নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুষ্ট ছেলে

http://www.facebook.com/ganza.baba2

্্্আিরফুল ইসলাম

্্্আিরফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

তিন গোয়েন্দা কে হত্যা করল শামছুদ্দিন নওয়াব

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

তিন গোয়েন্দার সাথে আমার পরিচয় হয় ১৯৯৯ সালে ক্লাস ফাইভে পড়ার সময় ।প্রথম পড়া বইটা ছিল ভলিউম ১৬ ।এখন ও স্পষ্ট মনে আছে দক্ষিনের দ্বীপ গল্পটা ।

আমরা কয়েক জন সহপাঠি মিলে তিনগোয়েন্দা পাঠক ফোরাম নামের একটা সংঘটন তৈরি করছিলাম ।আমাদের সংঘটনটার কাজ ছিল নিজেদের তিন গোয়েন্দা বইগুলো এক্সচেইনজ করে পড়া ।মহল্লায় কোন চুরি,ডাকাতি,ছিনতাই কিছু হলে গোয়েন্দাগিরি করে বের করার চেষ্টা করতাম ।যদিও কখনও সফলতার মুখ দেখি নাই ।

২০০৫ সালে এসএসসি পরিক্ষার আগ পর্যন্ত আমাদের তিন গোয়েন্দা পড় অব্যাহত থাকে । ততদিনে পড়া হয়ে যায় ভলিউম ১ থেকে ভলিউম ৬৩ পর্যন্ত।কলেজে ওঠার পর পড়াশুলার চাপে আর তিন গোয়েন্দা পড়া হয়ে উঠে নি ।

আমাদের সময় তিন গোয়েন্দা লিখত বিখ্যাত লেখক রকিব হাসান ।গত কাল বোনের বাসায় বেড়াতে গিয়েছিলাম ।বোনের মেয়েটার কাছে তিন গোয়েন্দা ভলিউম ১১৩ দেখে পুরোনো অভ্যাস বসত পড়তে শুরু করলাম ।কিছুক্ষন পড়ার পড় মনে হল রকিব হাসানের তিন গোয়েন্দাকে হত্যা করেছে শামছুদ্দিন নওয়াব ।লেখার মান এতটা নিচু হয় কিভাবে ।কোথার রকিব হাসান আর কোথায় আপনি । শামছুদ্দিন আপনি কিভাবে কিশোর রবিন মুসা চরিত্র গুলোকে পানশে বানিয়ে দিলেন ?

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

ঝড়007 বলেছেন: এ জন্যই এখন পড়া বাদ দিয়ে দিয়েছি

২| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭

তূর্য হাসান বলেছেন: আপনার পোস্টে কমেন্ট করার জন্যই শুধু লগইন করলাম।
ছেলেবেলায় তিন গোয়েন্দা খুব পড়তাম। তবে ভলিওম না। সিরিজের প্রথম বই থেকেই। কতগুলো পড়েছি ঠিক সংখ্যা মনে নেই। তবে মনে পড়ে অপেক্ষার কথা। নিয়মিত মফস্বলের বুকস্টলে খোঁজ নেওয়ার কথা। আমরা তিন বন্ধু ছিলাম কিশোর, রবিন, মুসার মধ্যে নিজেদের খুঁজে ফিরতাম।
আপনি শামছুদ্দিন নওয়াব সম্বন্ধে যে অভিযোগ করেছেন তা ঠিক মানতে পারলাম না। আপনার কি শামছুদ্দিন নওয়াবের আসল পরিচয় সম্বন্ধে জানা আছে? না থাকলে জানার চেষ্টা করুন। তারপর মন্তব্য করুন।

৩| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

উৎস১৯৮৯ বলেছেন: শুধু হত্যা নয়। হত্যা করে লাশও গুম করে দিয়েছে। :(( তিন গোয়েন্দা নিয়ে আমার একটা লেখা রয়েছে। চাইলে পড়তে পারেন। Click This Link

৪| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

্্্আিরফুল ইসলাম বলেছেন: তূর্য হাসান ভাই আমি ছামছুদ্দিন নওয়াব এর পরিচয় জানি না বাট উনার লেখা আমার ভাল লাগে নাই ।

৫| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪

ভবঘুরের ঠিকানা বলেছেন: শামছুদ্দিন নওয়াব এর বিচার চাই !!!

