নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহীদুল ইসলাম প্রামানিক
শহীদুল ইসলাম প্রামানিক
দেবীগঞ্জ তহশীল অফিস।
দেবীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সামনে পুরানো বট গাছ।
দেবী গঞ্জ বাজার।
দেবী গঞ্জ বাজারে মুচি জুতা কালি করছে।
হঠাৎ করেই সংক্ষিপ্ত সফরে গিয়েছিলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জে। ঠাকুর গাঁও যখন বাস পৌঁছে তখন রাত একটা । ঠাকুর গাঁও থেকে অটো রিক্সায় রাতেই গড়েয়ার হাট হয়ে দন্ডপাল গ্রামে চলে যাই। সেখানে আত্মীয়ের বাড়িতে রাত্রী যাপন করে সকাল বেলা চলে যাই দেবীগঞ্জে। হাতে সময় না থাকায় ঐ দিনই আবার ঢাকায় রওনা হই। সংক্ষিপ্ত সময়ের কারণে খুব একটা ঘোরার সুযোগ পাইনি।
করতোয়া নদীর উপর ব্রীজ।
করতোয়া ব্রীজের পূর্ব পাড়।
দেবীগঞ্জ এর নামকরণ নিয়ে দুইটি মত প্রচলিত আছে। একটি মত হলো, এ জনপদটি পূর্বে হিন্দু অধ্যুসিত ছিল। এখানে অনেক দেব-দেবীর মুর্তি পাওয়া যেত। এ সব দেব-দেবীর নাম থেকে দেবীগঞ্জ নামটি হতে পারে। অপর মতটি হলো, সন্যাসী বিদ্রোহের অন্যতম রূপকার ও খ্যাতিমান নেত্রী- দেবী চৌধুরানীর অবাধ বিচরণ স্থল ছিল এ এলাকাটি। এখানকার ঘন বনাঞ্চলে প্রবাহিত করতোয়া, তিস্তা, আত্রাই ও কুড়ুম নদীর বাঁকে বাঁকে বৃটিশদের সাথে কয়েক দফা যুদ্ধে অবতীর্ণ হয়ে বিজয়ী হন এবং এখানকার অধিবাসীদের আশা- ভরসা ও শৌর্য বীর্যের প্রতীক হয়ে উঠেন। দেবী চৌধুরানীর স্মৃতি থেকে এর নামকরণ হয় দেবীগঞ্জ। দেবী চৌধুরানীর প্রধান সহযোগী ভবানী পাঠক এর নামে নিকটস্থ আরেকটি এলাকার নামকরণ করা হয়েছে ভবানীগঞ্জ।
দেবীগঞ্জ সহ পঞ্চগড় জনপদ ছিল কোচবিহার রাজ্যের অন্তর্ভুক্ত। ১৭১১ সালে মোঘল ও কোচবিহার রাজার মধ্যে সন্ধি হয়। রাজা রূপ- নারায়ন কোচবিহার রাজ্য সন্ধিসূত্রে লাভ করেন। ১৭৭৬ সালে মোঘলদের ফকিরকুন্তি নামক ফৌজদারী অঞ্চল প্রাচীন রংপুর জেলায় রূপান্তরিত হয়। ১৮৫৭ সালে প্রশাসনিক সুবিধার্থে তিনটি মহকুমা সৃষ্টি করা হয় এবং এর সর্ব উত্তরের মহকুমার নাম হয় তেঁতুলিয়া। এই তেঁতুলিয়া মহকুমার মধ্যে ছিল বোদা চাকলা এবং দেবীগঞ্জ জনপদ ছিল বোদা চাকলার অধীন। ১৯৮০ সালে ঠাকুরগাঁও মহকুমার আটোয়ারী থানাসহ ৫টি থানা নিয়ে পঞ্চগড় মহকুমা গঠিত হয় এবং ১৯৮৪ সালের ০১ ফেব্রুয়ারী পঞ্চগড় জেলা গঠিত হয় ও দেবীগঞ্জ উপজেলার আত্মপ্রকাশ ঘটে।
সড়ক পথে-ঢাকা থেকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়ক পথে রংপুর পর্যন্ত এবং রংপুর থেকে ৩৫ কিলোমিটার আসলে সৈয়দপুর এবং সৈয়দপুর থেকে উত্তর মুখো হয়ে নীলফামারী জেলা এবং নীলফামারী জেলার ডোমার উপজেলা থেকে ০৬ কিঃমি পশ্চিম উত্তর দিকে আসলে দেবীগঞ্জ উপজেলা পরিষদ।
ব্রীজ থেকে তোলা করতোয়া নদীর দৃশ্য।
খাবার হোটেলে খাবারের মূল্য তালিকা। বাংলাদেশের অন্য কোথাও এত সস্তায় খাসীর মাংস হোটেলে বিক্রি করে কিনা জানিনা তবে দেবী গঞ্জে খাসির মাংসের দাম সব চেয়ে সস্তা মনে হলো। প্রতি পিছ খাসির মাংসের দাম মাত্র ৪০/- টাকা। মাংসের পিছের সাইজ কিন্তু ছোট নয় মোটামুটি বড়ই দেখলাম।
