![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকৃতির সাথে একাত্ম হওয়াই আমার চেষ্টা
এক শিক্ষক তাঁর এক চালাক অথচ ফাঁকিবাজ ছাত্রকে নিয়ে মহাবিপদে পড়ল। যে রচনাই তাকে লিখতে দেয় সে কোনরকমে কুমির প্রসঙ্গ নিয়ে এসে সেটাকে কুমিরের রচনা বানিয়ে নেয়। যেমন- বাড়িতে আমরা মা, বাবা, ভাই, বোন নিয়ে বসবাস করি। বাড়ি আমাদের নিরাপদ আশ্রয়। তাই নদী নালার ধারে বাড়ি বানানো উচিৎ নয়। কেননা নদীতে কুমির আছে। আর আমরা জানি কুমির একটি হিংস্র প্রাণী। কুমিরের চারটি পা, একটি লেজ এবং মুখ ভর্তি ধারালো দাঁত আছে। সারা গায়ে কাঁটা-- ইত্যাদি। যাতে সে কুমির প্রসঙ্গ আনতে না পারে সেজন্য অনেক ভেবে শিক্ষক রচনার বিষয় নির্বাচন করলেন- পলাশীর যুদ্ধ। এবারও অসাধারণ দক্ষতার সাথে ছাত্রটি লিখল- পলাশীর যুদ্ধ বাংলার ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা। এই যুদ্ধে নবাব সিরাজ-উ-দৌল্লার বাহিনী ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হয় এবং বাংলা পরাধীন হয়ে পড়ে। বিশাল আকারের নবাব বাহিনীর জন্য এই যুদ্ধ জয় করা কোন ব্যাপারই ছিল না। কিন্তু যুদ্ধের ময়দানে নবাব মীর জাফরকে বিশ্বাস করে যেন খাল কেটে কুমির আনলেন। আর আমরা জানি কুমির একটি হিংস্র প্রাণী ....।
‘চালাক ফাঁকিবাজ হলে, সব শিক্ষাই যায় বিফলে।’
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
কামরাজ বলেছেন: ধন্যবাদ মোঃ খালিদ সাইফুল্লাহ্ সুন্দর মন্তব্যের জন্য
২| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮
পৃথিবীর আলো বলেছেন: টিভিতে এই জোকটা দিয়ে একটা পারফরমেন্স দেখেছি। অসাধারণ ছিল সেটা। অভিনেতাও চমৎকারভাবে পারফর্ম করেছেন এবং সেটা আরও বড় ছিল।ভাল লাগল। পুরোটা পেলে আরও ভাল লাগত। যতটুকু মনে পড়ে, " ...........সারা গায়ে কাটা.... এর বদলে "আর আমরা জানি কুমির একটি হিংস্র প্রাণী। কুমিরের চারটি পা, একটি মুখ এবং একটি লেজ আছে। আর জানেনই তো কুমিরের লেজ খাজকাটা....খাজকাটা....খাজকাটা......"।
১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
কামরাজ বলেছেন: ধন্যবাদ পৃথিবীর আলো সুন্দর মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৩
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: মজা পাইলাম!