![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"টম জোনসের 'গ্রীণ গ্রীণ গ্রাস' গানটা বেজে উঠল। বহুবার শোনা ও গান। রুমী এটা প্রায়ই বাজায়। শুনতে শুনতে সুরটা আমারও প্রায় মুখস্ত হয়ে গেছে, যদিও ইংরেজি গানের কথা বিশেষ বুঝিনা। তিন মিনিটের গানটা শেষ হলে রুমী আস্তে আস্তে বলল, 'গানটার কথাগুলো শুনবে? এক ফাঁসির আসামী তার সেলের ভেতর ঘুমিয়ে স্বপ্ন দেখছিল সে তার গ্রামের বাড়িতে ফিরে গেছে। সে ট্রেন থেকে নেমেই দেখে তার বাবা-মা আর প্রেয়সী মেরী তাকে নিতে এসেছে। সে দেখল তার আজন্মের পুরনো সেই বাড়ি একইরকম রয়ে গেছে। তার চারপাশে দিয়ে ঢেউ খেলে যাচ্ছে সবুজ ঘাস। তার এত ভাল লাগল গ্রামের সবুজ সবুজ ঘাসে হাত রাখতে। তারপর হঠাৎ সে চমকে দেখে সে ধূসর পাথরের তৈরি চার দেয়ালের ভেতরে শুয়ে আছে। সে বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল।-'
আমি বলে উঠলাম, 'চুপ কর রুমী, চুপ কর। এত কম বয়স তোর, পৃথিবীর কিছুই তো দেখলি না। জীবনের কিছুই তো জানলিনা।'
রুমী মুখ তুলে কি এক হাসি যেন হাসল। মনে হল অনেক বেদনা সেই হাসিতে। একটু চুপ করে থেকে বলল, 'বিন্দুতে সিন্ধু-দর্শন একটা কথা আছেনা আম্মা? হয়তো জীবনের পুরোটা তোমাদের মত জানিনা, ভোগও করিনি, কিন্তু জীবনের যত রস-মাধুর্য-তিক্ততা-বিষ সবকিছুর স্বাদ আমি এর মধ্যেই পেয়েছি আম্মা। যদি চলেও যাই, কোনো আক্ষেপ নিয়ে যাব না।"
এরপরদিনই চলে যায় রুমী, পাক আর্মি ধরে নিয়ে যায় রুমী আর তার বাবাকে। বাবা ফিরেছেন কিন্তু পুত্র আর ফেরেনি।
ও আচ্ছা রুমীকে চেনেন তো? জ্বী, শহীদ জননী জাহানারা ঈমামের পুত্র বীর মুক্তিযোদ্ধা রুমীর কথা বলছি। এই রুমীদের চলে যাওয়ার কারণেই কিন্তু আপনি স্বাধীন দেশে আছেন। যে দেশের রাস্তায় বুকে বোতাম খোলা রেখে হাঁটতেছেন, মেয়ে দেখলে শিষ দিচ্ছেন, ইসলামের নামে #পাইক্যা_দালাল দের সাপোর্ট দিচ্ছেন।
যাদের চলে যাওয়ার বিনিময়ে এই স্বাধীন দেশ পেয়েছেন তাদেরকে একটু সম্মান দিতে শিখেন। পাইক্যা দালাদের সাপোর্ট করলে তাদেরকে সম্মান দেওয়া হয় না, তাদের মুখে থুতু দেওয়া হয়, থুতু।।
#primemonsur
©somewhere in net ltd.