নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অারমান অাল শরীফ

PMD(পি এম ডি)

অারমান অাল শরীফ › বিস্তারিত পোস্টঃ

STUDY In Abroad

৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

কানাডা সরকার কর্তৃক ঘোষিত ইমিগ্রেশন প্ল্যান ২০১৭ঃ
কানাডা তিন লক্ষ লোক নিবে......চারিদিকে শুধু কথা একটাই |
খুব ভালো কথা ! কিন্তু কিভাবে নিবে, কাদেরকে নিবে, কে যোগ্য, কে আবেদন করে ভিসা পাবে, সেগুলো নিয়ে কোনো কথা নেই, পড়াশোনা নেই ! খালি পাঁচতারা হোটেলে সেমিনার ...সভা-সমাবেশ ...স্পট রেজিস্ট্রেশন আরো কত্ত কি ? বাঙালী যে মরীচিকার পিছনে সবসময় দৌড়ায়, কানাডায় মাইগ্রেশন নিয়ে এইসব হুলুস্থূল কান্ড তার জ্বলন্ত উদাহরণ ! পকেটে টাকা বেশি হলে যা হয় আর কি ! মিনিমাম কোয়ালিফাইড , IELTS-এ ৬ অথবা ৬.৫ , নরমাল জব এক্সপেরিয়েন্স , কানাডা থেকে কোনো জব অফার নেই তারা অযথা স্বপ্ন দেখবেন না ! এটি যদি এতোই সহজ হতো তাহলে ফার্মগেটে কিংবা গুলিস্তানে এতো লোকের ভিড় থাকতো না ! যাদের অনার্স-মাস্টার্স করা আছে, IELTS- ভালো স্কোর আছে যেমন ৭.০ অথবা ৭.৫, ম্যানেজেরিয়াল লেভেল-এ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন চাকুরীরত, স্পাউস ও সমভাবে মাস্টার্স এবং IELTS- ৬.০ বা ৬.৫ আছে; শুধুমাত্র তারাই নতুন নিয়মে আবেদন করে ইমিগ্রেশনের বাকি ফর্মালিটিজ পূরণ সাপেক্ষে নিজেকে যোগ্য ও প্রতিষ্ঠিত করতে পারবেন ! তাও পুরু ব্যাপারটি নির্ভর করে পুল-এ উঠে আসা ড্র-এর পয়েন্ট এর উপর !
অতএব, যারা facebook কিংবা বিভিন্ন পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দেখে কানাডা যাবার স্বপ্নে বিভোর, তাদেরকে বলবো, অহেতুক দৌড়াদৌড়ি করে অর্থ, সময়, শ্রম ও স্বপ্ন-কে নষ্ট করবেন না ! অতএব, নিজেকে সময় দিন, পরিবারকে সময় দিন.....অনলাইন-এ প্রচুর স্টাডি করুন , সরকারি ওয়েবসাইট ভালোকরে পড়ুন এবং নিজের উপর আস্থা আনুন !
(Collected)
CSC or Chinese Government Scholarship (Bachelor/Masters)
সম্পর্কে জানতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
https://www.facebook.com/scholarship4china/
Address: Khilji Road, Shyamoli, Dhaka.
Cell: 01814 095 950, 01784 457 062

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২

বিজন রয় বলেছেন: আমি কখনো বাইরে যাবো না।
দেশেই থাকবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.