নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার

আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম, অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

প্রদীপ হালদার › বিস্তারিত পোস্টঃ

আমি কে?

০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৩২


আমি কে?
আমি সীতারাম নন্দী, সিজনা উজনা গ্রাম।
আমি কে?
আমি কৃষ্ণকান্ত নন্দী বেনিয়ান, ওয়ারেন হেস্টিংস।
আমি কে?
আমি রাজা কৃষ্ণনাথ রায়, নিজের হাতে গলা টিপে
মরেছিলাম, স্ত্রী স্বর্ণময়ী।
আমি কে?
আমি বিজয় কৃষ্ণ দুলাল পাল, সোমেন আমাকে জলে ডুবিয়ে
মেরেছিল, কাশিমবাজার রাজবাড়ী।
আমি কে?
আমি হরিদাস মুখার্জী, এথোড়া।
আমি কে?
আমি রমেশ সাহা, খাঞ্জিয়া।
আমি কে?
আমি প্রদীপ, হাত তালি দিয়ে
আনন্দ করি অবশেষে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

ইসিয়াক বলেছেন: আসলে কিছু বুঝলাম না ।

২| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ৮:১১

প্রদীপ হালদার বলেছেন: ঠিকই বলেছেন। প্রথম কথা বলতে বলতে আমার মা ঊর্মিলাকে প্রথম বলেছিলাম। মা তখন আমাকে দাদু রসিকলাল রায়ের কাছে নিয়ে গিয়েছিল। দাদু আমার মুখের কথা শুনে, তার ব্যাখ্যা দিয়েছিল। আজ আমি বড় হয়ে সেই কথা সকলের জন্যে প্রকাশ করলাম। বলুন তো, প্রদীপ কি বলতে চেয়েছিলো শিশুকালে।

৩| ০৯ ই জুলাই, ২০১৯ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: আমি কে?? সত্যিই তো আমি কে??

৪| ১০ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫৪

ভুয়া মফিজ বলেছেন: প্রথম সাত বারে আপনি আপনার পরিচয় উদ্ধার করতে পেরেছেন। কনগ্র্যচুলেশান্স।
অষ্টমবারের কি অবস্থা? অগ্রীম কিছু কি জানতে পেরেছেন? :P

৫| ১০ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:১৮

প্রদীপ হালদার বলেছেন: ঠিকই বলেছেন। সব জানি। অপেক্ষা করুন। জানতে পারবেন। আসলে আমি কে? উত্তর হবে- বিপরীত। আমার ডান হাত, বিপরীতে বাম হাত। আমার ডান পা, বিপরীতে বাম পা। বিপরীত ছাড়া আমরা চলতে পারবো না। সোজা পথ পাবো না। আমার সামনে যা কিছু সবই বিপরীত। দোষ গুণ সবার মধ্যে। অপেক্ষা করুন। সময়ে ঘটবে। সবার সবকিছুর বিপরীত আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.