![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম টা মনে হয় রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেলো শেষ পর্যন্ত!!!
এইতো সেদিন আমরা ভেংগে
তুমি আর আমি হয়ে গেছি
শহরের সব উত্তাল প্রাণবন্ত পথ
আজ
নিকোটিনের চাদর বুকে টেনে রাখে
যতটুকু পথ সমান্তরাল চলেছি
ঠিক তার অসীম বিপরীত পথ
এঁকে দিবো আজ শহর জুড়ে
পাশেই আছি
সমান বিপরীতে
সমান্তরাল বিপরীতে
অথবা তুমুল বৃষ্টির মাঝে
তীব্র রোদ হয়ে
তীব্র রোদে পুড়ে যাক
নীরব নিথর বৃষ্টির কোমল অবয়ব
অথবা ঘুমের ঔষুধের রাতে
ঘুমহীন অসহ্য কালো অন্ধকার
তোমার খুব মন খারাপের একলা রাতে
বুনো হায়েনার মতো উল্লসিত আমি।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
পিনিকবাজ বলেছেন: ধন্যবাদ
অনেক শুভ কামনা
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
সেলিম আনোয়ার বলেছেন: এইতো সেদিন আমরা ভেংগে
তুমি আর আমি হয়ে গেছি...শুরুটা চমৎকার লাগলো ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৬
পিনিকবাজ বলেছেন: আসলে সব কিছুতেই এমন হয়। শুরুটা ভালো থাকে কিন্তু পরে আর রিদম ধরে রাখতে পারিনা।
ধন্যবাদ ভালো থাকবেন।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
টাপুর বলেছেন: Valo lekhecho kobi !
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৭
পিনিকবাজ বলেছেন: শুভ কামনা রইলো
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর ! প্রতি লাইনে স্পেস কিছুটা দৃষ্টিকটু করে দিয়েছে মনে হয় !
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
পিনিকবাজ বলেছেন: ধন্যবাদ অভি।
হুম আমারও তাই মনে হচ্ছে কিন্তু থাকনা একটু এমন
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০
রাজসোহান বলেছেন: তোমার খুব মন খারাপের একলা রাতে
বুনো হায়েনার মতো উল্লসিত আমি।
হরর কবিতা
০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৮
পিনিকবাজ বলেছেন: হররররররররররর
ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
শায়মা বলেছেন: অনেক ভালো লাগা ভাইয়া।