নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

ভূত এবং জাতিস্মর ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৩০

ভূতের অস্তিত্ব আছে । ভূতের অস্তিত্ব না থাকলে জাতিস্মরের অস্তিত্ব থাকে না । যেহেতু জাতিস্মরের অস্তিত্ব আছে , সেহেতু ভূতের অস্তিত্ব আছে ।



কিন্তু বিজ্ঞান এখন পর্যন্ত জাতিস্মর এবং ভূতের অস্তিত্ব প্রমাণ করতে পারে নি ।

আর সেজন্য মানুষ এই দুটোকে নিয়ে নানান রকমের মন্তব্য করছে কিংবা করে চলেছে ।

দীর্ঘদিনের প্রচলিত বিশ্বাসকে মানুষ দূরে ফেলে দিতে পারে না ।

জাতিস্মর কাকে বলে ? এর উত্তরে আমি বলতে পারি- যে মানুষ তার পূর্ব জীবনের কথা বলতে পারে , তাকে নাকি জাতিস্মর বলে । এখন পর্যন্ত এই ব্যাখ্যাটাই প্রচলিত আছে । এখন পর্যন্ত সব জাতিস্মরই পূর্বের একটি জীবনের কথা বলতে পেরেছে , মৃত্যুর পর কি ঘটেছিল , সেটা তারা বলতে পারে নি । যার ফলে জাতিস্মরের ব্যাখ্যাটা ঐ রকমই আছে ।



এবার আপনারা সকলে ভাবুন- আমরা সবাই পূর্বজীবনের কথা ভাববার চেষ্টা করছি , কিন্তু সেই রকম কিছু স্মরণে আনতে পারছি না । তাহলে আমরা জাতিস্মর নই ।

আমরা আমাদের ছোট্টবেলার কথা কয়জনে মনে রাখতে পারি ? চেষ্টা করুন , দেখবেন সাউন্ড বা শব্দের ধারণা আনতে পারবেন না , কেবল কিছু ছবির ধারণা অর্থাৎ বাড়ি ,স্কুলের ছবি মনে আনতে পারবেন । তারপর বয়স বাড়লে স্মৃতিশক্তি কমতে থাকে । আমাদের মাথার যখন এইরকম স্মৃতিশক্তি ,তখন একটি ছেলে বা মেয়ে কিভাবে বলছে তার পূর্বজীবনের কথা ?

এর ব্যাখ্যা এখন পর্যন্ত কেউ দিতে পারে নি ।

কিন্তু দেখা গেছে , যা বলছে , স্পটে গিয়ে তার সন্ধান পাওয়া গেছে । মানুষ তখন অবিশ্বাস করতে পারছে না । আবার যারা বেশী বুদ্ধিমান , তারা বলছে , আগে থেকে বাচ্চাটাকে শিখিয়ে দেওয়া হয়েছিল , কিংবা সম্পত্তির লোভে বাচ্চাটাকে ওইসব কথা বলতে শেখানো হয়েছে । আবার কেউ বলছে -আত্মা আবার জন্ম নেয় । আর নানান মানুষের নানান কথা ।

বিজ্ঞান এর কথায় বলি - একটা গান যেভাবে রেকর্ডিং করা হয় এবং যে ভাষায় রেকর্ডিং করা হয় , গানটি বাজালে সেই ভাষায় এবং পর পর সেইভাবে বাজতে থাকে।

মানুষের ক্ষেত্রে বলি - আমরা যেভাবে শুনি , বলার সময় পর পর সেইভাবে বলতে পারি না । একটা গান শোনার সাথে সাথে গাইতে পারি না ।

একজন মানুষের মাথায় স্মৃতিতে যে সব ধারণা থাকে , সেই সব ধারণা তার মৃত্যুর পর ইলেকট্রোম্যাগ্নেটিক ওয়েভ এনার্জির মাধ্যমে অর্ডার ফর্মে বের হয়ে যাবে । এই ধারণা বাতাসের মধ্যে জায়গা করে নিয়ে আগের আকার নিয়ে নেবে । একে আমরা ভূত বলি ।

এই ধারণা বা ভূত এবার কোন গর্ভবতী মহিলার শরীরের বাচ্চার মধ্যে ঢুকে গেলে , আর বের হতে পারবে না । তখন বাচ্চাটা বড় হয়ে ঐ ধারণার কথা বলতে পারবে এবং এই বলাটা রেকর্ডিং এর মতো বলা । বাচ্চাটার মনে হবে এটা বুঝি তার আগের জীবনের কথা - আসলে তার জীবন নয় , অন্যের জীবন ।



আমরা অনেক সময় শুনি ওকে ভূতে ধরেছে । তারপর ওঝা ডাকি । ঝাঁকফুঁক করি। মারধোর করি। আমি বলি - কোনটাই করা উচিৎ নয় । ভূতে ধরা সত্য । নিজেকে চেষ্টা করতে হবে , তাহলে সে চলে যাবে । আমাদের শরীর হলো হিট ইঞ্জিন । অতিরিক্ত এনার্জি শরীরে ঢুকলে শরীর কাজ করতে পারে না । তাই গরমে আমরা হাসফাস করি । ভূত শরীরে ঢোকার অর্থ হল অতিরিক্ত এনার্জি শরীরে ঢুকেছে , তখন শরীর কাজ করতে পারবে না । ভুত শরীরে ঢুকে , বের হয়ে যেতে পারে ।

আর জাতিস্মর যাদের বলছি , তাদের ক্ষেত্রে ভূত, শিশুটি ভুমিষ্ঠ হবার আগেই মায়ের শরীরের মধ্য দিয়ে গর্ভে থাকা শিশুটির মধ্যে ঢুকে যায় এবং শত চেষ্টা করেও ভূতটি আর শিশুটির শরীর থেকে বের হতে পারে না । এই ভূতটি তখন শিশুটির শরীরে থেকে শিশুর মাধ্যমে তার কথা বলে । শিশুটি বুঝতে পারে না , তার মধ্যে ভূত ঢুকে আছে ।এটাই বলি জাতিস্মর ।



সেজন্য কোন গর্ভবতী মহিলাকে একাকী ভর দুপুরবেলায় ,সন্ধ্যাবেলায় গাছতলায় বা পুকুরঘাটে যেতে নেই ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৩৩

জারনো বলেছেন:
আবার ভূত !!!

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৫৮

নষ্ট কবি বলেছেন: :| :|

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৪

জারনো বলেছেন:
আমি নি (?) বলেছেন: আমি ইমানদার মুসলমান।

প্রদিপ দা জাতিস্মর। তিনি পূর্ব জনমের সব জানেন। তার আত্মার মুক্তি চান, তার জন্য প্রার্থনা করুন যেন অচিরেই তিনি মুক্তি পায়।
দেখুনঃ
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.