নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never regret anything that made you smile

পলিন আহামেদ

Never regret anything that made you smile

পলিন আহামেদ › বিস্তারিত পোস্টঃ

গাঙ্গিনারপাড় মসজিদ

১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৪



আমরা যারা ময়মনসিংহ শহরের বাসিন্দা আমার মনে তারাই বলতে পারে গাঙ্গিনারপাড়ে একটা মসজিদ আছে। আর বাহিরের লোকজন আজান শুনে অথবা মসজিদের মিনার দেখে বুঝতে পারবে যে, এখানে মসজিদ আছে। তবে মসজিদে ঢুকার জন্য রাস্তা খুজতে খুজতে হয়তো ফরজ নামাজই শেষ হয়ে যাবে। আর ওযু খানার কথা ভাবলে শুধু অতিতকে মনে পরে। মনে পরে, বৃত্তাকার পানি থৈ থৈ করা চারিদিকে মুসুল্লি ভরা ওযু করার দৃশ্য। মনে পরে ওযু করার সময় কিছু রঙ্গিন মাছের আনাগোনা। ওযু খানার মাঝে সুন্দর ফোয়ারা।
আজ যেখানে আমরা প্রতিনিয়ত মসজিনের আধুনিকায়নে উদার সেখানে শুধু গাঙ্গিনারপাড় মসজিদ এর দায়িত্বে থাকা লোকেরাই ভিন্ন। যেখানে সুন্দর ওযু খানা ভেঙ্গে, এস্তেনযারের জায়গা আধুনিক না করে দোকান তৈরি করে ব্যবসা শুরু করেছে। আগে কি কখনো দোকান ছাড়া মসজিদ পরিচালিত হয়নি?

হায়....আফসোস....
মসজিদ এর জায়গা আজ ব্যবসার জায়গায় পরিনত হচ্ছে। আর সেটা আমার নিজের শহরে, চোখের সামনে। আজ হয়তোবা অনেকেই হকার্স মার্কেটের আগুন নিভানোর জন্য যখন পানির জন্য আর্তনাদ করছিলো তখন হয়তোবা কারো কারো মনে সেই ওযু খানার কথাটাই মনে পরছিলো।


আমার লেখাটা কাওকে কষ্ট দেবার উদ্দেশ্যে নয়।
আমার লেখায় ও ভুল হতে পারে।
আমার জানার ও ভুল হতে পারে।
তবে ভালো দিকগুলোই আমরা গ্রহন করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.