির্ঘুম থেকে ধূসর পিচে বল বাউন্স করানোর চিত্র কর্ম বেশিদিন আঁকা হয়না তার। পরদিন খেলার মাঠে কি হবে এই কথা ভেবে উত্তেজনায় ভরা রাতগুলো ক্রমশ ফ্যাকাশে হয়ে যায় তার।



গাঢ় অন্ধকারের প্রলেপ পরে স্বপ্নের ক্যানভাস আর রং তুলিতে। পরম যত্নে মুছে ফেলা হয় না আর। এমন কুৎসিত অন্ধকারের প্রতিটি কালো আস্তরনের নিচে চাপা পরে তার ভালোলাগা, ভালোবাসা আর মানবতাবোধ। নিজের অক্ষমতার হাহাকার গুলো অন্ধকারের বাইশ গজে প্রতিনিয়ত বাউন্সার হয়ে যায়। বেসামাল স্বত্তাকে বারবার মাঝ নদী থেকে স্রোতের বিপরিতে কিনারে নিয়ে আসে, নোঙর ফেলা হয় না কখনো। নিজের কাছে হেরে যায় বারবার।



কিন্তু যে প্রবল স্রোতের বিপরিতেও নিজেকে নিয়ে আসতে পারে সে কেন বারবার একই ভূল করতে থাকে???

নিজের মনে প্রতিনিয়ত একই প্রশ্ন ঘুরপাক খায় তার। সেও নিজেকে নিয়ে ছুটতে চায় কোন বিশ্বস্ত পথে। ঘোরলাগা পথ ছেড়ে কোন এক সমান্তরাল পথে অথবা হোক সেটা আঁকাবাঁকা আর অমসৃণ, নিজের জায়গাটুকু ঠিকই গুছিয়ে নিবে তার দু:খের সারথী দের পাশে নিয়ে।



ঠিক যেন ---

" চলে এসো সব দু:খের সারথি

দু:খের ভোরে

একই স্রোতে মিলেমিশে" (রেসপেক্ট: জেমস)

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪১

লিঙ্কনহুসাইন বলেছেন: হমম পড়লাম ভালো লাগলো । তবে আপনি খুব সুন্দর করে লিখতে পারে

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:০২

পিনিকবাজ বলেছেন: ধন্যবাদ :)

২| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৩

একজন আরমান বলেছেন:
পিনিকবাজের জন্য শুভকামনা। :)

তা পিনিকবাজ কিসে পড়ছে?

আদরে বাঁদর হয় নি (ঠিক ডা: আইজুর মতো---উইথ ডিউ রেসপেক্ট)
হাসতেই আছি। =p~ =p~ =p~

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৪

পিনিকবাজ বলেছেন: হা হা হা

পিনিকবাজ পড়াশুনা খতম দিচে ..:)

৩| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:১৬

সপ্নাতুর আহসান বলেছেন: শব্দের ব্যবহার, উপমাগুলো খুব সুন্দর।

সারারাত নির্ঘুম থেকে ধূসর পিচে বল বাউন্স করানোর চিত্র কর্ম বেশিদিন আঁকা হয়না তার।

গাঢ় অন্ধকারের প্রলেপ পরে স্বপ্নের ক্যানভাস আর রং তুলিতে। পরম যত্নে মুছে ফেলা হয় না আর।


গল্প বেশ ভাল লেগেছে।

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৫

পিনিকবাজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

পাশে থাকবেন। :)

৪| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১:২১

*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার লেখনি। ক্রিকেটের প্রতি সামান্য বিদ্দেষ আছে বলে হয়তো লেখাটা যতসামান্য অনুভূতির বাইরে দিয়ে গেল। আর এই বিদ্দেষটা যতটা না ক্রিকেট কেন্দ্রিক তার চাইতে বেশী মনেহয় যেদিন আমাদের স্কুল মাঠের ঠিক মাঝখানে ক্রিকেটের পিচ বানালো সেটা থেকে। এত শক্ত পিচ যে ফুটবল খেলতে গিয়ে সামান্য আছাড় খেলেও চামড়া ছিলে যেতো।

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৮

পিনিকবাজ বলেছেন: হুম বুঝতে পারলাম আপনার কষ্ট টা।

ধন্যবাদ পড়ার জন্য।

৫| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৫

কাজী মামুনহোসেন বলেছেন: অসাধারন লিখেছেন +++

১৬ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৩

পিনিকবাজ বলেছেন: ধইন্যা :)

৬| ১৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সুন্দর!!

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

পিনিকবাজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৭| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৩

অনিক আহসান বলেছেন: সুন্দর লিখা। আরো লিখুন

১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৭

পিনিকবাজ বলেছেন: ধন্যবাদ ভাই

৮| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: মুক্ত'র কাহিনী পড়লাম নাকি নিজেরটা ঠিক বুঝলাম না !!
ঝামেলায় ফেলে দিলেন !

পিনিকরাজ নামটা সার্থক আপনার !

১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৯

পিনিকবাজ বলেছেন: এহেম এহেম :) মাননীয় মন্ত্রী মহোদয় আমি আবার স্পীকার হয়ে গ্লাম।

"পিনিকবাজ"

ধন্যবাদ

৯| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৫

আরজু পনি বলেছেন:

অনেক সুন্দর প্রকাশ !

ভালো লাগা রইল পিনিক...


ভাবছি অনুসারিত লিস্টিটা নিয়মিত দেখার অভ্যেস করাটা জুরুরী হয়ে গেছে।।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৫১

পিনিকবাজ বলেছেন: আরজুপু ধইন্যা।

আপনার জন্যও অনেক শুভ কামনা।

B:-/

১০| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২০

পিনিকবাজ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.