দলিল লেখনে ব্যস্ত দলিল লেখক গণ।
দলিল লেখক ছাউনি।
আসার পথে গড়েয়ার হাট থেকে ঠাকুর গাঁও এলাম পাগলু নামের গাড়িতে। প্রথমে বুঝতে পারি নাই পাগলু কি। পড়ে বুঝতে পেলাম বড় অটোরিক্সাগুলোকেই পাগলু বলে। ঠাকুর গাঁও এসে অটোরিক্সার নতুন নাম পেলাম।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান জাকির। রংপুর থেকে ভালভাবে ফিরে আসেন দেখে আসেন রংপুরের রুপ সৌন্দর্য।
২| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৫
ঢাকাবাসী বলেছেন: বেশ সুন্দর একটা পোস্ট, দেবীগন্জ সম্বন্ধে জানলুম, ছবিগুলো আরো সুন্দর। খাওয়ার দাম টাম তো বেশ কমই মনে হল! বেড়তে পন্চগড় গেছিলুম নব্বই দশকের প্রথম দিকে। এখনকার সঙ্গে তুলনা করা যায় না। ধন্যবাদ।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই ঢাকাবাসী। আপনি পুরানো দিনের কথা মনে করে দিলেন আমি ১৯৭৬সালে পঞ্চগড় গিয়েছিলাম এরপর আর যাওয়া হয় নাই। তখন পঞ্চগড় ছিল ছোট্ট একটি শহর। এখন অনেক বড় হয়েছে। মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।
৩| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৫
সাহসী সন্তান বলেছেন: আপনার মাধ্যমে পঞ্চগড়ের কিছু অসাধারণ ছবি দেখতে পেলাম ভাই! অনেক ভাল লাগলো! শুভ কামনা জানবেন!
আই কি প্রথম হইলাম? তাইলে চা দেন?
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সাহসী সন্তান। আন্নে পেত্থমই ছিলেন ফাঁক দি দু'জন ঢুকি গেছে। শুভেচ্ছা রইল।
৪| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৬
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লেগেছে ইতিহাসভিত্তিক আলোচনা সাথে ছবিগুলো ।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কথাকথিকেথিকথন। অনেক অনেক শুভেচ্ছা রইল।
৫| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৭
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: ভালো একটা ট্যুর দিলেন মনে হচ্ছে। পরীক্ষা চলতেছে তাই ঘোরার কোন উপায় নাই ।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৭
প্রামানিক বলেছেন: হাতে সময় ছিল না যে কারণে মনের ইচ্ছামত ঘোরা সম্ভব হয় নাই। ধন্যবাদ আপনাকে পরীক্ষা শেষে ঘুরতে বেরিয়ে পড়েন।
৬| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৫
সুমন কর বলেছেন: আপনার ভ্রমণ এবং ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সুমন কর। অনেক অনেক শুভ্চেছা রইল।
৭| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪০
শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন ফটোব্লগ। বর্ননাগুলো বেশ ভালোলাগছিলো। ভাই, ওইখানে কি খাসির মাংসের কেজি ঢাকার মুরগীর কেজির মত? একটু জানাইয়েন পারলে। ট্রাক ভর্তি খাসির মাংস আইনা বিজনেস শুরু করমু। পথের মাঝে চাদাবাজ নাইতো?
