![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" এখন ও যদি ঘুমিয়ে থাক ননির পুতুল হয়ে,
সব নারী ধর্ষণ হলে করবে কারে বিয়ে? "......রহিম
উদ্দিন।
___________________
এই এক মাসে মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে প্রচারিত ধর্ষণের ঘটনা ৮৩ টি। এর মধ্যে গন ধর্ষণ ১৫ জন। ধর্ষণ করে হত্যা করা হয়েছে ৯ জন।
সূত্র: প্রথম আলো ০৫/০৮/১৫ইং।
না জানি আমাদের অজান্তে রয়েছে আর ও কত ঘটনা!
এখনি প্রতিরোধ গড়ে তোলার উপযুক্ত সময়। আন্দোলন করতে হবে সারা দেশে একসাথে! যারা আমার সাথে আন্দোলনে যুক্ত হতে চান, যোগাযো করবেন। আমার স্ট্যাটাস টি পড়ার পর সবাই কপি করে
পোষ্ট/ শেয়ার করবেন। আর নিচে আমার
ফেইজবুক আইডি দেওয়া আছে। ( কপি কৃত পোষ্ট এর
জন্য)।
fb id: Rahim Uddin ( freedom writer)
২| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২২
কবি হাইড্রা বলেছেন: আপনি কি একজন ধষর্িতাকে বিয়ে করতে রাজি? কেউ রাজি হবে না। তাই বললাম, সবাই ধষর্ন হ্ওয়ার আগে প্রতিবাদ করতে।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৯
দেওয়ান তাহমিদ বলেছেন: " সব নারী ধর্ষণ হলে করবে কারে বিয়ে " লাইনটা অত্যন্ত জঘণ্য ছিলো। কোনো নারী ধর্ষিতা হওয়ায় তাকে বিয়ে করতে যদি আপত্তি থাকে আপনার, তবে তা অবশ্যই নিন্দনীয়। ধর্ষক আর তাদের সমর্থকদের রহেকে আপনার দূরত্ব বেশি নয়।