![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঁকড়ে ধরে চলতে চাই হাজার বছর । ভাল লাগা , ভালবাসা আমার এই লেখালেখিতে। শান্তি প্রিয়তার সন্ধানে আমার নিরন্তর ছুটে চলা । সাক্ষী আমার কলম, আমার বিবেক। এস এম নাজমুছ -ছায়াদাত ( সবুজ) মিরপুর -১১ , ঢাকা
আমি বিজয় দেখি
তোমার কপালে খোলা চুলে ,
যখন সোনালি সপ্ন দেখে আঁখি ।
আমি বিজয় দেখি –
ভোরের প্রথম আলো
যখন তোমায় আলতো ছোঁয়ায় ,
শিশির ভেজা সবুজ ঘাসের
নিবিড় মায়ায় ।
রাত নিশিতে ডাহুক ডাকে
আপন সুরে ।
দখিন হাওয়ায় লুটিয়ে পড়ে ,
তোমার দ্বারে ।
শিশুর মুখে বিজয় হাসি
মায়ের চোখে সপ্ন রাশি ।
ধানের বুকে কমল পরশ
পাহাড় জাগে মাথায় আকাশ ।
বিজয় কেতন আকাশ চুমে ,
তোরা কেন রইলি ঘুমে ।
লাল সবুজের সপ্ন ভাসে ।
আমার চোখে ঘুম কি আসে ?
লাখো সহিদের রক্ত মেখে
বিজয় এল ফিরে ।
কথা দিলাম সপথ নিলাম –
বাংলা ,
তোমায় আঁকড়ে রাখব ঘিরে ।
--------------সবুজ ----------------
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬
প্রিয় সবুজ বলেছেন: বিজয়ের সুভ কামনা রইল ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
মশিকুর বলেছেন:
আমি বিজয় দেখি। আমরা বিজয় দেখি.... +++
শুভকামনা রইলো।