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৩
প্রামানিক বলেছেন: দেবীগঞ্জে খাসির মাংস তিন শত ষাট টাকা থেকে চারশত টাকার বেশি নয়। গরুর মাংস তিনশত টাকা। তবে দেবীগঞ্জ থেকে খাসি নিয়ে আসার পথে গবিন্দগঞ্জ থেকেই চান্দাবাজি শুরু হবে ঢাকায় খাসি জবাই করার পূর্বমূহুর্ত পর্যন্ত চান্দাবাজি চলতেই থাকবে। যে কারণে দেবীগঞ্জের চেয়ে ঢাকায় মাংসের দাম প্রতি কেজিতে দুইশত টাকা বেশি হয়ে যায়। ধন্যবাদ ভাই শতদ্রু একটি নদী।
৮| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৮
আহলান বলেছেন: সব এলাকার ভুমি অফিস আর দলিল লেখকদের দেখি একই অবস্থা ..... সুপার পোষ্ট ...!
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৫
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই আহলান, সরকারী রাজস্ব অফিসগুলো সব জায়গায় ভাঙাচোরা অবস্থা। ধন্যবাদ আপনাকে
৯| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৯
লালপরী বলেছেন: সুন্দর ছবি ব্লগ প্রামানিক ভাই। নতুন একটি জায়গা ঘোরা হয়ে গেল বিনা পয়সায়
২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৫
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন লালপরী। অনেক অনেক শুভ্চেছা রইল।
১০| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৬
কাবিল বলেছেন: তথ্যসমৃদ্ধ ছবি ব্লগ ভাল লাগলো।
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই কাবিল। অনেক অনেক শুভেচ্ছা রইল।
১১| ২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
দেশের দুরান্চলের মানুষ পেছনে পড়ে আছে, ঢাকা সব গিলে খাচ্ছে।
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩
প্রামানিক বলেছেন: ঠিকই বলেছেন ভাই, সব মানুষ ঢাকামুখী হওয়ায় গ্রামের সুশীতল শ্যামল দৃশ্য নিয়ে কেউ ভাবি না। ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য।
১২| ২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১০
মেহবুবা বলেছেন: দেশের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর আনন্অন্যরকম।
ডোমার গিয়েছিলাম অনেক আগে ।
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ বোন মেহবুবা। আমি ডোমার গিয়েছিলাম ১৯৬৮ সালে অর্থাৎ পাকিস্থান আমলে। মন্তব্যর জন্য শুভ্চেছা রইল।
১৩| ২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১১
মানবী বলেছেন: সহজ সরল জীবনের সুন্দর ছবি।
ঢাকার উপচে পড়ে ভীড়ের পাশে এধরনের স্নিগ্ধ সুন্দর জীবনের ছবি এক ধরনের প্রশান্তি এনে দেয়। প্রযুক্তি নাই বা থাকলো, জীবনের সরলতা আর স্বস্তিটুকু এখনও অবশিষ্ট আছে, এটাই বড় ব্যাপার।
রেস্টুরেন্টের খাবারের মেনু খুব ভালো লেগেছে দেখে :-)
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ প্রামানিক।
২২ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৬
প্রামানিক বলেছেন: গ্রাম্য সরলতা ও স্বস্তি নিয়ে চমৎকার মন্তব্য করেছেন। খুব ভাল লাগল। শুভেচছা রইল।
১৪| ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
একলা চলো রে বলেছেন: আহামরি কোন দৃশ্য নয় এগুলো, খুবই সাধারণ বলেই বোধহয় অন্যরকম ভালো লাগছে। প্লাস!
২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই একলা চলো রে। আপনার মূল্যবান মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।
১৫| ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই সেলিম আনোয়ার। অনেক অনেক শুভ্চেছা রইল।
১৬| ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
শামছুল ইসলাম বলেছেন: ছবি, বর্ণনা ও ইতিহাস - সব মিলিয়ে চমৎকার পোস্ট।
ভাল থাকুন। সবসময়।
২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই শামছুল ইসলাম। মন্তব্যর জন্য অনেক অনেক শুভ্চেছা রইল।
১৭| ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
সাহসী সন্তান বলেছেন: তিন নম্বর হইলেও তো একটা পুরষ্কার পায় শুনছি! সেইটাও কি কপালে জুটবো না? রং চা দুধ চা না হোক এক গ্লাস মিনারেল ওয়াটার?
