নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে স্বপ্ন দেখায় তার খোঁজে আমার এই পথ চলা

প্রিয় সবুজ

আঁকড়ে ধরে চলতে চাই হাজার বছর । ভাল লাগা , ভালবাসা আমার এই লেখালেখিতে। শান্তি প্রিয়তার সন্ধানে আমার নিরন্তর ছুটে চলা । সাক্ষী আমার কলম, আমার বিবেক। এস এম নাজমুছ -ছায়াদাত ( সবুজ) মিরপুর -১১ , ঢাকা

প্রিয় সবুজ › বিস্তারিত পোস্টঃ

বাস্তবের সাইরেন

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

তিক্ত মানবের মাঝে ,

এই ক্ষুদ্র সমাজে

আমি---

আমি একা মানুষ ।

ঐ তিক্ততা জড় হয়ে যাকে

কীট তেঁতোতে খোঁচা মারে ।

আমি----

যেন কেমন হয়ে গেছি ।

সইতে পারিনা ঐ ,

কটু কথার জ্বালা ।

বিদ্রোহী হয়ে ওঠে আমার মন ।

জ্বলে ওঠে তরুণ উদ্দিপ্ত

মরু বালকের – ঝাপসা চোখের মতো ।

কিন্তু এযে আমরা ,

বাঙালীর মধ্যবিত্ত পরিবার ।

গুরুজন যাদের আজীবন মান্য ।

তারা যে দেবতা ।

বাধার জাল ফেলে

বসে আছে এই গৃহ মাঝে ।

থাক!আর নাই বা বললাম ।

বলবনা- কি হবে?

আমরা যে মুখ বোজা

প্রতিবাদী হলে সর্বনাশ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.