![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঁকড়ে ধরে চলতে চাই হাজার বছর । ভাল লাগা , ভালবাসা আমার এই লেখালেখিতে। শান্তি প্রিয়তার সন্ধানে আমার নিরন্তর ছুটে চলা । সাক্ষী আমার কলম, আমার বিবেক। এস এম নাজমুছ -ছায়াদাত ( সবুজ) মিরপুর -১১ , ঢাকা
আমার চোখ ...
তোমায় ভুলবে না কোনদিন ।
লাল পেড়ে শাড়ি
মখমলি চাদরে মুড়ে ,
যেদিন এসেছিলে
হাতির ঝিলে ।
বিকেলের মিষ্টি রোদে ,
শীতের উষ্ণ আদরে
ভাসছিল তোমার চুল গুলো –
মাতাল বাতাসে ।
ভুল্বেনা কোনদিন আমার চোখ
সেই সোনালী বিকাল ।
আমার হাতে ফুল ছিলনা
শুধু দেখলাম জীবনানন্দের—
আকাশলীনা ।
আমার সামনে সশরীরে ।
আমি নির্বাক দাড়িয়ে ছিলাম
চোখের তারায় ছিলে তুমি ,
আমার এ পোড়া চোখ ভুল্বেনা সেদিন ।
ঘাসের বুকে দুজন সুখে
নিরবে কাটল সময় ।
দু জোড়া জুতা পাশাপাশি ,
তারা কি বা চায় !
সন্ধ্যা ঘনাল কুয়াশায় চেপে ,
সাত রঙে সাজল ঝিল ।
সপ্ন আঁকি আমি দু চোখে ,
সে ভাবে বা কি?
নীল চোখে ভালবাসা
ঠোঁটে লাজুক হাসি ।
হাতের ছোঁয়ায় লুকোচুরি
দু জন পাশাপাশি ।
অনুভবে তোমায় ভাবি
হৃদয়ে গভীর টান ।
ভাল লাগে তোমার এই
লুকান অভিমান ।
ভুল্বেনা তোমায় এ চোখ ।
কঠিন মৃত্যুকালে ।
খুজবে তোমায় অনন্তকাল ,
আকাশ পাতালে ।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫১
প্রিয় সবুজ বলেছেন: ধন্যবাদ মতামত প্রদানের জন্য । আপনাদের ভাল লাগা মন্দ লাগা আমার পথ চলার সারথি ।
দয়া রাখবেন ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৪
মশিকুর বলেছেন:
মিষ্টি কবিতায় সোনালী বিকালের ছোঁয়া পেলাম। শেষ দুইলাইন না থাকলেই মনেহয় ভালো হতো। তবে থাকায় খুব বেশী ক্ষতি হয়নি। +
শুভকামনা।