নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানতে, জানাতে এলাম।

আমি একজন সরল, সোজা মানুষ। সত্য বলতে, জানতে, জানাতে পছন্দ করি।

ভুলে ভরা জিবন

সত্য সুন্দর, সত্য পথে চলি, সত্য কথা বলি।

ভুলে ভরা জিবন › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র কাকে বলে? কত প্রকার ও কি কি? উদাহরণসহ ব্যাখ্যা

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:২০

প্রশ্ন: গণতন্ত্র কাকে বলে?

উত্তর: গণতন্ত্রের পুথিগত সংজ্ঞা আমরা সবাই জানি। কিন্তু বাস্তবতার সাথে পুথিগত বিদ্যার মিল না থাকায় তার সংজ্ঞা বদলে গেছে। বাস্তব সংজ্ঞা হচ্ছে- ‘যে তন্ত্রে দেশ চালালে জনগণের টাকা নিজের টাকা হয়ে যায়, দেশের সম্পদ নিজের সম্পদ হয়ে যায়, দেশ বিক্রি করে বিদেশে সম্পদের পাহাড় বানানো যায়, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণেরই ভোটে জয়ী হওয়া যায়, জনগণকে খুব সহজেই বোকা বানানো যায়, উন্নয়নের নামে বিদেশী ষড়যন্ত্র (এজেন্ডা) বাস্তবায়ন করা যায়, দেশ ও জনগণের স্বার্থবিরোধী বৈদেশিক চুক্তি করা যায়, সর্বোপরি পবিত্র দ্বীন ইসলাম উনার বিরোধিতা করা যায় এবং ইচ্ছে মতো দেশ চালানো যায়- তাকে গণতন্ত্র বলে।



প্রশ্ন: গণতন্ত্র কত প্রকার ও কি কি?

উত্তর: গণতন্ত্র সাধারণত দুই প্রকার। একশালী গণতন্ত্র ও টাকশালী গণতন্ত্র।

ব্যাখ্যা ও উদাহরণ: একশালী গণতন্ত্রের তত্ত্ব অনুযায়ী ক্ষমতাসীন সরকার কৌশলে নিজের ইচ্ছে মতো ক্ষমতায় থাকতে পারে। রাজতন্ত্রের মতো একতরফা দেশের শাসন কায়িম করতে পারে। এ সুবিধা গণতন্ত্রে আছে। উদাহরণ- এদেশে প্রধান দুই দলই ক্ষমতায় গেলে এমন ব্যবস্থাই করে।

টাকশালী গণতন্ত্র বলতে বোঝায়, দেশের অর্থনৈতিক উন্নতি হোক বা না হোক সরকারের (মন্ত্রী/এমপি/আমলা…Wink অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত। উদাহরণ- গণতান্ত্রিক সরকারের এবং বিরোধী দলের (সাবেক সরকার) প্রত্যেকের নিজস্ব বাড়ি আছে, গাড়ি আছে, দেশে-বিদেশে ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা আছে কিন্তু এদেশের জনগণের প্রতেকের নিজের বাড়ি নেই, প্রত্যেকের নিজস্ব গাড়ি নেই, প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্ট নেই বা অ্যাকাউন্টে প্রচুর টাকা নেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৫

উড়োজাহাজ বলেছেন: ঘণতন্ত্র!

২| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২

নতুন বলেছেন: গনতন্ত্র হইলো শেখ হাসিনা বা খালেদা জিয়া কোন সিদ্ধান্ত নিয়া তা দলের সবাইকে জানান এবং দলের সবাই হাসিমুখে মেনে দেন....

মেডাম সিন্ধান্ত নিয়েছেন... বলে মিছিল/ব্যনার নিয়ে রাস্তায় নামেন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.