৬| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫

্্্আিরফুল ইসলাম বলেছেন: উৎস১৯৮৯ এ হত্যার বিচার কার কাছে চাইব সেবা প্রকাশনী কাছে না রকিব হাসানের কাছে ?

৭| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

ম্যাংগো পিপল বলেছেন: আপনার চেয়ে আমি বেশ পুরান পাপী ;) ;)

৮| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭

্্্আিরফুল ইসলাম বলেছেন: ভবঘুরের ঠিকানা বিচার চেয়ে কি হবে ১৯৭১ লাখ লাখ মানুষ হত্যার বিচারই আমরা পেলাম না আর এটা ত একটা বই এর চরিত্র ।

৯| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮

্্্আিরফুল ইসলাম বলেছেন: ঝড়007 ওর লেখা পড়ার চেয়ে না পড়াই ভাল

১০| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২

্্্আিরফুল ইসলাম বলেছেন: ম্যাংগো পিপল :-/

১১| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভলিউম ৭৫ এর মতো পড়ে বাদ দিয়ে দিয়েছি, সামসুদ্দিন নওয়াব এর লেখা গল্প নিয়ে ৫ টি ভলিউম পরে আছে, দেখতেও ইচ্ছা করে না।

তবে দোষ রকিব হাসান এর। উনি এটা ছেড়ে দিয়ে শেষ করে ফেলেছেন, উনার লেখা পড়তে কতো রাত ঘুমাইনি তার হিসেব করে বলা সম্ভব হবে না।

এটা উনি অন্যায় করেছেন। অনেক পাঠক এর নিয়মিত সঙ্গী ছিল তিন গোয়েন্দা, সিরিজ লেখকদের অনেক আপোষ করতে হয় পাঠক এর স্বার্থে, উনি সেটা পারেন নাই, উনাকে ব্যর্থ আখ্যা দিতে চাই। স্টিল উনি আমার সবথেকে প্রিয় লেখকদের একজন।

১২| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪

্্্আিরফুল ইসলাম বলেছেন: দিকভ্রান্ত পথিক আমি যতটুকু জানি রকিব হাসান সেবা প্রকাশনীর মাইনে প্রাপ্ত লেখক ছিলেন বই এর রয়েলিটি বাবদ কোন টাকা উনি পেতেন না ।

১৩| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৭

মুহিব বলেছেন: হতে পারে। কিন্তু আমার ধারনা পাঠকের মৃত্যু হয়েছে।

১৪| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১

দূখীমানবি বলেছেন: মামলা করা হোক

১৫| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

ফালতু বালক বলেছেন: হাছা কথা X( X( X( X(

১৬| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৬

্্্আিরফুল ইসলাম বলেছেন: মুহিব হয়ত ঠিকই বলছেন ।থ্রিলার পড়ার বয়সই হয়ত চলে গেছে আমাদের।

১৭| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

্্্আিরফুল ইসলাম বলেছেন: দূখীমানবি এতে হাই কোটে মামালার সংখা একটা বাড়বে আর কোন লাভ হবে না ।

১৮| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৮

এম এম কামাল ৭৭ বলেছেন: কিশোর পাশা, মুসা আমান, রবিন মিলফোর্ড কি আকর্ষনীয় চরিত্র গুলো ছিল।

আমার শুরু হয়েছিল কঙ্কাল দ্বীপ দিয়ে। গল্পের কাহিনী যেন এখনো চোখের সামনে ভাসে।

১৯| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

্্্আিরফুল ইসলাম বলেছেন: এম এম কামাল ৭৭ কংকাল দ্বীপ পড়ার পড় স্বপ্নে দেখছিলাম আমি সোনার মোহরের উপর শুয়ে আছি ।

২০| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

রিমন রনবীর বলেছেন: আসলে রকিব হাসানই শামসুদ্দিন নওয়াব। নিজের লিখা সম্পর্কে কনফিডেন্ট না হলে সেটা শামসুদ্দিন নওয়াবের নামে চালিয়ে দেন :D

