নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসহাবে কাহাফ

কবি হাইড্রা

কবি হাইড্রা › বিস্তারিত পোস্টঃ

ধর্ষিত জুলাই \'১৫ ইং

০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০১

" এখন ও যদি ঘুমিয়ে থাক ননির পুতুল হয়ে,
সব নারী ধর্ষণ হলে করবে কারে বিয়ে? "......রহিম
উদ্দিন।
___________________
এই এক মাসে মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে প্রচারিত ধর্ষণের ঘটনা ৮৩ টি। এর মধ্যে গন ধর্ষণ ১৫ জন। ধর্ষণ করে হত্যা করা হয়েছে ৯ জন।
সূত্র: প্রথম আলো ০৫/০৮/১৫ইং।
না জানি আমাদের অজান্তে রয়েছে আর ও কত ঘটনা!
এখনি প্রতিরোধ গড়ে তোলার উপযুক্ত সময়। আন্দোলন করতে হবে সারা দেশে একসাথে! যারা আমার সাথে আন্দোলনে যুক্ত হতে চান, যোগাযো করবেন। আমার স্ট্যাটাস টি পড়ার পর সবাই কপি করে
পোষ্ট/ শেয়ার করবেন। আর নিচে আমার
ফেইজবুক আইডি দেওয়া আছে। ( কপি কৃত পোষ্ট এর
জন্য)।
fb id: Rahim Uddin ( freedom writer)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৯

দেওয়ান তাহমিদ বলেছেন: " সব নারী ধর্ষণ হলে করবে কারে বিয়ে " লাইনটা অত্যন্ত জঘণ্য ছিলো। কোনো নারী ধর্ষিতা হওয়ায় তাকে বিয়ে করতে যদি আপত্তি থাকে আপনার, তবে তা অবশ্যই নিন্দনীয়। ধর্ষক আর তাদের সমর্থকদের রহেকে আপনার দূরত্ব বেশি নয়।

২| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২২

কবি হাইড্রা বলেছেন: আপনি কি একজন ধষর্িতাকে বিয়ে করতে রাজি? কেউ রাজি হবে না। তাই বললাম, সবাই ধষর্ন হ্ওয়ার আগে প্রতিবাদ করতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.