![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকৃতির সাথে একাত্ম হওয়াই আমার চেষ্টা
কার্তিক মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে সোমবারে ত্রেতা যুগের উৎপত্তি। এর পরিমাণ ১২,৯৬,০০০ বছর। অবতার সংখ্যা তিন। বামন, পরশুরাম, শ্রীরামচন্দ্র। পুণ্য তিন ভাগ, পাপ এক ভাগ। সূর্য বংশের শাসক- ব্রহ্ম, মরীচি, কাশ্যপ, সাবর্ণিক, মনু, ধনু, সুষেণ, হরিদাস, যৌবনাশ্ব, মুচুকুন্দ, শতবাহু, বেন, পৃত্থু, ইক্ষাকু, দ্যোতকর, কৎসর্প, শ্রেষ্ঠধর, ককুৎস্থ, শতঞ্জীব, দণ্ড, হরিষ, বিজয়, হরিশচন্দ্র, রোহিতাশ্ব, মৃত্যুঞ্জয়, মহাপদ্ম, ত্রিশঙ্কু, উচ্চাঙ্গদ, মরুৎ, অনরণ্য, বিকর্ণবাহু, সগর, অংশুমান, অসমঞ্জা, ভগীরথ, অশ্বঞ্জয়, মণি দীলিপ, রঘু, অজ, দশরথ, শ্রীরাম, লব, কুশ। প্রাণ ছিল অস্থিতে। বেদ ছিল ঋগ্বেদ। রূপার পাত্র ব্যবহার করা হত। তীর্থ ছিল নৈমিষ অরণ্য। তারক ব্রহ্মনাম- রাম নারায়ণানন্ত মুকুন্দ মধুসুদন। কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। অর্থাৎ রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসুদন কৃষ্ণ কেশব কংস অরি হরি বৈকুণ্ঠ বামন।
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪
কামরাজ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী আপনার সুন্দর মন্তব্যের জন্য
২| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
শাহ আজিজ বলেছেন: আলাপের পরিধি বাড়ান যাতে আমরা কিছু অসমাপ্ত বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করতে পারি ।
২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪
কামরাজ বলেছেন: ধন্যবাদ শাহ আজিজ আপনার সুন্দর মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪
ঢাকাবাসী বলেছেন: অজানা তথ্য জানলুম। ধন্যবাদ।