![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" Mucize " Turkish এই শব্দটাকে ইংরেজীতে রুপান্তর করলে দাড়ায় Miracle বাংলায় যার অর্থ " আলৌকিক। আমাদের চারপাশে মাঝে মাঝে এমনকিছু ঘটনা ঘটে যায় যা আদৌ ঘটা সম্ভব কি না তা নিয়ে আমাদের কৌতূহল কমে না। না টার্কিশ এ সিনেমাটি তেমন বড় ধরনের কোনো Miracle নিয়ে নয়, ভালোবাসার যে অসীম ক্ষমতা রয়েছে তার ই একটি উদাহরন মাত্র।
মানুষ বলে প্রেম ভালবাসা নাকি একটি স্বর্গীয় জিনিস, একজন মানুষের ভালোবাসা মানুষের জীবনে এমন কিছু পরিবর্তন ও এনে দিতে পারে যা অন্য কিছু দিয়ে সম্ভব নয়।
সত্য কাহিনীর উপর নির্মিত এ সিনেমার গল্পটা একজন স্কুল শিক্ষক, একদল গ্রামবাসী ও একজন প্রতিবন্ধী যুবক কে ঘিরে
১৯৬১ সালের কোনো এক সময় তুরস্কের একজন সরকারি স্কুলশিক্ষক জনাব মাহির ( Talat Bulut ) কে বদলি করা হয় দেশের কোনো এক প্রত্যন্তপর্বত গ্রামে। কিছুটা পথ বাসে, কিছুটা পথ হেটে নদী পেরিয়ে সেই দূর্গম গ্রাম! । যাতে কখনও পৌঁছোই নি শিক্ষার আলো, নেই বিদ্যুৎ আর গ্রামের একটা অংশের পেশা সেখানে ডাকাতি। গ্রামে পড়াতে এসে মাহির দেখেন গ্রামে আসলে কোনো স্কুল ই নেই! । তাই সম্পূর্ণ নিজ খরচে মাহির তৈরী করেন নতুন বিদ্যালয় । স্কুলে বাচ্চাদের পড়াশোনার কার্যক্রম শুরু হয়। সিনেমার আরেকটি মূল চরিত্র আজিজ ( Mert Turak) , সে গ্রামের মাতব্বরের ছেলে, শারিরীকভাবে অক্ষম হওয়ার কারনে গ্রামের বাচ্চাদের ও অনেকের হাসির খোরাক সে! , তাই মিঃ মাহির সিদ্ধান্ত নেন তাকে তিনি তার স্কুলে পড়াবেন। বাকি গল্পের প্রায় পুরোটাই সেই আজিজকে ঘিরে।
অভিনয়ে টার্কিশরা কম যায়না, শিক্ষকের ভূমিকায় Talat Bulut অসাধারন ছিলেন। মূল চরিত্রের আরেকটি আজিজ যাতে নিজের অভিনয়ের দক্ষতা দেখিয়েছেন Mert Turak! , একজন প্রতিবন্ধীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার অভিনয় আমার এতটাই বাস্তব ও ন্যাচারাল মনে হয়েছে যে Interval এ সিনেমা পজ করে Google করে শিওর হয়েছিলাম যে সে আসলেই প্রতিবন্ধী কি না? ! ।
Mahsun Kirmizigul পরিচালিত সিনেমাটির IMDB রেট 7.6/10 , সিনেমা বিষয়ক ফেসবুক গ্রুপগুলোতে এর সিনেমার প্রশংসা দেখেননি এমন সিনেমাপ্রমী খুজে পাওয়া দুস্কর!, সো দেখী দেখী করেও যাদের দেখা হয়ে উঠেনি এ সিনেমাটি তারা সময় করে দেখে ফেলুন।
©somewhere in net ltd.