২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
প্রামানিক বলেছেন: কপালে চা জুটলে পানি এমনিতেই জোটে। খুশি হলাম পুরষ্কার চাওয়ায়। ধন্যবাদ
১৮| ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
জুন বলেছেন: প্রামানিক ভাই ৩ নং ছবিতে যে দেবীগঞ্জের বাজার বলছেন , ঐটা কি পঞ্চগড়ের প্রধান বাজার ? যদি তাই হয় তবে আমি রোডস এন্ড হাইওয়েজ এর বাংলো থেকে রাত্রে বেলা ভ্যানে চড়ে ওখানে একটা রেস্তোরায় চা আর পুরি খেয়েছিলাম । মটর সাইকেল আর সাইকেল দাঁড়ানো ওমন একটা চা এর দোকানে । খুব ভালোলাগলো । মহানন্দার ছবি দিতেন একটা তাহলে আরো ভালোলাগতো । দূরে শিলিগুড়ির পাহাড়ের কথা নাই বা বললাম
+
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ জুন আপা, এটা পঞ্চগড় বাজার নয় পঞ্চগড় থেকে বিশ কিলোমিটার দূরে দেবীগঞ্জ উপজেলা। আপনি যদি পঞ্চগড়ে সৈয়দপুর, নীলফামারী, ডোমার হয়ে গিয়ে থাকেন তা হলে এই বাজারের উত্তর পাশ দিয়ে চলে গেছেন। দেবীগঞ্জের পাশে যে নদী দেখতেছেন এটা করতোয়া নদী।
১৯| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭
আহমেদ রুহুল আমিন বলেছেন: প্রামানিক ভাই , শুভেচ্ছা জানবেন । দেবীগঞ্জে এসেছিলেন সংক্ষিপ্ত সফরে । কেন এসেছিলেন ? সফর কাহিনী ভাল লাগল । কাছেই ঐতিহ্যবাহি কৃষি খামার হয়তো দেখা হয়নি । আবার কখনো এলে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্ট , চা বাগান , আনন্দগ্রাম , ভিতরগড় মহারাজার দিঘী , মোগল আমলের মির্জাপুর শাহী মসজিদ দেখতে আসবেন । ভাল থাকবেন ।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আহমেদ রুহুল আমিন। পঞ্চগড়ে যাওয়ার ইচ্ছা আছে, তবে এভাবে সংক্ষিপ্ত সময় নিয়ে যাবো না একটু বেশি সময় নিয়ে যাবো। ঐতিহাসিক অঞ্চলগুলো ঘুরে দেখার ইচ্ছা আছে। আপনার ঐতিহ্যবাহি অঞ্চলের বর্ননা পেয়ে খুশি হলাম। শুভ্চেছা রইল।
২০| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১১
গেম চেঞ্জার বলেছেন: দলিল লেখকরা বোধহয় খুব ঠাট্টা মশকরা করে একসাথে দিন কাটায় না? ওদের বসাটা ইন্টারেস্টিং লাগলো।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮
প্রামানিক বলেছেন: গ্রামের দলিল লেখকরা এখনও পাটির উপর বসেই কাজ করে। চারদিক দিয়ে ক্রেতা বিক্রেতারা বসে থাকে। কাঠের বাক্সটাই তাদের লেখার টেবিল। ব্রিটিশ আমল থেকে এভাবেই চলে আসছে এখনও চলছে। ধন্যবাদ ভাই গেম চেঞ্জার। শুভেচছা রইল।
২১| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৪
কামরুন নাহার বীথি বলেছেন: দেবীগঞ্জ এর নামকরণ -এর ইতিহাস সহ অনেক সুন্দর সুন্দর ছবি দেখলাম।
অনেক ভাল লাগল প্রামানিক ভাই।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ কামারুন্নাহার আপা, স্বল্প সময়ের জন্য গিয়েছিলাম, যে কারণে ভাল করে বেড়াতে পারি নাই। যতটুকু ঘুরেছি তার মধ্যেই কিছু ছবি তুলে এনেছি। মন্তব্যর জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
২২| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৯
প্রবাসী পাঠক বলেছেন: সুন্দর পোস্ট।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৪
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই প্রবাসী পাঠক। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২
কালের সময় বলেছেন: আমি বছরে দুইবার যাই ভালই লাগে ঠাকুর গাঁও ও পঞ্চগড় এলাকা । ভালোলাগলো ।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৬
প্রামানিক বলেছেন: ঠাকুর গাঁওয়ে আমি আজ থেকে প্রায় ৪০ বছর পর গেলাম। ১৯৭৬ সালে গিয়েছিলাম। ভাল লাগল আপনার মন্তব্য শুভেচ্ছা রইল।
২৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দেবীগঞ্জের ফটো ফিচার
লাগলো আহা বেশ;
খাসির পিস ৪০টাকা!
