![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলা থেকেই বই পাগল একটা ছেলে আমি ।বই পেলে নাওয়া খাওয়া ভুলে যেতাম ।আমার জীবনে পড়া বিভিন্ন সময়ের সেরা ২৫ টি বই এর একটি তালিকা করলাম ।
মুক্তিযুদ্ধ বিষয়ক আমার পড়া সেরা বই
০১। মা- আনিসুল হক ।
০২। একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম ।
০৩। আমার বন্ধু রাশেদ- জাফর ইকবাল ।
০৪। জোসত্না ও জননীর গল্প
০৫। শঙ্খনীল কারাগার-হুমায়ুন আহমেদ ।
০৬। পূর্ব পশ্চিম -সুনীল গঙ্গোপাধ্যায় । (এট শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনাই লিখেনি দেশ বিভাগের আনেক ঘটনাই এখানে আছে )
ওপার বাংলার লেখকদের লেখা প্রিয় কিছু বই
০৭। সরল সত্য- সুনীল গঙ্গোপাধ্যায় ।
০৮। সেই সময়- সুনীল গঙ্গোপাধ্যায় ।
০৯। প্রথম-আলো- সুনীল গঙ্গোপাধ্যায় ।
১০। লা লুই বেঙ্গলি-মির্জা গালিব ।
১১। দুরবীন- শীর্ষেন্দু ।
১২। উত্তারাধিকার- সমরেশ মজুমদার ।
১৩। কালবেলা- সমরেশ মজুমদার ।
১৪। কালপুরুষ- সমরেশ মজুমদার ।
১৫। সাত কাহন- সমরেশ মজুমদার ।
১৬। গর্ভধারিনী- সমরেশ মজুমদার । (সমরেশ মজুমদার আমার প্রিয় লেখক তাই তার বই এর সংখা ইকটু বেশী হল)
১৭। কাছের মানুষ
১৮। প্রথম প্রতিশ্রুতি-(লেখক মনে হয় সুচিত্রা মিত্র )
বাংলাদেশী লেখকদের লেখা প্রিয় বই ।বাংলাদেশী লেখকদের মূলত আমি হুমায়ুন আহম্মেদ ও জাফর ইকবালের বই এই পড়ি ।উনাদের সব বই ই ভাল লাগে ।নিদৃষ্ট করে উনাদের কোন বই এর নাম লিখলাম না ।
স্কুল লাইফে পড়া প্রিয় বই গুলো-
১৯। ট্রেজার আইসল্যান্ড
২০। রবিনসন ক্রুসো
২১। দুষ্টু ছেলের দল
২২। শার্লক হোমস
২৩। ফেলুদার গোয়েন্দাগিরি- সত্যজিত্ রায় ।
২৪। তিন গোয়েন্দা সিরিজ- রকিব হাসান ।
২৫। মাসুদ রানা সিরিজ- কাজী আনোয়ার হোসেন ।
আপনারা কোন কোন বই গুলো পড়েছেন ?আর আমার তালিকায় আপনাদের প্রিয় কোন বই গুলো বাদ পড়েছে ।
ফেইসবুকে আমি - http://www.facebook.com/dusta.chele1
২| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫
্্্আিরফুল ইসলাম বলেছেন: আপনার লিশ্টের বইগুলোর মধ্যে ১ আর ৭ লাম্বারটা পড়া হয় নাই বাকি গুলো পড়ছি।@অর্ফিয়াস
৩| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯
পথহারা সৈকত বলেছেন: ওরে.......!! আপনি তো অনেক পড়ুয়া......অ.....নে......ক বই পরেছেন.......
