![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক লোক কোদাল দিয়ে গর্ত খুঁড়ছে। পাশ দিয়েই যাচ্ছিল এই গ্রামের আরেক লোক। সে জিজ্ঞেস করল, ‘কিরে, গর্ত খুঁড়ছিস কেন?’
‘ছবি তুলব তো, তাই গর্ত খুঁড়ছি।’
‘ছবি তোলার জন্য গর্ত খুঁড়ছিস, মানে?’
‘হয়েছে কী, আমার হাফ ছবি তুলতে হবে। আর জানিস তো, হাফ ছবি বুক পর্যন্ত হয়। তাই গর্তে নেমে ছবি তুলব। যাতে শুধু বুক পর্যন্ত ওঠে।’
এবার দ্বিতীয় জন বিষয়টা বুঝতে পেরে বলল, ‘তা কয় কপি ছবি তুলবি?’ প্রথম জন জানাল, ‘তিন কপি।’
দ্বিতীয় জন রেগে গিয়ে বলল, ‘আরে বোকার বোকা! তিন কপি ছবি তুললে একটা গর্ত খুঁড়ছিস কেন। আরও দুইটা খোঁড়।’
My Blog
http://plugnplaybd.blogspot.com/
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৪৯
প্লাগ এন প্লে বলেছেন: not a good thanks ......
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:১৪
ফিরোজ-২ বলেছেন: হা হা হা
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৪৬
তুষার শুভ্র বলেছেন: নট ব্যাড!