![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মামুন ম. আজিজ একে একে স্বপ্নগুলো সব হেঁটে হেঁটে ঐ চলে যাচ্ছে নরকের মাঝে আর একা একা স্বর্গের পানে হাঁটছি আর ভাবছি, স্বপ্নহীন হয়ে থাকা সেই স্বর্গে এক পরাজিত আত্মা গল্প কবিতা লিখবে কিভাবে [email protected] Blood Group: A+ http://mamunma.blogspot.com/
পথিকের পথে পথে স্বপ্ন
মামুন মঞ্জুরুল আজিজ
প্রথম প্রকাশ: একুশে বইমেলা 2006
মূল্য : 85.00 টাকা
পৃষ্ঠা:110
প্রকাশক: নির্মল পাল, আজকাল প্রকাশনী, 38/04, বাংলাবাজার, ঢাকা-1000
প্রচ্ছদ : মামুন মঞ্জুরুল আজিজ
(ক্লোজআপহাসি)
প্রথম পাতার কবিতা-------
পথিক
(1)
প-- পথের পর পথ এসে জড়ো হয় পথিকের সীমানায়।
থি-- থির অবস্থানে ক্ষণিক থমকে স্বপ্নের মাঝেও ছুটে
আসে কত শত পথ।
ক-- কখনও হঠাৎ নতুন পথ পুরাতন হয়ে যায় আর
পথিক পথিক হয়েই রয় পথের সমৃদ্ধতায়।
(2)
প-- পথের মাঝে থেমে যায় পথিক সন্ধ্যাবেলা।
থি-- থিক থিক কাদায় আটকে যায় পা।
ক-- কত কিছু বলার থাকে পথিকের, বলা হয়না।
(3)
প-- পথের টানে পথিক চলে যায় দূর দূরান্তে চেনা অচেনায়।
থি-- থিতু হয় পথিকের প্রাণ কখনও অভিজ্ঞতায়।
ক-- কবিতার মাঝে বেঁচে ওঠে তাই অনেক অনেক স্বপ্ন।
পথিক হৃদয়
আমার পথিক হৃদয়
পথ হারা নয়,
হলুদ সাদা দাগ
দূর হতে দূরে চলে যায় ;
কখনও হঠাৎ দু'পা থমকে দাঁড়ায়
স্বপ্নে দেখা কোন নন্দিত সীমানায়।
আমার পথিক হৃদয়
স্বপ্ন হারা নয়,
হলুদ সাদা দাগে
স্বপ্নের ডাক শোনা যায় ;
কখনও হঠাৎ দু'চোখ সম্মুখে দৃষ্টি মেলায়
পথে পথে দেখা কোন নন্দিত আঙ্গিনায়।
17.02.2002
20তম পাতার কবিতা-------
চলমান
ঝাঁকে ঝাঁকে জোনাকী পোকা থমকে আছে,
চলছে আঁধার- পূব থেকে পশ্চিমে,
সময় চলছে উপর নিচে কিংবা নিচে উপরে
আর আমি থমকে দক্ষিণে।
বসন্ত চলে গেছে সেই কবে, মরে গেছে
মেঘ থেকে ঝরে পড়া সাদা ফুল।
সবুজ ঘাস সকালে ডেকেছিল, রাতের আঁধারে
সবুজ আর কালো মিলেমিশে পৃথুল।
সাদা বকের সাদা ডানা আঁধারের উল্টোপথে পথ ভুলে
ভুলিয়ে দিল হঠাৎ মনে উদয় হওয়া ভাবনা।
অনেক অনেক দূর থেকে যেন কানে বাজে
ট্রেনের বিকট শব্দ, ট্রেন চলছে কোন এক দিকে
প্রকৃতিও উল্টোপানে ;
জীবন চলছে, না চলছে মরণের গাড়ী --কে জানে ?