প্রিয় ভাই,
দুনিয়ার সর্বকালের সেরা বইটা পড়ার অনুরোধ রইল।
৪| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮
্্্আিরফুল ইসলাম বলেছেন: কোরআন এর কথা বলতেছেন ।ওটা ইচ্ছা করেই দেই নাই ।@পথহারা সৈকত
৫| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩
বোকামানুষ বলেছেন: ১,২,৭,২১ পড়া হয় নাই
আর ২৩,২৪,২৫ পড়েছি তবে সবগুলো পড়া হয় নি
১০। লা লুই বেঙ্গলি-মির্জা গালিব পড়ে থাকলে এর উত্তর হিসেবে মৈত্রী দেবীর লিখা ন হন্যতে অবশ্যই প্রিয় তালিকায় আসবে আমার কাছে লা লুই বেঙ্গলির চেয়ে অনেক বেশি ভাল লেগেছে ন হন্যতে
১৮। প্রথম প্রতিশ্রুতি-লেখক মনে হয় সুচিত্রা মিত্র না আশাপূর্ণা দেবী
বাংলাদেশের সব বই ভাল লাগলেও কয়েকটা নাম দিলে ভাল হতো
ভাল পোস্ট, ভাল থাকবেন
৬| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩
ল্যাটিচুড বলেছেন: ৭,১৭,১৮ ছাড়া সবই পড়া।
মুক্তি যুদ্ধের উপর লেখা - সেরা বইগুলো অধিকাংশই এখনো আপনার সম্ভবত পড়া হয়নী। তবে মুক্তি যুদ্ধের উপন্যাস হিসাবে আনিসুল হকের 'মা' ও হুমায়ূন আহামেদের 'জোসত্না ও জননীর গল্প' সত্যিই অসাধারণ।
৭| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭
বোকামানুষ বলেছেন: লা লুই বেঙ্গলি মির্চা ইলিয়াদের লিখা
৮| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২
্্্আিরফুল ইসলাম বলেছেন: প্রথম প্রতিশ্রুতি-লেখক আশাপূর্ণা দেবী হবে ধন্যবাদ ভুলটা ধরিয়ে দিবার জন্য ।নহ নতে পড়ার ইচ্ছা আছে নেক্সট নিলক্ষেত গেলে কিনে ফেলব । আর হুমায়ুন আহম্মেদের কোন বইটা রেখে কোনটার নাম দিব ঠিক করতে পরি নাই দেই নাই । @বোকামানুষ
৯| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪
্্্আিরফুল ইসলাম বলেছেন: না না লা লুই বেঙ্গলি মির্জা গালিব আমি শিওর । @বোকামানুষ
১০| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬
্্্আিরফুল ইসলাম বলেছেন: মুক্তিযুদ্ধ বিষয়ক আরো কিছু বই আমারও পড়ার ইচ্ছা আছে ।@ ল্যাটিচুড
১১| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯
বোকামানুষ বলেছেন: মির্চা ইলিয়াদের আরেক নাম হয়ত মির্জা গালিব হতে পারে আমি জানি না কিন্তু ভাইয়া আপনি একটু কষ্ট করে গুগল সার্চ করে দেখেন দেখবেন ওখানে লা নুই বেঙ্গলীর লেখকের নাম মির্চা ইলিয়াদ দেয়া
ভাল থাকবেন ভাইয়া
১২| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২
্্্আিরফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ @বোকামানুষ
১৩| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২২
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: আহা জীবনটা এত ছোট কেন?
যত বই কালেকশন করছি সব হয়তো পড়ে শেষ করতে পারবো না।
১৪| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
জ্যাক রুশো বলেছেন: বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম,।
নুই বেঙ্গলীর লেখকের নাম মির্চা ইলিয়াদ
১৫| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
জ্যাক রুশো বলেছেন: Click This Link
ডাউন লোড লিঙ্ক
১৬| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
্্্আিরফুল ইসলাম বলেছেন: পিডিএফ রিডার বা আইটেবে এ বই পড়লে তাহলে জ্যাম এর মধ্যে বসে না থেকে টাইমটাকে কাজে লাগানো যায় @ আব্দুল্লাহ সিদ্দিকী
১৭| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
্্্আিরফুল ইসলাম বলেছেন: বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম পড়ার ইচ্ছা আছে @ জ্যাক রুশো
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৭
অর্ফিয়াস বলেছেন: ১. মোটর সাইকেল ডায়েরীজ- চে গুয়েভা
২. বিবর্ন তুষার - জাফর ইাকবাল
৩. একজন দুর্বল মানুষ- জাফর ইকবাল (সুপার ডুপার)
৪. ১৯৭১ - হুমায়ুন আহমেদ
৫. একজন মায়াবতী- হুমায়ুন আহমেদ
৬. ম্যাক্সিম গোর্কির আত্মজীবনী
৭. ছবির দেশে কবিতার দেশে- সুনীল
৮. দুচাকায় দুনিয়া- বিমল মুখার্জী