নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে স্বপ্ন দেখায় তার খোঁজে আমার এই পথ চলা

প্রিয় সবুজ

আঁকড়ে ধরে চলতে চাই হাজার বছর । ভাল লাগা , ভালবাসা আমার এই লেখালেখিতে। শান্তি প্রিয়তার সন্ধানে আমার নিরন্তর ছুটে চলা । সাক্ষী আমার কলম, আমার বিবেক। এস এম নাজমুছ -ছায়াদাত ( সবুজ) মিরপুর -১১ , ঢাকা

প্রিয় সবুজ › বিস্তারিত পোস্টঃ

কালো মেঘ ও আমি

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩১

আমি যাই

নেতার সান্নিদ্ধে ,

আমি পাইনা –

একটা কথা বলার জন্য ।

পাশে শুধু পাই কালো মেঘ ।

রাজপথে যাই আমি সত্যর দাবিতে ,

রক্ত ঝরে রাজপথে

স্বপ্ন ঝরার মত ।

কালো মেঘ আমি দেখি ,

আবারো দেখি ।

কিন্তু বৃষ্টি দেখি না ।

রঞ্জিত রাজপথ আর্তনাদ করে

তপ্ত রোদে পুড়ে ।

শহর থেকে দূরে

চার পাহাড়ের মাঝে আমি

অচিন পুরের সুরে ।

টেকনাফ থেকে তেতুলিয়া

উত্তর থেকে দক্ষিনে ,

বাসে ট্রেনে চেপে

ফেরিতে বা নৌকায় ।

মাঝি দাড় বায় ,

কালো মেঘ পিছু ধায় ,

রাঙ্গামাটির পথে ,

গরুর গাড়িতে ধুলো উড়িয়ে ,

ডামাডোলে ঢোলের শব্দে –

ছুটি আমি – পথের দিশায় !

কালো মেঘ কি আমায় ?

পথ দেখায় !!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

মশিকুর বলেছেন:
কবিতা ভালো। কবিতা বোল্ট করলে ভালো দেখায় না। পড়ার সময় চোখে লাগে :(

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৮

প্রিয় সবুজ বলেছেন: :( দুঃখিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.