![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রযোজক হচ্ছেন, যিনি একটি প্রজেক্ট প্রযোজনা করেন। অর্থাৎ, তিনি প্রডিউসার। বেশির ভাগ ক্ষেত্রে অভিনয়-কুশলীদের সিডিউল নেওয়া থেকে।শুরু করে নির্মাণকালীন বিভিন্ন খরচের ব্যায়ভার একজন প্রযোজক বহন করে থাকেন। পরবর্তীতে সিনেমা/নাটক মুক্তি পেলে তা বিভিন্ন সিনেমা হল ও টিভি চ্যানেলে কিংবা, বিপনীসত্ত্ব ও সিডি-ডিভিডিসত্ত্ব বিক্রয় করে মুনাফা অর্জন করে থাকেন তিনি।
পরিচালক হচ্ছেন, যিনি পুরো চলচিত্র বা, নাটক পরিচালনা করবেন। অর্থাৎ, ডিরেক্টর হিসেবে তাকে আমরা চিনি। তার কাজ, চিত্র নাট্যটিকে যথাসম্ভব বাস্তবসম্মত ও আকর্ষণীয় করে ফুটিয়ে তোলার জন্য কুশলীদের অভিনয় ও ক্যামেরা-লাইট- ক্রেন-রেল-শেড ইত্যাদি প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
বলা যায়, আমরা সাধারণত সিনেমা বা, নাটকে একটা গল্পকে দেখি ডিরেক্টর বা, পরিচালকের চোখে। তিনি যত সুন্দর করে একটি গল্পকে নিজের মনের চিত্রপটে সাজাতে পারেন, ততটাই ভালো হয় তার সিনেমা বা, নাটক।
©somewhere in net ltd.