সত্যি নাকি ঠেশ?
বটের ছবি,বাজারও আছে
করছে মুচি কালি;
নদীর উপর ব্রীজের ছবি
বাহন নেইকো খালি।
ছবি আছে তহসীল অফিস
লেখক লিখেন দলিলে;
ব্যাপারটা কি হেথা কেনো
জমি বেচলে না কিনলে
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬
প্রামানিক বলেছেন: আমি গেলাম ঘুরতে ফিরতে
অন্যে কিনল জমি
দেবী গঞ্জ ভালই লাগল
দুই হাত দিয়ে নমি।
হোটেল খাবার খুবই সস্তা
ভুল বুঝবেন না পাছে
খাসির মাংসের দামটা সেথায়
লাল দাগ দেয়া আছে।
২৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
পঞ্চগড়ের কিছু এলাকা ঘুরে আসলাম।
ধন্যবাদ প্রামানিক ভাই আনন্দময় ভ্রমনের জন্য।
২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৭
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই বঙ্গভূমি রঙ্গমেলায়। অনেক অনেক শুভ্চেছা রইল।
২৬| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৭
আমি ময়ূরাক্ষী বলেছেন: দারুন
২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই আমি ময়ুরাক্ষী। অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৭| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৭
আমিনুর রহমান বলেছেন:
পোস্টে +
আমার শ্বশুড়বাড়ী এলাকা
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৪
প্রামানিক বলেছেন: বলেন কি আপনার শ্বশুর বাড়ি দেবী গঞ্জে? আগে জানলে তো ঠিকানা নিয়ে যেতাম। শুভেচছা রইল।
২৮| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
তারছেড়া লিমন বলেছেন: দিনাজপুর আসলে আওয়াজ দিয়েন। এক চাপ কা খাবার নেমন্তন্ন রইলো।।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৫
প্রামানিক বলেছেন: সামনে যখন যাবো তখন আওয়াজ দেয়ার চেষ্টা করবো। ধন্যবাদ
২৯| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৩
আহমেদ জী এস বলেছেন: প্রামানিক ,
খালি ঘুরছেন আর ঘুরছেন । বুঝতে পারছি জমিজমা নিয়ে মুসিবতে আছেন । নইলে শুরুতে তহশীল আর সাব রেজিস্ট্রি অফিস এবং শেষেও সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের ছবি দিতেন না ।
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬
প্রামানিক বলেছেন: হে হে হে এই তো বুঝতে পারছেন তবে ক্রেতা বিক্রেতা আমি না অন্য জন। ধন্যবাদ ভাই আহমেদ জী এস।
৩০| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৮
আমি মিন্টু বলেছেন: ভাই ওটাতো আমার নানার ও শুশুর বাড়ির এলাকা ।
তা ও এলাকা গুরে কেমন লাগল আপনার ।
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৩
প্রামানিক বলেছেন: আপনার নানার বাড়ি কোথায়? দেবীগঞ্জ ধানের দেশ। এখানে প্রচুর ধান ক্ষেত দেখে এলাম। খালি জমি নাই বললেই চলে। খুব ভাল লাগল।
৩১| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪
হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর ছবি সুন্দর এলাকা!
ভাল লাগলো
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই হাসান কালবৈশাখী, অনেক অনেক শুভ্চেছা রইল।
৩২| ২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:৪৮
চরন বিল বলেছেন: আপনার ভ্রমণ এবং ছবিগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। খুব ভাল লাগে আপনার ব্লগ পড়ে। আপনার লিখা পড়লেই জীবনানন্দের কথা মনে পরে যায়। সেই গ্রাম, সেই ধান ক্ষে্ত।
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩২
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই চরন বিল। আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। অনেক অনেক শুভ্চেছা রইল।
৩৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৭
তৌফিক মাসুদ বলেছেন: পুরোটুকু পড়িনি, তাও শুভকামনা রইল।
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৩
প্রামানিক বলেছেন: ধন্যবাদ ভাই তৌফিক মাসুদ। আন্তরিক শুভ্চেছা রইল।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৯
প্রামানিক বলেছেন: হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাল লাগলো, প্রামানিক ভাই, কাল রংপুর যাচ্ছি বেড়াতে, পরবর্তিতে পঞ্চগড় যাবার ইচ্ছা আছে........