![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতে হিন্দু-মুসলিম দ্বন্দের নানা ঘটনায় ক্ষুব্ধ দেশটির ক্রিকেট তারকা হরভজন সিং। ভারতীয় এই স্পিনার এবার বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ফাইনাল ম্যাচকে উপলক্ষ করে এ নিয়ে তাঁর ক্ষোভের কথা জানিয়েছেন। জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারে নিজের এই ক্ষুব্ধ মনোভাব তুলে ধরেছেন তিনি।
গতকাল অনুষ্ঠিত ফাইনালে বিশ্বকাপ পেল ফ্রান্স। তাদের সঙ্গে সমানতালে লড়ে রানার্সআপ হলো ক্রোয়েশিয়া। ইউরোপের এই দেশের জনসংখ্যা ৫০ লাখের কাছাকাছি। এমন জনসংখ্যা ভারতের বেশির ভাগ রাজ্যের চেয়ে কম। ভারতের চেয়ে আয়তনেও অনেক ছোট দেশটি। ভারতের জনসংখ্যা শত কোটি ছাড়িয়েছে অনেক আগে।
ক্রোয়েশিয়া সবাইকে মাত দিয়ে পৌঁছে গিয়েছিল বিশ্বকাপ ফাইনালে। চ্যাম্পিয়ন হতে না পারলেও তাদের ফুটবল–নৈপুণ্যে মুগ্ধ গোটা বিশ্ব। হরভজনের খেদোক্তি প্রকাশ পেয়েছে তাঁর টুইটার বার্তায়। তিনি লিখেছেন, ‘৫০ লাখের জনসংখ্যার একটা দেশ ক্রোয়েশিয়া বিশ্বকাপ ফাইনাল খেলছে। আর আমরা ১৩৫ কোটির দেশ হিন্দু-মুসলমান খেলছি।’
হরভজন তাই দেশের মানুষের ধর্মান্ধতার এই খেলা বন্ধের আহ্বান জানিয়েছেন। মনোভাব পাল্টানোর আহ্বান জানিয়েছেন তিনি। হিন্দিতে লিখেছেন, ‘সোচ বদলো, দেশ বদলেগা।’ অর্থ হলো, ‘ভাবনা বদলাও, তাহলে দেশ বদলাবে।’
prothom alo
২| ১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৭
পলিন আহামেদ বলেছেন: Dhonnobad
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১১
ভ্রমরের ডানা বলেছেন:
খুবই গুরুত্ববহ কথা! দেশ বদলাতে সময় লাগবে!