নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন এমন একটি রেলগাড়ি! যার কোনো সঠিক পথ নেই!

অজান্তের পথিক

পরিবর্তন চাই

অজান্তের পথিক › বিস্তারিত পোস্টঃ

একুশ এবং চেতনা ব্যবসায়ী

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

ফেব্রুয়ারী মাস আসলেই কিছু চ্যানেল কিংবা মানুষের এর ভাষার প্রতি ভালোবাসা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় যেন ভাষার জন্য ভালোবাসা একমাত্র তাদেরই আছে

টেলিভিশন তেমন একটা দেখি না কিন্তু দুই দিন আগে কতিপয় এক চ্যানেল এ একটি রিপোর্ট দেখলাম "ফেব্রুয়ারী মাস এলেই ভাষার ছড়াছড়ি কিন্তু অন্যান্য সময় আমরা কি করি???"

তো ভালো শিরোনাম ভালো লাগল কিন্তু মূল রিপোর্ট এ গিয়েই গলদ!!
তারা শহীদ মিনারে অবস্থান করা লোকদের টার্গেট করল এবং শুরু তাদের জেরা করা!

-আপনি জুতা নিয়ে কেন উঠেছেন?
-একুশে ফেব্রুয়ারী কারা শহীদ হল
-ভাষা সৈনিক কতজন
কিংবা একুশের চেতনা বলতে আপনি কি বুঝেন?

মানলাম প্রশ্ন গুলো ভালো কিন্তু হঠাৎ যেকোনো মানুষকে প্রশ্নগুলো করলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলব তারাও পারবে না!! কারন উপস্থিত ক্যামেরা কিংবা অপরিচিত কারও কাছে যেকোনো প্রশ্নই কঠিন
কিংবা আপনাদেরই হঠাৎ আমি প্রশ্ন করি?
যে স্বাধীনতা দিবস কবে?
এখানেও আমি বলতে পারব ভুল আবশ্যক!!!!!

তেমনি ফেব্রুয়ারী মাস আসলে শুরু হয় মানুষের ভাষাপ্রেম সকালে তাদের চিনাই যায় না!
তাহারা ভাষাবিদ তাহারা জ্ঞানী

-আরে আরে কি করছ তোমরা বাংলিশ কেন?
-কেন ইংরেজী এর উপর এত জোর?
-বাংলা কেন বিকৃত করছ?
-এই যুবসমাজ গেল
-এফ এম এ ইংরেজী গান কেন? হিন্দি কেন?

অত:পর রাতে তাদের বাড়িতেই হিন্দি সিরিয়াল এর ছড়াছড়ি কিংবা বেবিডল নামক বালা এর উপস্থিতি!!!!!!

তো কেন এত কথা???
আমার প্রশ্ন এখানেই?? ওই একই প্রশ্ন অন্যান্য সময় আপনারা কই থাকেন ভাই???? আপনাদের মতে আমরা না হয় ভাষাকে মনে করি না!!! কিংবা ভাষা শহীদের প্রতি আমাদের সম্মান নেই (তথাকথিত চেতনা ব্যবসায়ীদের মতে)
তো সারা বছর আপনারা কোথায় থাকেন?

ভাষা এর চেতনা মন থেকে আনতে হবে! লোক দেখানোর জন্য ভাষা প্রেম নয়!!
ভাষা এর প্রতি ভালোবাসা সবারই আছে প্রত্যেক মুহুর্তে আছে তার মানে এই না যে তারা চিল্লায় বলতে হবে!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.