নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনসুর আবদুল্লাহ

My Mind To Me A Kingdom Is.

মনসুর আবদুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক এবং জঙ্গি উভয়ই একই গোত্রীয় ছাগু

৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:১৫

নাস্তিক এবং জঙ্গি উভয়ই একই গোত্রীয় ছাগু। এক ছাগু আরেক ছাগুরে মারছে। সমস্যা এইখানে না, সমস্যা অন্য জায়গায়।

এই যে তথাকথিত "অনলাইন একটিভিটিস্ট" নাস্তিক ওয়াশিকুর রহমান বাবুকে হত্যা করা হলো। নৃশংসভাবে চাপাতি দিয়ে কুপিয়ে। এখন গোটা বিশ্ব কি জানতেছে? বাংলাদেশ নামক রাষ্ট্রে একজন "প্রগতিশীল মুক্তমনা" কে দিনে দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মাদ্রাসার ছাত্র অর্থাৎ জঙ্গিরা খুন করেছে।
জানার পরে তারা কি মন্তব্য করবে? "আরে, ওইদেশে তো এগুলা অলওয়েজ ঘটে। জঙ্গি রাষ্ট্র। কয়দিন আগেও এরকম একজনরে মেরেছিলো কিন্তু এখনো কোনো বিচার হয় নাই। রাষ্ট্রের জনগণ ভালো না। দূর্নীতিপূর্ণ রাষ্ট্র।"

কুত্তায়-কুত্তায় কামড়াকামড়ি করবে আর দোষ পড়বে গোটা দেশের উপর, জাতির উপর।
দোষ পড়বেনা?পড়বেই তো। দেশ তো এসব কিছু বন্ধ করতে পারছে না। একদল মানুষ দিনের পর দিন ধর্মের মতো সবচেয়ে স্পর্শকাতর জায়গায় আঘাত করে আসছে। আর আরেকদল অন্ধ ধর্মীয় ধ্যান ধারণা নিয়ে এদেরকে হত্যা করতেছে। কোনোটারই কোনো বিচার হচ্ছে না। ফাঁকে দিয়ে এদের অন্যায় কাজের দূর্গন্ধ লেগে যাচ্ছে গোটা জাতির গায়ে।

নাস্তিকতা বন্ধ করা যাবে না। কারণ এটা একান্তই নিজস্ব ধ্যান ধারণা। কিন্তু ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া তো আইন করলেই বন্ধ করা যেতে পারে।

নাস্তিকরা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া বন্ধ না করলে তাদের খুন ও চলতে থাকবে। বিচার হওয়া না হওয়া পরের ব্যাপার। খুনের পরে তারা অবশ্যই বিচার প্রাপ্য তবে আগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার দায়ে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

‪#‎primemonsur

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.