![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) ১৮১৭ সালে Baron von Drais প্রথম বাই সাইকেল তৈরি করেন যেটার কিনা চালানোর জন্য কোনও প্যাডেল ছিল না। মানুষ নিজে হেটে এটি চালাতও !
২) নিউজিল্যান্ড সর্বপ্রথম মহিলাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা প্রদান করা হয়
৩) মিশরীয়রা বরাবরই বিড়ালভক্ত। প্রাচীন আমলে তারা বিড়াল এতোটাই ভালবাসতো যে, পোষা বিড়ালের মৃত্যুর শোকে চোখের ভ্রূ ফেলে দিতো
৪)সিগারেট লাইটার আবিষ্কার হয় ম্যাচ বক্স এর আগে !
৫)ডাকটিকেটের পেছনে প্রথম আঁঠা লাগানোর পদ্ধতি চালু করে সিয়েরা লিয়ন নামের আফ্রিকা মহাদেশের দেশটি। সালটা ছিলো ১৯৬৪।
৬)চা আবিষ্কার হয় চীনে, আজ থেকে প্রায় ৩ হাজার বছর আগে। ফুটন্ত পানিতে ভুলে কিছু চা পাতা পড়ে গিয়ে এই পানীয় তৈরি হয়ে যায়। নিউ ইয়র্কে ১৯০৯ সালে টমাস স্যুলিভান প্রথম টি-ব্যাগের প্রচলন করেন
৭)কম্পিউটারে সাথে ব্যাবহারের জন্য প্রথম মাউস আবিষ্কার করেন Douglas Englebart নামের ভদ্রলোক ,১৯৬৪ সালে সেটি বানানো হয়েছিলো কাঠ দিয়ে!
৮) ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার আমলে তৈ্রি একটি কেক পৃথিবীর সবচেয়ে পুরানো কেক হিসাবে বিবেচনা করা হচ্ছে।যা প্রায় ১১৩ বছর ধরে আজও অক্ষত আছে
৯) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা হোয়াইট হাউসে থাকেন। কিন্তু এ বাড়িটির নাম কেন সাদা বাড়ি? কেন এর রঙ সাদা? ১৮১৪ সালে আগুন লেগে ভবনটির ব্যাপক ক্ষতি হয়। গায়ে কালো এবং বাদামী ছোপ পড়ে গিয়েছিল। পরে সাদা রঙ করে ঢেকে দেয়া হয় কুৎসিত দাগগুলো। তারপর থেকে এ ভবন 'হোয়াইট হাউস' নামে বিশ্বব্যাপী পরিচিত।
১০) বিখ্যাত ইংরেজ রসায়নবিদ অ পদার্থবিজ্ঞানী হেনরি ক্যাভেনডিশের (১৭৩১ - ১৮১০) কাছে তখনও তড়িৎ পরিমাপের কোন যন্ত্র ছিলনা। তিনি নিজের শরীরই বিদ্যুৎ সঞ্চালন করে তড়িৎ প্রাবাহের শক্তি উপলব্ধি করেন। তারপরও তিনি বেচেঁ ছিলেন অনেকদিন।
১১) প্রাচীন রোমে মানুষের মুত্র কাপড় ধোয়ার সাবানের বিকল্প হিসাবে ব্যবহার করা হয়েছে। মুত্রের অন্যতম উপাদান অ্যামোনিয়া ছিল এর কারণ।
১২) ১০০ বছর আগেও বোর্নিওতে মানুষের মাথার খুলি মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো।
১৩) ব্যাংক অফ আমেরিকার আসল নাম ছিল ব্যাংক অফ ইতালি।
১৪) ১৬৮৭ সাল পর্যন্ত ঘড়িতে ঘন্টার কাঁটা ছাড়া অন্য কোন কাঁটা ছিলনা।
১৫) মোনালিসাকে নিয়ে অনেক রহস্য ঘিরে আছে। বলা হয় লিওনার্দো ডা ভিঞ্চি নাকি মোনালিসার ঠোট আঁকতেই ১০থেকে ১২ বছর কাটিয়েছিলেন !