05.07.2005
105 তম পাতার কবিতা-------
মৃতু্যর গন্ধ
শকুনের একপাল
এসেছিল কাল
আমার ঘরের আঙ্গিনায়।
মৃতু্যর গন্ধ পেঁৗছেছিল
ওদের তীব্র অনুভূতির নাকে।
মেঘে মেঘে ঘন্টা বাজিয়েছিল কেউ
ঘুম ছেড়ে জাগাতে আমাকে।
মৃত মন নিয়ে যখন দেহ নড়ে ওঠে
মেঘ হতে কান্না ঝরিয়েছিল কেউ খুশিতে।
জলে জলে মৃতু্য গন্ধ প্রসারিত হলো।
শকুনের পাল বিভ্রান্ত হয়ে যায়
মৃতু্যর গন্ধের চতুর্মুখী বিসতৃতীতে।
শকুনের বিচ্ছিন্ন পাল
বিচ্ছিন্ন হতে হতে মৃত সাগরের
ধূ ধূ দৃষ্টিতে বিলীন হয়ে যায়।
মৃত মন নিয়ে চলতে শুরু করে
পূর্ণ সজীবতা প্রাপ্ত বৃষ্টি স্নাত দেহ।
হঠাৎ চোখে ধরা পড়ে
কোন এক শকুনরে মুখ হতে খসে পড়া
সুতীক্ষ্ন দীর্ঘ হাড়।
সে হাড় দিয়েই মৃত মনের শুকনো মাটিতে
শুরু হলো চাষ।
মনে নতুন আবাদের স্বপ্ন নিয়ে
গড়ে উঠল নতুন আবাস।
মৃতু্য গন্ধ হারিয়ে গেল
হারিয়ে যাওয়া মৃতু্যর সাথে।
আজ সকালে নব অরুণালোয় দেখলাম
শকুন নয়,রঙিন একটি ছোট পাখী
আদর করে চুমু খাচ্ছে
সতেজ ফুলের কুড়ির গালে।
04.05.2005
শেষ পাতার কবিতা-------
অশনি সংকেত
অশনি সংকেত ;
ছোট্ট ঘরে ক্ষুদ্র ছাদ নয়,
বিশাল আসমান ছাদ হয়ে মাথার উপরে ;
রাতে কভূ কভূ তারা ঝলকায়,
আনন্দ আনন্দ আশেপাশে
কোথাও আমাদেরই কাছে
সংকেত তারই।
অশনি সংকেত-
বাকী অংশের বিশালতা জুড়ি।
পূর্ণিমা চাঁদের
এলোমেলো মেঘের ছিটে ফোঁটায়
ভরপুর বলয়,
ঝড়ের আভাসে দুলে ওঠা
রঙিন রঙিন আলোয়,
ছোট্ট ঘরে খোলা ছাদের বাসিন্দার
মনে নিভে যাওয়া চুলোয়
পোড়া পোড়া ছাই, গরম
ধোঁয়া খেয়ে খেয়ে পেট ভরে তাই।
অশনি সংকেত
গোধূলীর লালরেখা আর
ভোরের সবুজ চাতালে, ধোঁয়ার সূত্র ধরে কুয়াশা কুয়াশা রঙে
অস্পষ্ট হয়ে পড়ে ;
ছোট্ট ঘরে ভূমির হাহাকারে
পদ উদ্দীপনায়
ছাদে উঠতে চায় বাসিন্দা।
ছাদের আকাশ ...... সূর্যের অভিজাত তাপ ....... অশনি সংকেতে কে কে খায় খাপ ? 18.10.2005
বি: দ্র: মামুন ম. আজিজ এর কপি রাইট সংরক্ষণ এবং অনুমতি সাপেক্ষ প্রকাশিত হলো এই BLOG এ
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৭:৪৩
পথিক!!!!!!! বলেছেন: ধন্যবাদ আলী।
আমি শীঘ্রই আমার ও
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:২৩
পথিক!!!!!!! বলেছেন: ফরিদ ভাই ।
এইটা গতবছরের বই।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০০৮ রাত ১১:৫০
সারিয়া তাসনিম বলেছেন:
রেখে দিলাম
৫| ০৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:২০
পথিক!!!!!!! বলেছেন: থ্যাঙ্কু
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ সকাল ৯:৩৩
অতিথি বলেছেন: বইটি কি পেতে পারি! ঠিকানা
আলী প্রাণ,
স্টেশন রোড, শ্রীমঙ্গল-3210।
[email protected]