২১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯

প্রিতী ইসলাম বলেছেন: দূখীমানবি বলেছেন: মামলা করা হোক

২২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭

সাইফ সানি বলেছেন: তূর্য হাসান বলেছেন: আপনি শামছুদ্দিন নওয়াব সম্বন্ধে যে অভিযোগ করেছেন তা ঠিক মানতে পারলাম না। আপনার কি শামছুদ্দিন নওয়াবের আসল পরিচয় সম্বন্ধে জানা আছে? না থাকলে জানার চেষ্টা করুন। তারপর মন্তব্য করুন।

শামসুদ্দিন নওয়াব কাজী আনোয়ার হোসেনের ছদ্মনাম। কিন্তু তিন গোয়েন্দা সিরিজে লেখার মান যদি তুলনা করেন রকিব হাসানের লেখা (তিন গোয়েন্দা সিরিজে) অনেক ভালো। কাজী আনোয়ার হোসেনের লেখা মাসুদ রানাতেই ভালো মানায়।

২৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

্্্আিরফুল ইসলাম বলেছেন: রিমন রনবীর আপনার ধারনা সম্পূর্ন ভুল ।

২৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

্্্আিরফুল ইসলাম বলেছেন: প্রিতী ইসলাম মামলা করেই দিব ভাবতেছি

২৫| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২

্্্আিরফুল ইসলাম বলেছেন: সাইফ সানি সহমত ।

২৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০০

আহমাদ জাদীদ বলেছেন: রকিব হাসানের সিরিজ ছেড়ে দেয়ার পর তিন গোয়েন্দা বন্ধ করে দিলেও এতটা দুঃখ পেতাম না, যতটা বিরক্ত হয়েছি উদ্ভট রকমের হাস্যকর কাহিনী দিয়ে ভলিউম ১১৩ পর্যন্ত নিয়ে আসা হয়েছে দেখে ।

২৭| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

্্্আিরফুল ইসলাম বলেছেন: আহমাদ জাদীদ ভলিউম ১২৬ পর্যন্ত মনে হয় আছে ।

২৮| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

আমি ই মিসির আলি বলেছেন: কাজী আনোয়ার হোসেন বিদ্যুৎ মিত্র ছদ্মনাম এ বই লিখতেন।
রকিব হাসান ও ছদ্মনাম এ রোমহর্ষক সিরিজ লিখতেন।
শামসুদ্দিন নওআব নাকি কোন লেখক এর নাম না।সেবা প্রকাশনীর ই তরুন ও নতুন অনুবাদকরা বিদেশি লেখক দের সায়েন্স ফিকশন আর এমিলের গোয়েন্দা বাহিনি টাইপের বই থেকে অনুবাদ বা চুরি করা।
শামসুদ্দিন নওয়াব কোন লেখক এর নাম না।
রকিব হাসান ও সেবা প্রকাশনি ছাড়ার পরে অধুনা প্রকাশনি তে কয়েকটা তিন গোয়েন্দা লিখেছিল।

২৯| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

্্্আিরফুল ইসলাম বলেছেন: আমি ই মিসির আলি হতে পারে ।

৩০| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

্্্আিরফুল ইসলাম বলেছেন: আমি ই মিসির আলি হতে পারে ।

৩১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭

টিনটিন` বলেছেন: এখন তিন গোয়েন্দা রহস্য বাদ দিয়ে জাদুর ট্রি হাউসে করে ঘুরে বেড়ায়। আর ক্লাসের টিচারকে এলিয়েন বলে সন্দেহ করে, পরে দেখা যায় আসলেই উনি এলিয়েন। :P :D

৩২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭

আহমাদ জাদীদ বলেছেন: ১২৬ পর্যন্ত হইলে তো আরো বড় ট্রাজেডী :(( :(( :(( এত টানতে গিয়া সিরিজটার ১২টা বাজায়ে দিছে :( :( :(

৩৩| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০

্্্আিরফুল ইসলাম বলেছেন: টিনটিন এখন তিন গোয়েন্দা পড়লে মনে হয় রূপকথার রাজ্যে চলে এসেছি ।

৩৪| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

্্্আিরফুল ইসলাম বলেছেন: আহমাদ জাদীদ সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.