১৬) প্রাচীন চীনে নারীদের চিকিৎসার ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল। চিকিৎসকরা মেয়েদের শরীরের কোন অংশ অনাবৃত করে দেখতে পারতেন না। অসুস্থ মহিলা রোগী দেখতে হলে প্রথমে হাতির দাঁতের উপর খোদাই করা একটি ছোট নারী মূর্তি আনা হোত। এরপর পর্দার ওপাশ থেকে রোগিনী তার শরীরের যে অংশে সমস্যা, মূর্তির সেই অংশ চিহ্নিতকরনের উপর নির্ভর করে চলত চিকিৎসা।
১৭) জার্মানির গুটেনবার্গ ১৪৪০ সালে মুভেবল টাইপ রাইটার উদ্ভাবন করেন। এই ছাপাখানায় তিনি ল্যাটিন ভাষায় ১৪৫৫ সালে বাইবেল ছাপেন। এটিই বিশ্বের প্রথম মুদ্রিত বই।
১৮) ভেসলিন আবিস্কারক Robert Chesebrough প্রতিদিন সকালে এক চামচ ভেসলিন খেতেন !
১৯) Nalanda পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় যা বর্তমানে পাকিস্তানে অবস্থিত। খ্রিস্টের ৪২৭ বছর পর এটি প্রতিষ্ঠিত হয়েছিলো ।
২০) কোকাকোলা প্রথমে ছিল সবুজ ।
২১) ১৮৯৫ সালে এক্স-রে উদ্ভাবন করার পর উইলিয়াম রনজেন বিপদেই পড়ে গিয়েছিলেন। একদল সাংবাদিক লেখালেখি আরম্ভ করল যে এটি আসলে পিপিং টমের (যে চুরি করে অন্যের নগ্নতা দেখে) কাজ করবে। এই প্রচারনা এমন পর্যায় গেল যে নিউজার্সিতে এক আইন পাশ করে 'এক্স-রে অপেরা কাঁচ ব্যবহার নিষিদ্ধ করা হলো। ব্রিটিশরা আরেক কাঠি উপরে। লন্ডনের বাজারে 'এক্স-রে রোধক অন্তর্বাস ছাড়া হলো।
২২) টুথব্রাশ আবিস্কার হয় ১৪৯৮ সালে ।
২৩) বিদেশে প্রথম শহীদ মিনারঃ জাপানের রাজধানী টোকিওর ইকেবুকুরো পার্কে ২০০৬ সালের ১৬ জুলাই উদ্বোধন হয়।
My Personal Blog
http://plugnplaybd.blogspot.com/
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৫১
এবিসি১০ বলেছেন: ভালো লাগলো।
বাই দ্য ওয়ে, একটা জিনিস কারেক্ট করে দিন। নালন্দা বিদ্যায়তন ভারতের বিহারে অবস্থিত।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:০৯
তাসনিয়া বলেছেন: জানার কোনও শেষ নেই..... জানার চেষ্টা বৃথা তাই
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২৭
babar_bamni বলেছেন: ৭)কম্পিউটারে সাথে ব্যাবহারের জন্য প্রথম মাউস আবিষ্কার করেন Douglas Englebart নামের ভদ্রলোক ,১৯৬৪ সালে সেটি বানানো হয়েছিলো কাঠ দিয়ে
ভাই ভদ্রলোকের নামটা যেন কি????
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১১
লওল০০৭ বলেছেন: ব্রিটিশরা আরেক কাঠি উপরে। লন্ডনের বাজারে 'এক্স-রে রোধক অন্তর্বাস ছাড়া হলো। লুলরে লুল
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৯
মেগা বাইট বলেছেন:
ভালো লাগলো