নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pramanik99

আমার স্কুল জীবনের স্মৃতিগুলো বার বার মনে পড়ে। ফিরে যেতে ইচ্ছে করে সেই দিনগুলোতে।

প্রামানিক

শহীদুল ইসলাম প্রামানিক

প্রামানিক › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ-২ (ঈদের ছুটিতে স্মৃতিময় গ্রামের কিছু ছবি)

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৪


১। গ্রামের পাকা রাস্তা।

২। গ্রামের দৃশ্য।

৩। এই স্কুলের নাম গুনভরী হাই স্কুল। একাত্তুর সালে স্বাধীনতা যুদ্ধের সময় এই স্কুলটি মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। আমি তখন এই স্কুলের ছাত্র ছিলাম।

৪। মাঝখানে রাস্তা দুই পার্শ্বে বাড়ি আর কাঁঠাল গাছের সারি।

৫। ন্যাংটাদের পানি উল্লাস।

৬। একাত্তুর সালে এই স্লুইজ গেটটি ভাংগার জন্য শতাধিক লোকের সাথে আমিও ছিলাম। কোদাল কুড়াল দিয়ে অনেক চেষ্টা করেও ভাংগা সম্ভব হয়নি। অবশেষে দুই পার্শ্বে মাটি কেটে গর্ত করা হয়েছিল। পাক সেনারা পরবর্তীতে এসে গর্ত ভরাট করে চলাচলের রাস্তা সচল করে।

৭। কাজ নাই তাই টাস খেলা। আমি ছবি তুলতে গেলে খেলা বন্ধ করে দেয়।

৮। লম্বা লম্বা কাঁঠাল।

৯। মাইক বাজিয়ে প্লাস্টিক, লোহা-লক্কর ভাঙারী ক্রয় করে।

১০। ডালে ডালে কাঁঠাল।

১১। গ্রামের গরু পালন।

১২। গ্রামের নাপিত, একসময় আমরাও এভাবে মাটিতে বসে তাদের কাছে চুল কেটেছি।

১৩। ভরা বরষায় নৌকা।

১৪। জাগ (পাট পঁচনের জন্য) দেয়ার জন্য পাট স্থানান্তর করা হচ্ছে।

১৫। গ্রামে পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে।

১৬। ধান কাটার পরেও সবুজ গ্রাম।

১৭। খোলা মাঠে গরু চরানোর দৃশ্য।

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৫

বদিউজ্জামান মিলন বলেছেন: জায়গাটা কোথায় ভাইয়া? বাংলার সব গ্রামই অপরুপ সুন্দর। মনে হচ্ছে এ যেন আমারই গ্রাম।

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: ছবিগুলি গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার যমুনা নদীর পাড়ের গ্রাম। সিংড়িয়া, গুনভরী এবং উদিয়াখালী গ্রামের ছবি। ধন্যবাদ ভাই।

২| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫১

শায়মা বলেছেন: ভাইয়া ! কি যে সুন্দর!!!!

আমার যেতে ইচ্ছে করে নদীটির ঐ পারে
যেথায় সারে সারে---------

ডিঙ্গি নৌকা বাঁধা ধারে ধারে......

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন শায়মা। মূল্যবান মন্তব্যর জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

৩| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:১১

আজাদ মোল্লা বলেছেন: অনেক ভালো ছবি ।
অনেক দিন গ্রাম দেখা হয়না ।
আর দুবাইতে দেখবো কি করে ।
আপনার ছবির মধ্যে গ্রাম দেখা হয়েছে ।
ভালো কাজ ।

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আজাদ মোল্লা। আপনার মন্তব্য পড়ে খুশি হলাম। শুভেচ্ছা রইল।

৪| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:২৯

প্রবাসী পাঠক বলেছেন: গ্রাম বাংলার অপরূপ রূপ।

২৯ শে জুলাই, ২০১৫ রাত ২:৪০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক। আন্তরিক শুভেচ্ছা রইল।

৫| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৩:০২

উর্বি বলেছেন: ভালোই

২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৪:১৬

প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন উর্বি। শুভেচ্ছা রইল।

৬| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৩:১৮

গোর্কি বলেছেন: পোস্টে গ্রাম বাংলার সৌন্দর্য্যের চিত্র খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। নস্টালজিক হয়ে গেলাম।।

২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৪:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই গোর্কি। অনেক অনেক শুভেচছা রইল।

৭| ২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৬:৫৬

প্লাবন২০০৩ বলেছেন: সুন্দর, সুন্দর। অপার বাংলার প্রাকৃতিক রূপ আসলেই ভীষণ ভালো লাগল। আরও ছবি চাই।
ধন্যবাদ।

২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৭

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্লাবন ২০০৩ । মূল্যবান মন্তব্যর জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।
দুঃখিত ভুল বশতঃ প্লাবনের জায়গায় পথিক হয়েছিল।

৮| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪০

কহেন কবি কালিদাস বলেছেন: অনেকদিন গ্রামে যাওয়া হয়না । আপনার ছবি দেখে যেতে ইচ্ছে করছে । ভরা বর্ষায় বাংলার গ্রাম,অসাধারণ ।
আপনার আগের পোস্ট (ছবি ব্লগ-১, ঈদের ছুটিতে স্মৃতিময় গ্রামের কিছু ছবি) এর মতই ভাল লাগলো ।

২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কহেন কবি কালিদাস। আপনার মূল্যবান মন্তব্য ভাল লাগল। শুভেচ্ছা রইল।

৯| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৫

প্লাবন২০০৩ বলেছেন: ভাই, কমেন্ট করলাম আমি আর উত্তর দিলেন "পথিক" কে? এ অন্যায়, আমি জোর গলায় প্রতিবাদ জানাচ্ছি। এ অন্যায় মানি না, মানব না।

২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২১

প্রামানিক বলেছেন: দুঃখিত ভাই প্লাবন, রাত তখন পৌনে একটা থাকায় ঘুমের ঘোরে ভুল হয়েছে। ক্ষমা প্রার্থী। আপনার জোর গলার প্রতিবাদ আন্তরিকভাবে মেনে নিলাম।

১০| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৩

হাসান মাহবুব বলেছেন: অনেক সুন্দর। মিঠে মিঠে মেঠোপথ।

২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২২

প্রামানিক বলেছেন: অনেক সুন্দর। মিঠে মিঠে মেঠোপথ।
চমৎকার মন্তব্য। শুভেচ্ছা রইল।

১১| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২২

লেখোয়াড়. বলেছেন:
বাংলার মুখ আমি দেখলাম আপনার ব্লগে।
তাই পুথিবীর মুখ আর খুঁতে না যাই।

+++++++++++++++++++++++++

২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৪

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই লেখোয়াড়। আপনার মূল্যবান মন্তব্যর জন্য শুভেচ্ছা রইল।

১২| ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৬

জেআইসিত্রস বলেছেন: অপরূপ সুন্দরের নাম গ্রাম বাংলা।সতি্যই মুগ্ধকরা সব ছবি।

২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

প্রামানিক বলেছেন: ধন্যবাদ জেআইসিএস। শুভেচছা রইল।

১৩| ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: গ্রাম বাংলার ছবিগুলো হৃদয় ছুঁয়ে গেল!! অনেক ধন্যবাদ প্রামানিক ভাই!!

২৯ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামরুন নাহার আপা। অনেক অনেক শুভেচ্ছা রইল।

১৪| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:২১

সুমন কর বলেছেন: এসব ছবি দেখলে পুরনো সব কথা মনে পড়ে যায়।

সুন্দর।

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:০০

প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.